অনলাইন ডেস্ক
গাজামুখী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন আটক করে নিজ দেশে নিয়ে গিয়েছিল ইসরায়েলি বাহিনী। আশদোদ বন্দরে রেখে তাঁদের স্বাস্থ্য পরীক্ষার পর এবার দেশটি সিদ্ধান্ত নিয়েছে ম্যাডলিনে থাকা সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ ১২ মানবাধিকারকর্মীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর। আজ মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ম্যাডলিন থেকে আটক করা ১২ জনকে নিজেদের দেশে ফেরত পাঠাতে আজ মঙ্গলবার তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘যাঁরা ডিপোর্টেশন সংক্রান্ত কাগজপত্রে সই করতে অস্বীকার করছেন এবং ইসরায়েল ছেড়ে যেতে চাইছেন না, তাঁদের বিচারিক কর্তৃপক্ষের সামনে তোলা হবে।’
এর আগে স্থানীয় সময় গতকাল সোমবার ভোরে ইসরায়েলি বাহিনী ত্রাণবাহী জাহাজটিকে আটক করে আশদোদ বন্দরে নিয়ে যায়।
ম্যাডলিনকে ‘সেলফি ইয়ট’ অভিহিত করেছে ইসরায়েল। ইসরায়েলের ভাষ্যমতে, ম্যাডলিন নিয়ে এই নৌযাত্রা ‘মানবিক সহায়তার’ জন্য নয়, বরং ‘গ্ল্যামার, প্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি তোলার (সেলফি) মাধ্যমে নজর কাড়ার’ জন্য করা হয়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, থুনবার্গদের এই নৌযাত্রা ‘গাজায় ত্রাণ পৌঁছানোর জন্য নয়’, বরং নিজেদের প্রচার ও মিডিয়া স্টান্ট হিসেবেই এটি পরিকল্পিত হয়েছে। ওই নৌকায় থাকা ত্রাণের পরিমাণ ছিল খুবই সামান্য—একটি ট্রাকের পূর্ণ ধারণক্ষমতার চেয়েও কম।
সোমবার ভোরে এক্স প্ল্যাটফর্মে পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘গ্রেটা ও অন্যরা একটি মিডিয়া প্ররোচনা ঘটানোর চেষ্টা করেছিল, যার একমাত্র উদ্দেশ্য ছিল প্রচারণা চালানো, যার মধ্যে ছিল একটি ট্রাকের চেয়েও কম পরিমাণ ত্রাণ। এর তুলনায়, গত দুই সপ্তাহে ইসরায়েল থেকে গাজায় ১ হাজার ২০০টির বেশি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। এ ছাড়া গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন সরাসরি গাজার নাগরিকদের কাছে প্রায় ১ কোটি ১০ লাখ খাবার বিতরণ করেছে।’
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘গাজার উপত্যকায় ত্রাণ পৌঁছানোর অনেক উপায় আছে, যেগুলো ইনস্টাগ্রাম সেলফির সঙ্গে সম্পর্কিত নয়।’
তবে এই নৌযাত্রার আয়োজকেরা বলছেন, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) আয়োজনে ম্যাডলিন নিয়ে এই যাত্রা মূলত ‘প্রতীকী’ সহায়তার যাত্রা। ইসরায়েলের নৌ অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এ যাত্রা করা হয়।
গত ২ মার্চ থেকে টানা ১১ সপ্তাহ গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ ছিল। ফলে, উপত্যকাটিতে চরম আকার ধারণ করেছে দুর্ভিক্ষ। পরে, আন্তর্জাতিক মহলের চাপের মুখে গাজায় সীমিত আকারে ত্রাণ প্রবেশের অনুমোদন দেয় নেতানিয়াহুর প্রশাসন। তবে সেই ত্রাণ বিতরণের দায়িত্বে রয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশন। সংস্থাটির ত্রাণকেন্দ্র থেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে এরই মধ্যে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।
এমন পরিস্থিতিতে গাজায় অবরোধ ভাঙতে গত ১ জুন ইতালির সিসিলি কাতানিয়া শহর থেকে যাত্রা শুরু করে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন পরিচালিত এই জাহাজ—ম্যাডলিন। গাজার মানুষের জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে যেসব সহায়তা দরকার, সেগুলো বহন করছে জাহাজটি। এর মধ্যে আছে—চিকিৎসার সরঞ্জাম, ময়দা, চাল, শিশুদের খাদ্যোপযোগী দুধ (বেবি ফর্মুলা), ডায়াপার, স্যানিটারি ন্যাপকিন, পানি বিশুদ্ধকরণ কিট, ক্রাচ ও শিশুদের কৃত্রিম অঙ্গ।
‘ম্যাডলিন’ জাহাজে মোট ১২ জন মানবাধিকারকর্মী ছিলেন। তাঁরা হলেন—সুইডেনের পরিবেশবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসমিন আচার, ফ্রান্সের ব্যাপটিস্ট আন্দ্রে, ব্রাজিলের থিয়াগো আভিলা, ফ্রান্সের ওমর ফায়াদ, পাস্কাল মৌরিয়েরাস, ইয়ানিস মোহামদি, তুরস্কের সুলাইব ওর্দু, স্পেনের সার্জিও তোরিবিও, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস ও ফ্রান্সের রিভা ভিয়া।
গাজার প্রথম ও একমাত্র নারী মৎস্য শিকারির নামানুসারে ‘ম্যাডলিন’ জাহাজটির নামকরণ করা হয়েছে।
গাজামুখী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন আটক করে নিজ দেশে নিয়ে গিয়েছিল ইসরায়েলি বাহিনী। আশদোদ বন্দরে রেখে তাঁদের স্বাস্থ্য পরীক্ষার পর এবার দেশটি সিদ্ধান্ত নিয়েছে ম্যাডলিনে থাকা সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ ১২ মানবাধিকারকর্মীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর। আজ মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ম্যাডলিন থেকে আটক করা ১২ জনকে নিজেদের দেশে ফেরত পাঠাতে আজ মঙ্গলবার তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘যাঁরা ডিপোর্টেশন সংক্রান্ত কাগজপত্রে সই করতে অস্বীকার করছেন এবং ইসরায়েল ছেড়ে যেতে চাইছেন না, তাঁদের বিচারিক কর্তৃপক্ষের সামনে তোলা হবে।’
এর আগে স্থানীয় সময় গতকাল সোমবার ভোরে ইসরায়েলি বাহিনী ত্রাণবাহী জাহাজটিকে আটক করে আশদোদ বন্দরে নিয়ে যায়।
ম্যাডলিনকে ‘সেলফি ইয়ট’ অভিহিত করেছে ইসরায়েল। ইসরায়েলের ভাষ্যমতে, ম্যাডলিন নিয়ে এই নৌযাত্রা ‘মানবিক সহায়তার’ জন্য নয়, বরং ‘গ্ল্যামার, প্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি তোলার (সেলফি) মাধ্যমে নজর কাড়ার’ জন্য করা হয়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, থুনবার্গদের এই নৌযাত্রা ‘গাজায় ত্রাণ পৌঁছানোর জন্য নয়’, বরং নিজেদের প্রচার ও মিডিয়া স্টান্ট হিসেবেই এটি পরিকল্পিত হয়েছে। ওই নৌকায় থাকা ত্রাণের পরিমাণ ছিল খুবই সামান্য—একটি ট্রাকের পূর্ণ ধারণক্ষমতার চেয়েও কম।
সোমবার ভোরে এক্স প্ল্যাটফর্মে পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘গ্রেটা ও অন্যরা একটি মিডিয়া প্ররোচনা ঘটানোর চেষ্টা করেছিল, যার একমাত্র উদ্দেশ্য ছিল প্রচারণা চালানো, যার মধ্যে ছিল একটি ট্রাকের চেয়েও কম পরিমাণ ত্রাণ। এর তুলনায়, গত দুই সপ্তাহে ইসরায়েল থেকে গাজায় ১ হাজার ২০০টির বেশি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। এ ছাড়া গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন সরাসরি গাজার নাগরিকদের কাছে প্রায় ১ কোটি ১০ লাখ খাবার বিতরণ করেছে।’
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘গাজার উপত্যকায় ত্রাণ পৌঁছানোর অনেক উপায় আছে, যেগুলো ইনস্টাগ্রাম সেলফির সঙ্গে সম্পর্কিত নয়।’
তবে এই নৌযাত্রার আয়োজকেরা বলছেন, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) আয়োজনে ম্যাডলিন নিয়ে এই যাত্রা মূলত ‘প্রতীকী’ সহায়তার যাত্রা। ইসরায়েলের নৌ অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এ যাত্রা করা হয়।
গত ২ মার্চ থেকে টানা ১১ সপ্তাহ গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ ছিল। ফলে, উপত্যকাটিতে চরম আকার ধারণ করেছে দুর্ভিক্ষ। পরে, আন্তর্জাতিক মহলের চাপের মুখে গাজায় সীমিত আকারে ত্রাণ প্রবেশের অনুমোদন দেয় নেতানিয়াহুর প্রশাসন। তবে সেই ত্রাণ বিতরণের দায়িত্বে রয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশন। সংস্থাটির ত্রাণকেন্দ্র থেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে এরই মধ্যে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।
এমন পরিস্থিতিতে গাজায় অবরোধ ভাঙতে গত ১ জুন ইতালির সিসিলি কাতানিয়া শহর থেকে যাত্রা শুরু করে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন পরিচালিত এই জাহাজ—ম্যাডলিন। গাজার মানুষের জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে যেসব সহায়তা দরকার, সেগুলো বহন করছে জাহাজটি। এর মধ্যে আছে—চিকিৎসার সরঞ্জাম, ময়দা, চাল, শিশুদের খাদ্যোপযোগী দুধ (বেবি ফর্মুলা), ডায়াপার, স্যানিটারি ন্যাপকিন, পানি বিশুদ্ধকরণ কিট, ক্রাচ ও শিশুদের কৃত্রিম অঙ্গ।
‘ম্যাডলিন’ জাহাজে মোট ১২ জন মানবাধিকারকর্মী ছিলেন। তাঁরা হলেন—সুইডেনের পরিবেশবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসমিন আচার, ফ্রান্সের ব্যাপটিস্ট আন্দ্রে, ব্রাজিলের থিয়াগো আভিলা, ফ্রান্সের ওমর ফায়াদ, পাস্কাল মৌরিয়েরাস, ইয়ানিস মোহামদি, তুরস্কের সুলাইব ওর্দু, স্পেনের সার্জিও তোরিবিও, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস ও ফ্রান্সের রিভা ভিয়া।
গাজার প্রথম ও একমাত্র নারী মৎস্য শিকারির নামানুসারে ‘ম্যাডলিন’ জাহাজটির নামকরণ করা হয়েছে।
মৃত্যুর সময় আদেলের শরীর ছিল শীর্ণ, পেট ছিল ভেতরের দিকে ঢোকানো, হাড়গুলো বেরিয়ে এসেছিল আর মুখ ছিল ফ্যাকাশে। তাঁর এই দুর্বল দেহ গাজার ফিলিস্তিনিদের ওপর চলা ক্ষুধার যুদ্ধের এক করুণ সাক্ষী। ইসরায়েলের অবিরাম হামলার কারণে সেখানে হাসপাতালগুলোতে চিকিৎসা ও মানবিক সহায়তা দেওয়া কঠিন হয়ে পড়েছে।
১৭ মিনিট আগেসম্প্রতি দেশটির সরকার ভিসা প্রক্রিয়া সহজ করার ঘোষণা দেওয়ায় আশাবাদী হচ্ছেন ভ্রমণপ্রেমীরা। তবে গত এপ্রিলে নতুন নিয়মের ঘোষণা এলেও এখনো এটি বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় বড়দিন উদ্যাপিত হয় বছরে দুবার। একবার ডিসেম্বরের প্রচলিত দিনে, আরও একবার দেশটির শীতের মাস জুলাইয়ে। ‘ক্রিসমাস ইন জুলাই’ এখন শুধু একটি ট্রেন্ড নয়, এটি অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় ঐতিহ্যে পরিণত হয়েছে।
৩ ঘণ্টা আগেপর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর কার্যালয় জানিয়েছে, তাঁর সরকার আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে প্রেসিডেন্ট ও পার্লামেন্টের সদস্যদের সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্
৪ ঘণ্টা আগে