অনলাইন ডেস্ক
সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর ইরানে বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভে আধা সামরিক বাহিনীর সদস্যকে হত্যার অভিযোগে আজ শনিবার আরও দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান সরকার।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইরানের বিচার বিভাগ বলছে, দেশটিতে এ পর্যন্ত বিক্ষোভসংশ্লিষ্ট চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
গত ডিসেম্বরে ইরানে দুই বিক্ষোভকারীকে ফাঁসি দেওয়া হয়, যা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।
গত ৩ নভেম্বর কারাজ শহরে হত্যাকাণ্ডের শিকার হন ইরানের আধাসা মরিক বাসিজ বাহিনীর সদস্য রুহুল্লাহ। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মিজান নিউজ বলেছে, রুহুল্লাহ আজমিয়ানকে হত্যার দায়ে মোহাম্মদ মাহদি কারামি এবং সাইয়্যেদ মোহাম্মদ হোসাইনিকে শনিবার সকালে ফাঁসি কার্যকর হয়। গত বছরের ডিসেম্বরের শুরুতে ওই দুজনের মৃত্যুদণ্ড দেয় ইরানের একটি আদালত। মঙ্গলবার তাদের আপিল খারিজ করেন দেশটির সুপ্রিম কোর্ট।
আইনজীবীরা জানান, হাদিস নাজাফি নামের এক বিক্ষোভকারীর শেষকৃত্যে অংশ নেওয়া ব্যক্তিদের হামলার শিকার হন ২৭ বছর বয়সী রুহুল্লাহ। তাঁকে নগ্ন করে পিটিয়ে হত্যা করা হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু হয়। এরপর থেকেই প্রতিবাদ ছড়িয়ে পড়ে গোটা ইরানে। এই বিক্ষোভে সমর্থন দেওয়ায় দেশটিতে হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ১৪ জন বিক্ষোভকারীকে। এদের মধ্যে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান সরকার।
সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর ইরানে বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভে আধা সামরিক বাহিনীর সদস্যকে হত্যার অভিযোগে আজ শনিবার আরও দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান সরকার।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইরানের বিচার বিভাগ বলছে, দেশটিতে এ পর্যন্ত বিক্ষোভসংশ্লিষ্ট চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
গত ডিসেম্বরে ইরানে দুই বিক্ষোভকারীকে ফাঁসি দেওয়া হয়, যা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।
গত ৩ নভেম্বর কারাজ শহরে হত্যাকাণ্ডের শিকার হন ইরানের আধাসা মরিক বাসিজ বাহিনীর সদস্য রুহুল্লাহ। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মিজান নিউজ বলেছে, রুহুল্লাহ আজমিয়ানকে হত্যার দায়ে মোহাম্মদ মাহদি কারামি এবং সাইয়্যেদ মোহাম্মদ হোসাইনিকে শনিবার সকালে ফাঁসি কার্যকর হয়। গত বছরের ডিসেম্বরের শুরুতে ওই দুজনের মৃত্যুদণ্ড দেয় ইরানের একটি আদালত। মঙ্গলবার তাদের আপিল খারিজ করেন দেশটির সুপ্রিম কোর্ট।
আইনজীবীরা জানান, হাদিস নাজাফি নামের এক বিক্ষোভকারীর শেষকৃত্যে অংশ নেওয়া ব্যক্তিদের হামলার শিকার হন ২৭ বছর বয়সী রুহুল্লাহ। তাঁকে নগ্ন করে পিটিয়ে হত্যা করা হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু হয়। এরপর থেকেই প্রতিবাদ ছড়িয়ে পড়ে গোটা ইরানে। এই বিক্ষোভে সমর্থন দেওয়ায় দেশটিতে হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ১৪ জন বিক্ষোভকারীকে। এদের মধ্যে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান সরকার।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পরপরই সরকারি প্রতিষ্ঠানগুলোতে ব্যয়সংকোচনের নীতি নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে তাঁর প্রশাসনে সরকারি দক্ষতা বিভাগ নামে নতুন একটি বিভাগ খোলা হয়েছে। আর এর দায়িত্ব পেয়েছেন...
১ ঘণ্টা আগেজার্মানির চ্যান্সেলর হতে যাওয়া ফ্রেডরিখ মের্ৎস জানিয়েছেন, তিনি ইউরোপকে পরমাণু শক্তিধর করতে চান। এজন্য তিনি ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে পারমাণবিক অস্ত্র ভাগাভাগি নিয়েও আলোচনা করতে চান বলে জানিয়েছেন। তবে এটি ইউরোপের জন্য যুক্তরাষ্ট্রের পারমাণবিক সুরক্ষার বিকল্প হিসেবে নয়, বরং সম্পূরক...
৩ ঘণ্টা আগেভারতের অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু রাজ্যে জনসংখ্যা বৃদ্ধি করা উচিত বলে একটি ঘোষণা দিয়েছেন। তাঁর এ ঘোষণার পরই টিডিপির বিজয়নগরমের সাংসদ কালীসেট্টি আপ্পালা নাইডু তৃতীয় সন্তান জন্ম দিলে নারীদের ৫০ হাজার রুপি নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
৪ ঘণ্টা আগেসিদ্ধান্তটি এমন এক সময় নেওয়া হলো যখন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির জন্য মধ্যস্থতাকারী দেশগুলো আলোচনা চালিয়ে যাচ্ছে। হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা দ্রুত শুরুর আহ্বান জানালেও ইসরায়েল এর বিরোধিতা করছে।
৫ ঘণ্টা আগে