Ajker Patrika

ট্রাম্পের জয়ের পরপরই নেতানিয়াহুর ফোন, যা আলাপ করলেন তাঁরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এএফপি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে তিনি দ্বিতীয়বার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন। ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে জয়ের পরপরই তাঁকে ফোন করেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গতকাল বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনালাপে ‘ইরানি হুমকি’ নিয়ে আলোচনা করেছেন। তবে গাজা ও লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে কোনো কথা হয়েছে কিনা তা জানা যায়নি।

নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন। আলোচনায় উভয় নেতা ইসরায়েলের নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হন। তাঁরা ইরানি হুমকিও নিয়ে আলোচনা করেছেন বলেও জানানো হয় বিবৃতিতে।

এদিকে, ইরানের সমর্থনপুষ্ট লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গতকাল বুধবার জানিয়েছে, তাদের হাজার হাজার যোদ্ধা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত এবং মার্কিন নির্বাচনের ফলাফলের কারণে লেবাননের যুদ্ধে কোনো প্রভাব পড়বে না। হিজবুল্লাহর শীর্ষ নেতা সতর্ক করে বলেছেন, ইসরায়েলে এমন কোনো স্থান নেই যা তাদের হামলা থেকে নিরাপদ থাকবে।

সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প ২৭৭টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়ে হোয়াইট হাউস নিশ্চিত করে ফেলেছেন। কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি ইলেক্টোরাল ভোট। প্রেসিডেন্ট নির্বাচিত হতে অন্তত ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন। ট্রাম্পের ঝুলিতে পড়েছে ৭ কোটি ১৭ লাখের বেশি ভোট। আর কমলা পেয়েছেন ৬ কোটি ৬৬ লাখের বেশি ভোট। যদিও গতকাল বাংলাদেশ সময় রাত ১০টা পর্যন্ত অ্যারিজোনা, নেভাদা, আলাস্কা, মিশিগান ও মেইন অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণা বাকি ছিল। অবশ্য মেইন বাদে বাকি অঙ্গরাজ্যগুলোয় ট্রাম্প এগিয়ে ছিলেন।

এদিকে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটেও রিপাবলিকানদের জয়জয়কার। সেখানে ৫২টি আসন রিপাবলিকানদের দখলে গেছে। ডেমোক্র্যাটরা পেয়েছেন ৪২টি আসন। ফল ঘোষণা বাকি ছয়টির। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে অন্তত ৫০টি আসন প্রয়োজন।

প্রতিনিধি পরিষদও রিপাবলিকানদের দখলে যাবে বলে আভাস পাওয়া যাচ্ছে। গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত রিপাবলিকানরা ২০৪টি আসনে জয় পেয়েছে। আর ডেমোক্র্যাটরা পেয়েছে ১৮২ টি। ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে সংখ্যা-গরিষ্ঠতা পেতে একটি দলকে অন্তত ২১৮টি আসন পেতে হয়।

বিশ্লেষকেরা মনে করছেন, কমলা হ্যারিসের পরাজয়ের পেছনে রয়েছে বাইডেন আমলে জীবনযাত্রার চড়া ব্যয়, নারীদের ভোট প্রত্যাশার চেয়ে কম পাওয়া, গাজা যুদ্ধের জন্য অনেক মুসলিম ভোট হারানো ইত্যাদি কারণ। ব্যয়ভার বেড়ে যাওয়ায় অনেক মার্কিন নাগরিকই বড় বড় শহর ছেড়ে অপেক্ষাকৃত ছোট শহরের দিকে চলে যাচ্ছেন। জীবনযাত্রার ব্যয় সামলাতে হিমশিম খাওয়া মার্কিন নাগরিকদের উল্লেখযোগ্য একটি অংশ ক্ষমতার পরিবর্তন চাইছিলেন। পাশাপাশি কেউ কেউ এমনও মনে করছেন, ১৯২০ সালে জাতীয় নির্বাচনে মেয়েদের ভোটাধিকার অনুমোদন করা যুক্তরাষ্ট্র এখনো হয়তো নারী প্রেসিডেন্টের জন্য তৈরি নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত