Ajker Patrika

ইসরায়েলি হামলায় হামাসের দ্বিতীয় শীর্ষ কমান্ডারের মৃত্যুর গুঞ্জন 

আপডেট : ১২ মার্চ ২০২৪, ১২: ২০
ইসরায়েলি হামলায় হামাসের দ্বিতীয় শীর্ষ কমান্ডারের মৃত্যুর গুঞ্জন 

ইসরায়েলি হামলায় হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-ক্বাসাম ব্রিগেডের সেকেন্ড ইন-কমান্ড বা দ্বিতীয় শীর্ষ কমান্ডার মারওয়ান ইসা নিহত হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) মারওয়ান ইসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি। হামাসও এ বিষয়ে কোনো তথ্য দেয়নি। 

আইডিএফ জানিয়েছে, গতকাল সোমবার গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় মারওয়ান ইসা নিহত হয়েছেন বলা ধারণা করা হচ্ছে। আইডিএফ বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে। মারওয়ান ইসার মৃত্যু হলে তিনিই হবেন ইসরায়েলি হামলায় নিহতদের হামাস নেতাদের মধ্যে সবচেয়ে উঁচু পদের নেতা। 
 
ইসরায়েলিদের কাছে মারওয়ান ইসা ‘ছায়ামানব’ হিসেবে পরিচিত। ধারণা করা হয়, ইসরায়েলে গত ৭ অক্টোবর হামাস যে হামলা চালিয়েছিল তার পরিকল্পনাকারীদের মধ্যে তিনিও একজন। আইডিএফের অনুমান, গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই মারওয়ান ইসা হামাসের রণকৌশল নির্ধারণ করে আসছেন। 

মারওয়ান ইসার মৃত্যুর বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, গাজার মধ্যাঞ্চলের আল-নুসেইরাত শরণার্থীশিবিরে হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-ক্বাসাম ব্রিগেডের সেকেন্ড ইন-কমান্ড মারওয়ান ইসা অবস্থান করছেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তি রোববার দিবাগত রাতে বিমান হামলা চালানো হয়। 
 
হ্যাগারি বলেছেন, ইসা ও গাজায় হামাসের অস্ত্র নিয়ন্ত্রণে একজন কমান্ডার অবস্থান করছেন—এমন খবর পেয়েছিল আমাদের গোয়েন্দা সংস্থা শিন বেত। সেই খবরের ভিত্তিতে হামলা চালানো হয় ভূগর্ভস্থ টানেল লক্ষ্য করে। তিনি আরও বলেছেন, তাঁরা দুজন ছাড়াও টানেলটিতে আরও অনেক ‘সন্ত্রাসী’ ছিল। তবে আমরা এখনো নিশ্চিত নই যে, ইসা নিহত হয়েছেন কি না। 

নাম প্রকাশে অনিচ্ছুক একটি ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, মারওয়ান ইসা লুকিয়ে ছিলেন এমন একটি স্থানে ইসরায়েল হামলা চালিয়েছে। তবে তিনিও মারওয়ান ইসার নিহত বা আহত হওয়ার বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দিতে পারেননি। 

হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-ক্বাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দাইফের মতো মারওয়ান ইসাও ইসরায়েলের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্ত। একই সঙ্গে এই তালিকায় গাজায় হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারও ইসরায়েলের ‘মোস্ট ওয়ান্টেড’ লিস্টে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত