Ajker Patrika

প্রলম্বিত হবে গাজায় চলমান আগ্রাসন: ইসরায়েলি সেনাপ্রধান

আপডেট : ২২ মে ২০২৪, ০৯: ৫৩
প্রলম্বিত হবে গাজায় চলমান আগ্রাসন: ইসরায়েলি সেনাপ্রধান

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন প্রলম্বিত হবে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল হেরজি হালেভি। গতকাল মঙ্গলবার তিনি জানান, তাঁর দেশের কৌশল হলো—যতটা বেশি সম্ভব হামাসের কমান্ডারদের নির্মূল করা এবং ইসরায়েলি জিম্মিদের মুক্ত করে আনতে গোষ্ঠীটির নেতাদের ওপর যতটা সম্ভব চাপ প্রয়োগ করা। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

হেরজি হালেভি এমন এক সময়ে এই অবস্থান জানালেন, যখন বিশ্বজুড়ে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধের লক্ষ্যে তীব্র আন্দোলন চলছে। তবে আন্তর্জাতিক সব চাপ উপেক্ষা করে অবরুদ্ধ ফিলিস্তিনি অঞ্চলটিকে আগ্রাসন চালিয়ে যাওয়ার অবস্থান ব্যক্ত করলেন। গতকাল মঙ্গলবার গাজার জাবালিয়ায় একটি শরণার্থীশিবির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। 

ইসরায়েলি সেনাপ্রধান বলেন, ‘আমরা শুরুতেই বলেছিলাম যে, যুদ্ধ প্রলম্বিত হবে। তারা (হামাস) প্রতিরক্ষার জন্য বছরের পর বছর ধরে এখানে (টানেল) খনন করে আসছে এবং তা এক সপ্তাহ বা এক মাসে ভেঙে ফেলা সম্ভব হবে না।’ এর আগে, ইসরায়েলি বাহিনী গত ১২ মে জাবালিয়া শরণার্থীশিবির ও আশপাশের এলাকায় স্থল অভিযান শুরু করেছিল। এরপর টানা তিন দিন যুদ্ধ চলে। 

এর আগে জেনারেল হালেভি জানিয়েছিলেন, ২০২৪ সালজুড়েই গাজায় যুদ্ধ চলবে। তবে গতকাল হালেভি জানাননি, ঠিক কত দিন গাজায় ইসরায়েলি আগ্রাসন চলবে। তিনি বলেন, ‘আমাদের মিশন হলো, যতটা বেশি সম্ভব হামাসের কমান্ডারদের হত্যা করা এবং যতটা বেশি সম্ভব তাদের অবকাঠামো ধ্বংস করা।’ 

হালেভির মতে, এই কৌশল হামাসের ওপর বাড়তি চাপ প্রয়োগ করবে। তিনি বলেন, ‘এই চাপ আমাদের (হামাসের হাতে) জিম্মিদের জীবিত আনতে সাহায্য করবে এবং আমরা আমাদের জিম্মিদের মৃতদেহ ইসরায়েলে সমাহিত করার জন্য বিপজ্জনক ও জটিল অপারেশন চালাতে প্রস্তুত।’ 

এদিকে, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলে আক্রমণ চালায়। তারপর সেদিনই ইসরায়েল গাজায় হামলা চালানো শুরু করে। সেই হামলায় এখন পর্যন্ত ৩৫ হাজার ৬০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের অধিকাংশই নারী ও শিশু এবং প্রায় ৭৯ হাজার ৯০০ জন আহত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত