Ajker Patrika

নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান

এএফপি, তেহরান
ছবি: এএফপি
ছবি: এএফপি

নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান।

রাজধানী তেহরানে গতকাল রোববার প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এটি উন্মোচন করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, এটির সর্বোচ্চ পাল্লা ১ হাজার ৭০০ কিলোমিটার।

নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে এতমাদ, যার অর্থ হচ্ছে ‘আস্থা’। অর্থাৎ এটিকে নিজ দেশের আস্থার প্রতীক হিসেবে দেখাতে চাইছে ইরান।

গতকালের অনুষ্ঠানে মাসুদ পেজেশকিয়ান বলেন, তাঁর দেশের প্রতিরক্ষা সক্ষমতা ও মহাকাশ প্রযুক্তির উন্নয়ন এটি নিশ্চিত করবে, কোনো দেশ যেন ইরানের ভূখণ্ডে আক্রমণের দুঃসাহস না দেখায়।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগে নিজের প্রয়োজনীয় সামরিক সরঞ্জামের বেশির ভাগই যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করত তেহরান। তবে বিপ্লবের পর মার্কিন নিষেধাজ্ঞার মুখে একপর্যায়ে নিজেরাই অস্ত্র নির্মাণ শুরু করে। বর্তমানে দেশটির অস্ত্রভান্ডারে ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ড্রোনও অন্তর্ভুক্ত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত