ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়ার বোনকে আটক করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আজ সোমবার সকালে ইসরায়েলি পুলিশ ইসমাইল হানিয়ার বোন জেবা আবদেল সালেম হানিয়াকে আটকের কথা জানিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলি পুলিশ জেবা আবদেল সালেম হানিয়াকে ইসরায়েলি শহর তেল শেবা থেকে আটকের দাবি করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, হামাসের সঙ্গে তাঁর সম্পর্ক আছে এবং তিনি তেল শেবায় সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করেছিলেন।
তবে ইসরায়েলি পুলিশের বিবৃতিতে ৫৭ বছর বয়সী জেবাকে ইসমাইল হানিয়ার বোন হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। বরং বলা হয়েছে, জেবা হামাসের একজন জ্যেষ্ঠ নেতার ঘনিষ্ঠ আত্মীয়। পরে ইসরায়েলি গণমাধ্যমগুলো খোঁজ নিয়ে জেনেছে, পুলিশ যাঁকে আটক করেছে তিনি ইসমাইল হানিয়ার বোন জেবা আবদেল সালেম হানিয়া।
তেল শেবায় ‘আর্লি ডন’ নামে এক যৌথ অভিযানের মাধ্যমে জেবা হানিয়াকে আটক করা হয়। এই অভিযানে, ইসরায়েলি পুলিশ, দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা শিন-বেত, সীমান্ত পুলিশ, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এবং ইসরায়েলি পুলিশের এরিয়াল ইউনিট অংশগ্রহণ করে।
হানিয়ার বাড়িতে অভিযানের সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী গুরুতর নিরাপত্তা অপরাধে জেবা হানিয়ার অংশগ্রহণের ইঙ্গিত দেয় এমন নথি, যোগাযোগমাধ্যম, ফোন ও অন্যান্য প্রমাণ পাওয়ার দাবি করেছে।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়ার বোনকে আটক করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আজ সোমবার সকালে ইসরায়েলি পুলিশ ইসমাইল হানিয়ার বোন জেবা আবদেল সালেম হানিয়াকে আটকের কথা জানিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলি পুলিশ জেবা আবদেল সালেম হানিয়াকে ইসরায়েলি শহর তেল শেবা থেকে আটকের দাবি করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, হামাসের সঙ্গে তাঁর সম্পর্ক আছে এবং তিনি তেল শেবায় সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করেছিলেন।
তবে ইসরায়েলি পুলিশের বিবৃতিতে ৫৭ বছর বয়সী জেবাকে ইসমাইল হানিয়ার বোন হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। বরং বলা হয়েছে, জেবা হামাসের একজন জ্যেষ্ঠ নেতার ঘনিষ্ঠ আত্মীয়। পরে ইসরায়েলি গণমাধ্যমগুলো খোঁজ নিয়ে জেনেছে, পুলিশ যাঁকে আটক করেছে তিনি ইসমাইল হানিয়ার বোন জেবা আবদেল সালেম হানিয়া।
তেল শেবায় ‘আর্লি ডন’ নামে এক যৌথ অভিযানের মাধ্যমে জেবা হানিয়াকে আটক করা হয়। এই অভিযানে, ইসরায়েলি পুলিশ, দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা শিন-বেত, সীমান্ত পুলিশ, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এবং ইসরায়েলি পুলিশের এরিয়াল ইউনিট অংশগ্রহণ করে।
হানিয়ার বাড়িতে অভিযানের সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী গুরুতর নিরাপত্তা অপরাধে জেবা হানিয়ার অংশগ্রহণের ইঙ্গিত দেয় এমন নথি, যোগাযোগমাধ্যম, ফোন ও অন্যান্য প্রমাণ পাওয়ার দাবি করেছে।
প্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় চার বছরের পুরোনো একটি মামলায় ভারতের প্রতিযোগিতা কমিশন তথা সিসিআই-এর সঙ্গে নিষ্পত্তিতে পৌঁছেছে। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির বাজারে গুগল অনৈতিক ও প্রতিযোগিতাবিরোধী ব্যবসায়িক চর্চা করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এই নিষ্পত্তি হয়েছে। গুগল,
১০ মিনিট আগেভারতের সড়ক নিরাপত্তা সংকট অত্যন্ত ভয়াবহ। চলমান এই সমস্যা প্রতিদিন বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ২০২৩ সালে এই সংকট আরও তীব্র হয়েছে। জানা গেছে, সে বছর সড়ক দুর্ঘটনায় ভারতে ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অর্থ প্রতিদিন ৪৭৪ জন বা প্রতি তিন মিনিটে প্রায় একজন মারা গেছেন।
১ ঘণ্টা আগে২০১৩ সালে, ৩৪ বছর বয়সে থর পেডারসেন এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি শুধু ব্যতিক্রম নয়, এক কঠিন সংকল্পও বটে। কারণ তিনি কোনো উড়োজাহাজে না চড়েই পৃথিবীর প্রতিটি দেশ ঘুরে দেখার পণ করেন। প্রায় এক দশকের ব্যবধানে এভাবেই পৃথিবীর ২০৩টি দেশ ঘুরে ফেলেছেন পেডারসেন।
২ ঘণ্টা আগেপেরুর আদি জাতি কুকামা সম্প্রদায়ের কাছে মারানিওন নদী শুধু পানির উৎস নয়, বরং এক পবিত্র আত্মিক সত্তা। প্রায় ৯০০ মাইল বা ১ হাজার ৪৫০ কিলোমিটার দীর্ঘ এই নদী আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে আমাজনে মিশেছে। কিন্তু গত কয়েক দশক ধরে এটি মারাত্মকভাবে তেল দূষণের শিকার হয়েছে।
৩ ঘণ্টা আগে