ইসরায়েলি সামরিক বাহিনী গত কয়েক ঘণ্টায় ব্যাপকভাবে হামলা করেছে। গাজার বিভিন্ন স্থানে একযোগে সামরিক আক্রমণ চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিমান হামলাগুলোর মূল লক্ষ্য ছিল ঘনবসতিপূর্ণ এলাকা, অস্থায়ী স্কুল ও আবাসিক ভবন, যেখানে লোকজন আশ্রয় নিয়েছিল। অন্তত ২০০ জন ফিলিস্তিনি নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।
গত এক ঘণ্টায় গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইসরায়েলি ড্রোন ও যুদ্ধবিমানের স্পষ্ট উপস্থিতি দেখা গেছে। নিহতদের মধ্যে নবজাতক, শিশু, নারী, বৃদ্ধ ও কয়েকজন শীর্ষস্থানীয় হামাস নেতা রয়েছেন।
জানা গেছে, এই হামলাগুলো একযোগে এবং পূর্ব সতর্কতা ছাড়াই চালানো হয়েছে এমন এলাকায়, যেগুলোকে নিরাপদ মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল, যার মধ্যে মাওয়াসি এলাকাও রয়েছে।
আলজাজিরা আরবির গাজার প্রতিবেদক জানিয়েছেন, খান ইউনিসের আবাসান শহরের পূর্বাঞ্চলে ইসরায়েলি ট্যাংক থেকে গোলাবর্ষণ করা হচ্ছে।
ইসরায়েলি সামরিক বাহিনী গত কয়েক ঘণ্টায় ব্যাপকভাবে হামলা করেছে। গাজার বিভিন্ন স্থানে একযোগে সামরিক আক্রমণ চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিমান হামলাগুলোর মূল লক্ষ্য ছিল ঘনবসতিপূর্ণ এলাকা, অস্থায়ী স্কুল ও আবাসিক ভবন, যেখানে লোকজন আশ্রয় নিয়েছিল। অন্তত ২০০ জন ফিলিস্তিনি নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।
গত এক ঘণ্টায় গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইসরায়েলি ড্রোন ও যুদ্ধবিমানের স্পষ্ট উপস্থিতি দেখা গেছে। নিহতদের মধ্যে নবজাতক, শিশু, নারী, বৃদ্ধ ও কয়েকজন শীর্ষস্থানীয় হামাস নেতা রয়েছেন।
জানা গেছে, এই হামলাগুলো একযোগে এবং পূর্ব সতর্কতা ছাড়াই চালানো হয়েছে এমন এলাকায়, যেগুলোকে নিরাপদ মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল, যার মধ্যে মাওয়াসি এলাকাও রয়েছে।
আলজাজিরা আরবির গাজার প্রতিবেদক জানিয়েছেন, খান ইউনিসের আবাসান শহরের পূর্বাঞ্চলে ইসরায়েলি ট্যাংক থেকে গোলাবর্ষণ করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকালে পূর্বাঞ্চলীয় একটি গ্রামে ভাতা গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে থেকে মানুষদের ওপর চালানো ওই হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। নিহতদের মধ্যে ২৩ জনই প্রবীণ। এ হামলায় আহত হয়েছে আরও ১৯ জন।
৪ মিনিট আগেমার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস স্থানীয় সময় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে কয়েক বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা আপাতত স্থগিত রাখার অনুমতি দিয়েছেন। এর ফলে নিম্ন আদালতের দেওয়া রায় সাময়িকভাবে আটকে গেল।
৭ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ৬৫ বছর বয়সী পৌডেল দৌড়ে পালাচ্ছেন, আর পেছনে শত শত মানুষ তাঁকে ধাওয়া করছে। একপর্যায়ে এক তরুণ বিক্ষোভকারী সামনে থেকে এসে লাফিয়ে তাঁকে লাথি মারেন। এতে তিনি একটি লাল দেয়ালে ধাক্কা খান। কিছুক্ষণ পর তিনি আবার উঠে দৌড়াতে শুরু করেন।
৮ ঘণ্টা আগেনেপালের রাজধানী কাঠমান্ডুর কোটেশ্বরে ভয়াবহ সহিংসতায় তিন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আত্মসমর্পণের পরও আন্দোলনকারীরা তাঁদের নৃশংসভাবে হত্যা করেছেন।
১১ ঘণ্টা আগে