Ajker Patrika

ইরানের পরমাণু চুক্তি সচল হচ্ছে নভেম্বরে

আজকের পত্রিকা ডেস্ক
ইরানের পরমাণু চুক্তি সচল হচ্ছে নভেম্বরে

ছয় বিশ্ব শক্তির সঙ্গে অচল পরমাণু চুক্তি চলতি বছরের নভেম্বরের শেষ থেকে নতুন কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র উপপররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আলী বাগেরি কানি। সুনির্দিষ্ট দিনক্ষণ আগামী সপ্তাহে জানা যাবে। গতকাল এই টুইটে তিনি এ কথা জানান। 

তিনি বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। ২০১৫ সালের পরমাণু চুক্তি নভেম্বরের শেষ থেকে নতুন করে শুরু হচ্ছে। 

ইরানের পরমাণু কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে ২০১৫ সালে ছয় বিশ্ব শক্তি এবং তেহরানের মধ্যে চুক্তি হয়। ২০১৮ সালে এক তরফাভাবে এ চুক্তি থেকে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র। তেহরানের ওপর আরোপ করে কঠোর নিষেধাজ্ঞা। চলতি বছর ক্ষমতা গ্রহণের পর এ চুক্তি সচল করতে উদ্যোগ নেন বাইডেন প্রশাসন। এ লক্ষ্যে এপ্রিল থেকে পক্ষগুলোর মধ্যে কয়েক দফা আলোচনা হয়। তবে চুক্তিটি নতুন করে শুরু করা নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত