Ajker Patrika

ইসরায়েলি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ 

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১১: ৫৩
ইসরায়েলি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ 

ভূমধ্যসাগরে ইসরায়েলি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে দুই সেনা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও এক আরোহী আহত হয়েছেন। আজ মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এমনটি জানিয়েছে। 

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আতালেফ’ হেলিকপ্টারটি গতকাল সোমবার একটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় উত্তরাঞ্চলীয় হাইফা শরের ভূমধ্যসাগরের উপকূলে বিধ্বস্ত হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ইসরায়েলি বিশেষ উদ্ধারকারী বাহিনী উদ্ধারকাজ চালায়। তবে তাঁরা দুই পাইলটকে জীবিত উদ্ধার করতে পারেনি। আরেক আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি গুরুতর আহত নন।

এ দুর্ঘটনার পর প্রশিক্ষণ সাময়িক সময়ের জন্য স্থগিত করেছে ইসরায়েলি বিমানবাহিনী। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তদন্ত করা হবে বলে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত