ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে অভিযান চালিয়ে দুই জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রাফায় নির্বিচারে বিমান হামলার মধ্যেই দুই ইসরায়েলি জিম্মিকে উদ্ধারের খবর পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
উদ্ধার করা দুই জিম্মিই সুস্থ আছেন বলে জানান আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট। উদ্ধারকৃতদের নামও উল্লেখ করা হয়েছে। তারা হলেন, ৬০ বছর বয়সী ফার্নান্দো সিমন মারম্যান ও ৭০ বছর বয়সী লুইস হার। স্বাস্থ্য পরীক্ষার জন্য এই দুই ইসরায়েলিকে তেল হাশোমার মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট বলেন, ‘এটি খুবই জটিল অভিযান। এই অভিযানে দীর্ঘ সময় ধরে কাজ করছি। আমরা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। জিম্মিদের একটি ভবনের দ্বিতীয় তলায় রাখা হয়েছিল। বিস্ফোরক দিয়ে ভবনটি ভেঙে ফেলা হয়। আশপাশের ভবনগুলোতেও ভারী গুলি বিনিময় হয়েছে।’
রাফায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা আজ সোমবার বলেছেন যে, দক্ষিণ গাজার শহরটিতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫২ জন নিহত এবং কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছেন। রাফা হামলার শিকার হয়েছে বলে এর আগে জানিয়েছিল প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি।
গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা ইসরায়েলি আক্রমণের মুখে আশ্রয় নিয়েছিলেন রাফায়। গাজার অর্ধেকের বেশি মানুষই অর্থাৎ প্রায় ১৪ লাখ মানুষ রাফায় আশ্রয় নিয়েছে।
গাজার সর্ব দক্ষিণের শহর রাফায় অভিযান চালালে জিম্মিদের মুক্তির আলোচনা হুমকিতে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। হামাসের এক শীর্ষ নেতা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘রাফা শহরে দখলদার সেনাবাহিনীর যেকোনো হামলা বন্দিবিনিময় আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে।’ এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় চলমান অভিযান রাফা পর্যন্ত বিস্তৃত করার ঘোষণা দিয়েছেন।
অপরদিকে, ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এবং মানবিক সংস্থাগুলো গাজার বাস্তুচ্যুত নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জনাকীর্ণ রাফায় আশ্রয়প্রার্থীদের ঠাঁই হয়েছে তাঁবুর ভেতর বা বাইরে। সেখানে দিন দিন খাবার, পানি ও চিকিৎসা সংকট প্রকট আকার ধারণ করছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে অভিযান চালিয়ে দুই জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রাফায় নির্বিচারে বিমান হামলার মধ্যেই দুই ইসরায়েলি জিম্মিকে উদ্ধারের খবর পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
উদ্ধার করা দুই জিম্মিই সুস্থ আছেন বলে জানান আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট। উদ্ধারকৃতদের নামও উল্লেখ করা হয়েছে। তারা হলেন, ৬০ বছর বয়সী ফার্নান্দো সিমন মারম্যান ও ৭০ বছর বয়সী লুইস হার। স্বাস্থ্য পরীক্ষার জন্য এই দুই ইসরায়েলিকে তেল হাশোমার মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট বলেন, ‘এটি খুবই জটিল অভিযান। এই অভিযানে দীর্ঘ সময় ধরে কাজ করছি। আমরা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। জিম্মিদের একটি ভবনের দ্বিতীয় তলায় রাখা হয়েছিল। বিস্ফোরক দিয়ে ভবনটি ভেঙে ফেলা হয়। আশপাশের ভবনগুলোতেও ভারী গুলি বিনিময় হয়েছে।’
রাফায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা আজ সোমবার বলেছেন যে, দক্ষিণ গাজার শহরটিতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫২ জন নিহত এবং কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছেন। রাফা হামলার শিকার হয়েছে বলে এর আগে জানিয়েছিল প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি।
গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা ইসরায়েলি আক্রমণের মুখে আশ্রয় নিয়েছিলেন রাফায়। গাজার অর্ধেকের বেশি মানুষই অর্থাৎ প্রায় ১৪ লাখ মানুষ রাফায় আশ্রয় নিয়েছে।
গাজার সর্ব দক্ষিণের শহর রাফায় অভিযান চালালে জিম্মিদের মুক্তির আলোচনা হুমকিতে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। হামাসের এক শীর্ষ নেতা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘রাফা শহরে দখলদার সেনাবাহিনীর যেকোনো হামলা বন্দিবিনিময় আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে।’ এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় চলমান অভিযান রাফা পর্যন্ত বিস্তৃত করার ঘোষণা দিয়েছেন।
অপরদিকে, ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এবং মানবিক সংস্থাগুলো গাজার বাস্তুচ্যুত নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জনাকীর্ণ রাফায় আশ্রয়প্রার্থীদের ঠাঁই হয়েছে তাঁবুর ভেতর বা বাইরে। সেখানে দিন দিন খাবার, পানি ও চিকিৎসা সংকট প্রকট আকার ধারণ করছে।
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় সফল হলে তিনি ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন। তবে শর্ত হলো, এই সমঝোতা যেন রাশিয়া তথা পুতিনের কাছে আত্মসমর্পণের সমান না হয়।
৫ ঘণ্টা আগেআলাস্কায় আজ শুক্রবারের বহুল আলোচিত শীর্ষ বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা আমেরিকার ওপর ভরসা করছি।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি ট্রাম্পের মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে জানান, আজকের বৈঠক নিঃসন্দেহে উচ্চঝুঁকির এবং এটি ন্যায়সংগত শান্তির পথে একটি
৬ ঘণ্টা আগেসিঙ্গাপুরভিত্তিক ধনকুবের ও হোটেল ব্যবসায়ী ওং বেন সেংকে উপহার কেলেঙ্কারির মামলায় ২৩ হাজার ৪০০ মার্কিন ডলার (২৮ লাখ ৪২ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। গত বছর তিনি সারা দেশকে নাড়া দেওয়া ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছিলেন।
৬ ঘণ্টা আগেআলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটি ছয় থেকে সাত ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আশা করছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমনটাই জানিয়েছেন। খবর বিবিসির।
৭ ঘণ্টা আগে