Ajker Patrika

নেতানিয়াহু হিটলারকেও ছাড়িয়ে গেছেন—এরদোয়ান

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৯ জুন ২০২৫, ২১: ৫৩
তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি: এএফপি
তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি: এএফপি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় ইসরায়েলের আগ্রাসন এবং ইরানে চলমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গণহত্যার দিক থেকে অ্যাডলফ হিটলারকেও ছাড়িয়ে গেছেন।

পার্লামেন্টে নিজ দল একে পার্টির সদস্যদের উদ্দেশে দেওয়া এক ভাষণে এরদোয়ান বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ভয়াবহ ছবি ও ভিডিওগুলোও গাজার চিত্রের পাশে ম্লান হয়ে যায়। গণহত্যার অপরাধে নেতানিয়াহু অনেক আগেই হিটলারকে ছাড়িয়ে গেছেন।’

এরদোয়ান জানান, গাজা, ইরান, সিরিয়া, লেবানন, ইয়েমেনসহ বিভিন্ন জায়গায় চলমান অমানবিক আগ্রাসন বন্ধে যা কিছু করা সম্ভব, তা করছে তুরস্ক। পাশাপাশি যেকোনো নেতিবাচক পরিস্থিতি ও বিপর্যয়ের জন্য প্রস্তুত রয়েছে।

তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডেন সাআর এরদোয়ানের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন। এক্স মাধ্যমে তিনি লিখেছেন, ‘তথাকথিত এই সুলতান আবারও উসকানিমূলক বক্তব্য দিয়ে ইসরায়েল ও প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু করছেন।’

ইসরায়েল দাবি করছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে বলেই তারা হামলা চালাচ্ছে। তবে ইরান জোর দিয়ে বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি গতকাল বুধবার বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রমাণ তাঁরা এখনো পাননি।

এদিকে ইসরায়েলের এই অভিযানের কড়া সমালোচনা করে একে অবৈধ ঘোষণা করেছে রাশিয়া। দেশটি সতর্ক করেছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা পারমাণবিক বিপর্যয় ডেকে আনতে পারে। তারা কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছেন এবং বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের আকাশে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলি, এক শ্রমিক নিহত

শিবিরের বট আইডির অ্যাটাক আমিও কম খাই নাই: শিবির প্যানেলের প্রার্থী জুমা

পাকিস্তানকে সমর্থন করায় ভারত এসসিওর সদস্যপদ আটকে দেয়: আজারবাইজান

দেশে চালু হলো ৫-জি নেটওয়ার্ক, কী কী সুবিধা মিলবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত