গাজার আলোচিত আল-শিফা হাসপাতালের পরিচালক ডা. আবু সালামিয়াকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। আজ বৃহস্পতিবার গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি সংগঠন হামাসের প্রকাশিত একটি বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।
হামাসের বিবৃতির বরাতে আমিরাতভিত্তিক দ্য ন্যাশনাল জানিয়েছে, আল-শিফা হাসপাতালের পরিচালক ছাড়াও কয়েকজন সিনিয়র চিকিৎসককেও গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।
বিবৃতিতে হামাস বলেছে, ‘আল-শিফা হাসপাতালে পরিচালক এবং তাঁর সহকর্মী চিকিৎসকদের গ্রেপ্তারে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা রেডক্রসসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে অনুরোধ করছি, যেন তাদের মুক্তির বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া হয়।’
বিবৃতিতে জানানো হয়েছে, আল-শিফা হাসপাতালের পরিচালক আবু সালামিয়া হাসপাতাল থেকে অবশিষ্ট রোগী ও আহতদের নিরাপদে স্থানান্তরের ক্ষেত্রে ইসরায়েলি বাহিনীর ওপর চাপ সৃষ্টির জন্য রেডক্রস ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। তাই এই দুটি সংস্থার আন্তর্জাতিক কমিটিকে সালামিয়ার ব্যাপারে কিছু একটা করার আহ্বান জানায় হামাস। খালি করার পরও সালামিয়াসহ কয়েক চিকিৎসক হাসপাতালে অবস্থান করায় তাঁদের গ্রেপ্তার করা হয় বলেও জানানো হয়েছে বিবৃতিতে।
সালামিয়ার গ্রেপ্তারের বিষয়ে ইসরায়েল বলেছে, গাজার দক্ষিণ অংশে পালিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে আল-শিফা হাসপাতালকে ঘাঁটি হিসেবে ব্যবহার করার অভিযোগকে অস্বীকার করেছে হামাসসহ হাসপাতাল কর্তৃপক্ষও।
গাজার আলোচিত আল-শিফা হাসপাতালের পরিচালক ডা. আবু সালামিয়াকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। আজ বৃহস্পতিবার গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি সংগঠন হামাসের প্রকাশিত একটি বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।
হামাসের বিবৃতির বরাতে আমিরাতভিত্তিক দ্য ন্যাশনাল জানিয়েছে, আল-শিফা হাসপাতালের পরিচালক ছাড়াও কয়েকজন সিনিয়র চিকিৎসককেও গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।
বিবৃতিতে হামাস বলেছে, ‘আল-শিফা হাসপাতালে পরিচালক এবং তাঁর সহকর্মী চিকিৎসকদের গ্রেপ্তারে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা রেডক্রসসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে অনুরোধ করছি, যেন তাদের মুক্তির বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া হয়।’
বিবৃতিতে জানানো হয়েছে, আল-শিফা হাসপাতালের পরিচালক আবু সালামিয়া হাসপাতাল থেকে অবশিষ্ট রোগী ও আহতদের নিরাপদে স্থানান্তরের ক্ষেত্রে ইসরায়েলি বাহিনীর ওপর চাপ সৃষ্টির জন্য রেডক্রস ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। তাই এই দুটি সংস্থার আন্তর্জাতিক কমিটিকে সালামিয়ার ব্যাপারে কিছু একটা করার আহ্বান জানায় হামাস। খালি করার পরও সালামিয়াসহ কয়েক চিকিৎসক হাসপাতালে অবস্থান করায় তাঁদের গ্রেপ্তার করা হয় বলেও জানানো হয়েছে বিবৃতিতে।
সালামিয়ার গ্রেপ্তারের বিষয়ে ইসরায়েল বলেছে, গাজার দক্ষিণ অংশে পালিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে আল-শিফা হাসপাতালকে ঘাঁটি হিসেবে ব্যবহার করার অভিযোগকে অস্বীকার করেছে হামাসসহ হাসপাতাল কর্তৃপক্ষও।
২০২৪ সালে যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীর ছাড়িয়ে গেছে এক লাখ আট হাজার, যাদের মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তান। সরকার প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, এ বছর পাকিস্তানি আশ্রয়প্রার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় ৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৪২ জনে। উল্লেখযোগ্য হারে আবেদন বেড়েছে ভিয়েতনামিজ নাগরিকদেরও।
৯ মিনিট আগেগতকাল সোমবার প্রথমবারের মতো মধ্য গাজার দেইর-আল-বালাহে ট্যাংক মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া, উপত্যকার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলেও শুরু করেছে স্থল অভিযান। এর আগে এই দুই অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগেভারতীয় বিমানবাহিনীতে এখনো রাশিয়ার তৈরি অন্তত ৩৬টি মিগ-২১ যুদ্ধবিমান রয়েছে। তবে চলতি বছরের সেপ্টেম্বরেই ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় সেবা থেকে এই যুদ্ধবিমানগুলোকে সরিয়ে নেওয়া হবে। এই যুদ্ধবিমানগুলোর জায়গা নেবে ভারতের নতুন তেজস এমকে১এ যুদ্ধবিমান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা
১ ঘণ্টা আগেতিন বছর ধরে চলা যুদ্ধে অবসান ঘটাতে আবারও মুখোমুখি বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। আগামী বুধবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে দুই দেশের মধ্যকার নতুন শান্তি আলোচনা। বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
২ ঘণ্টা আগে