অনলাইন ডেস্ক
গাজায় চলমান যুদ্ধবিরতি উপেক্ষা করে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল রোববার অন্তত দুটি হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এসব হামলায় ১ শিশুসহ অন্তত ৭ জন আহত হয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে এ তথ্য জানিয়েছে।
সূত্রটি জানিয়েছে, যুদ্ধবিরতির চুক্তি কার্যকর থাকলেও তা উপেক্ষা করে গাজা উপত্যকায় দুটি ইসরায়েলি হামলায় ১ শিশুসহ ৭ ফিলিস্তিনি আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ইসরায়েলি ড্রোন গাজার কেন্দ্রীয় অংশে নুসেইরাত শরণার্থীশিবিরের পশ্চিমে উপকূলীয় আল-রশিদ রোডে একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। সূত্র জানিয়েছে, এই হামলায় ৫ জন আহত হয়েছে। এখানে আহত এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।
এ ছাড়া অপর এক হামলায় আরও দুই ফিলিস্তিনি আহত হয়। দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে অবস্থিত আল-ফারাহিন এলাকায় একটি বুলডোজারের ওপর ইসরায়েলি ড্রোন হামরা চালালে ওই দুজন আহত হন। এই হামলাগুলোর কয়েক ঘণ্টা আগে, আরেকটি ইসরায়েলি ড্রোন একই সড়কের পাশে চলন্ত একটি গাড়ির কাছে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই হামলার ফলে ওই সড়ক ব্যবহার নিজ এলাকায় ফিরতে থাকা ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। কেবল তাই নয়, ইসরায়েলি বাহিনী কেন্দ্রীয় গাজার বুরেইজ শরণার্থীশিবিরের পূর্বাঞ্চল এবং দক্ষিণ গাজার রাফার পূর্বদিকে ফিলিস্তিনি বাড়িঘর লক্ষ্য করেও গুলিবর্ষণ করেছে।
এদিকে, গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হলেও আজ সোমবার হাজারো ফিলিস্তিনি প্রথমবারের মতো উত্তর গাজায় নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। তিন পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির আওতায় বন্দী বিনিময় ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ রয়েছে। যার লক্ষ্য হলো—একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করা।
এই চুক্তির অধীনে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো ১৮ জন বন্দীকে মুক্তি দিয়েছে। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে শত শত ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।
ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের কারণে ২০২৩ সালের ৭ অক্টোবর ২০২৩ থেকে গাজায় প্রায় ৪৭ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু। এই যুদ্ধ গাজার বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত করেছে।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত বছরের নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাঁর তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইসরায়েল গাজায় পরিচালিত এই যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে।
গাজায় চলমান যুদ্ধবিরতি উপেক্ষা করে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল রোববার অন্তত দুটি হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এসব হামলায় ১ শিশুসহ অন্তত ৭ জন আহত হয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে এ তথ্য জানিয়েছে।
সূত্রটি জানিয়েছে, যুদ্ধবিরতির চুক্তি কার্যকর থাকলেও তা উপেক্ষা করে গাজা উপত্যকায় দুটি ইসরায়েলি হামলায় ১ শিশুসহ ৭ ফিলিস্তিনি আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ইসরায়েলি ড্রোন গাজার কেন্দ্রীয় অংশে নুসেইরাত শরণার্থীশিবিরের পশ্চিমে উপকূলীয় আল-রশিদ রোডে একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। সূত্র জানিয়েছে, এই হামলায় ৫ জন আহত হয়েছে। এখানে আহত এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।
এ ছাড়া অপর এক হামলায় আরও দুই ফিলিস্তিনি আহত হয়। দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে অবস্থিত আল-ফারাহিন এলাকায় একটি বুলডোজারের ওপর ইসরায়েলি ড্রোন হামরা চালালে ওই দুজন আহত হন। এই হামলাগুলোর কয়েক ঘণ্টা আগে, আরেকটি ইসরায়েলি ড্রোন একই সড়কের পাশে চলন্ত একটি গাড়ির কাছে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই হামলার ফলে ওই সড়ক ব্যবহার নিজ এলাকায় ফিরতে থাকা ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। কেবল তাই নয়, ইসরায়েলি বাহিনী কেন্দ্রীয় গাজার বুরেইজ শরণার্থীশিবিরের পূর্বাঞ্চল এবং দক্ষিণ গাজার রাফার পূর্বদিকে ফিলিস্তিনি বাড়িঘর লক্ষ্য করেও গুলিবর্ষণ করেছে।
এদিকে, গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হলেও আজ সোমবার হাজারো ফিলিস্তিনি প্রথমবারের মতো উত্তর গাজায় নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। তিন পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির আওতায় বন্দী বিনিময় ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ রয়েছে। যার লক্ষ্য হলো—একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করা।
এই চুক্তির অধীনে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো ১৮ জন বন্দীকে মুক্তি দিয়েছে। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে শত শত ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।
ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের কারণে ২০২৩ সালের ৭ অক্টোবর ২০২৩ থেকে গাজায় প্রায় ৪৭ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু। এই যুদ্ধ গাজার বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত করেছে।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত বছরের নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাঁর তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইসরায়েল গাজায় পরিচালিত এই যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে।
বিশ্বের শীর্ষ ধনকুবের, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের সরকারি কর্মদক্ষতা বিভাগের (ডিওজিই) চেয়ারম্যান ইলন মাস্ক দেশটির আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, সংগঠনটি মার্কিন জনগণের ট্যাক্সের টাকা দিয়ে জৈবঅস্ত্র গবেষণায়..
২ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে ভলোদিমির জেলেনস্কির মেয়াদ গত বছর শেষ হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ায় আর নির্বাচন করা সম্ভব হয়নি। তবে যুক্তরাষ্ট্র চায়, ইউক্রেন যেন যুদ্ধবিরতি ঘোষণা করে নিজ দেশে নির্বাচনের আয়োজন করে।
১১ ঘণ্টা আগেনতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। রাজধানী তেহরানে গতকাল রোববার প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এটি উন্মোচন করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, এটির সর্বোচ্চ পাল্লা ১ হাজার ৭০০ কিলোমিটার।
১১ ঘণ্টা আগেজাপান ধর্মীয় স্বাধীনতাকে স্বীকৃতি দেয়। কিন্তু মুসলিমদের নিজস্ব কবরস্থানের জন্য আলাদা জায়গা চাওয়া নিয়েই মূলত অনেকের মধ্যে সন্দেহ তৈরি করেছে। কিছু ব্যক্তি ও প্ল্যাটফর্ম এই বিষয়টিকে ‘মুসলিম সম্প্রদায়ের আগ্রাসী সম্প্রসারণ’ বলে উপস্থাপন করছেন। তবে তাহির বলেছেন, ‘আমরা শুধু ধর্মীয় বিধান অনুযায়ী কবরস্থানের
১৩ ঘণ্টা আগে