Ajker Patrika

রাফায় অভিযানে দুই জিম্মিকে উদ্ধারের দাবি ইসরায়েলের

অনলাইন ডেস্ক
Thumbnail image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে অভিযান চালিয়ে দুই জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রাফায় নির্বিচারে বিমান হামলার মধ্যেই দুই ইসরায়েলি জিম্মিকে উদ্ধারের খবর পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

উদ্ধার করা দুই জিম্মিই সুস্থ আছেন বলে জানান আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট। উদ্ধারকৃতদের নামও উল্লেখ করা হয়েছে। তারা হলেন, ৬০ বছর বয়সী ফার্নান্দো সিমন মারম্যান ও ৭০ বছর বয়সী লুইস হার। স্বাস্থ্য পরীক্ষার জন্য এই দুই ইসরায়েলিকে তেল হাশোমার মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট বলেন, ‘এটি খুবই জটিল অভিযান। এই অভিযানে দীর্ঘ সময় ধরে কাজ করছি। আমরা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। জিম্মিদের একটি ভবনের দ্বিতীয় তলায় রাখা হয়েছিল। বিস্ফোরক দিয়ে ভবনটি ভেঙে ফেলা হয়। আশপাশের ভবনগুলোতেও ভারী গুলি বিনিময় হয়েছে।’

রাফায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা আজ সোমবার বলেছেন যে, দক্ষিণ গাজার শহরটিতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫২ জন নিহত এবং কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছেন। রাফা হামলার শিকার হয়েছে বলে এর আগে জানিয়েছিল প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি।

গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা ইসরায়েলি আক্রমণের মুখে আশ্রয় নিয়েছিলেন রাফায়। গাজার অর্ধেকের বেশি মানুষই অর্থাৎ প্রায় ১৪ লাখ মানুষ রাফায় আশ্রয় নিয়েছে।

গাজার সর্ব দক্ষিণের শহর রাফায় অভিযান চালালে জিম্মিদের মুক্তির আলোচনা হুমকিতে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। হামাসের এক শীর্ষ নেতা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘রাফা শহরে দখলদার সেনাবাহিনীর যেকোনো হামলা বন্দিবিনিময় আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে।’ এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় চলমান অভিযান রাফা পর্যন্ত বিস্তৃত করার ঘোষণা দিয়েছেন।

অপরদিকে, ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এবং মানবিক সংস্থাগুলো গাজার বাস্তুচ্যুত নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জনাকীর্ণ রাফায় আশ্রয়প্রার্থীদের ঠাঁই হয়েছে তাঁবুর ভেতর বা বাইরে। সেখানে দিন দিন খাবার, পানি ও চিকিৎসা সংকট প্রকট আকার ধারণ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত