Ajker Patrika

খাসোগি হত্যাকারীদের প্যারাকমান্ডো প্রশিক্ষণ দিয়েছিল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ জুন ২০২১, ১২: ৫৭
Thumbnail image

ঢাকা: ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডে অংশ নেওয়া চার সৌদি নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রে প্যারাকমান্ডো প্রশিক্ষণ নিয়েছেন–নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। 

বেসরকারি ইক্যুইটি ফার্ম সারবেরাস ক্যাপিটাল ম্যানেজমেন্টের মালিকানাধীন টাইয়ের ১ গ্রুপ এই প্রশিক্ষণ দেয়। সৌদি নেতাদের রক্ষার জন্য এ প্রতিরক্ষামূলক প্রশিক্ষণের পরিকল্পনা করা হয়েছিল বলেও উল্লেখ করে নিউইয়র্ক টাইমস। এ প্রসঙ্গে বার্তা সংস্থা রয়টার্স সারবেরাসের মন্তব্য চাইলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। 

তবে টাইমসের প্রতিবেদনে বলা হয়, বারাক ওবামা প্রশাসনের সময় স্টেট ডিপার্টমেন্ট এ প্রশিক্ষণের লাইসেন্স দেয়। এ প্রশিক্ষণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলেরও কমপক্ষে প্রথম বছর অব্যাহত ছিল। খাসোগি হত্যায় অভিযুক্ত দলের চার সদস্যের প্রশিক্ষণে সারবেরাসের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র এক্সিকিউটিভ লুই ব্রেমার। তবে ২০১৭ সালের ডিসেম্বরের পরে সংস্থাটি কোনো সৌদিকে প্রশিক্ষণ দেয়নি বলেও উল্লেখ করেন ব্রেমার। 

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিসেবে টাইমসের প্রতিবেদনের প্রতিক্রিয়া জানতে চাইলে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক উপদেষ্টা ও গোয়েন্দা বাহিনীর কর্মকর্তা নেড প্রাইস বলেন, আইন অনুযায়ী লাইসেন্সপ্রাপ্ত প্রতিরক্ষা রপ্তানির লাইসেন্স কার্যক্রম বিষয়ক কোনো প্রতিবেদন সম্পর্কে এ বিভাগ কোনো মন্তব্য করতে পারে না। তিনি আরও বলেন, সৌদি আরবের প্রতি মার্কিন নীতি, ‘আইনের শাসনকে অগ্রাধিকার দেবে এবং মানবাধিকারের প্রতি সম্মান জানাবে’। 

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সমালোচনা করে ওয়াশিংটন পোস্টে মতামত কলাম লিখতেন মার্কিন বাসিন্দা ও সাংবাদিক জামাল খাসোগি। ২০১৮ সালের অক্টোবরে সৌদি রাজপুত্রের সঙ্গে যুক্ত সংস্থার একটি দল ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের ভেতরে তাঁকে হত্যা করে। তদন্তে দেখা যায়, ওই বছরের ফেব্রুয়ারিতে বিন সালমান এই সাংবাদিককে আটক বা হত্যা করার জন্য অপারেশন পরিচালনার অনুমোদন দিয়েছেন।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত