সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ লিউকেমিয়ায় (রক্ত ক্যানসার) আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফ। চিকিৎসকে তার বেঁচে থাকার সম্ভাবনা ৫০ শতাংশ বলে জানিয়েছেন।
ব্রিটেনে জন্ম নেওয়া আসমা আল-আসাদ বর্তমানে মস্কোতে বিচ্ছিন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সংক্রমণ এড়াতে তাঁকে অন্যদের থেকে আলাদা রাখা হয়েছে। তাঁর বাবা লন্ডনপ্রবাসী কার্ডিওলজিস্ট ফাওয়াজ আকরাস মস্কোতে তাঁর সঙ্গে রয়েছেন। তবে তিনি মেয়ের অবস্থায় ভীষণভাবে মর্মাহত বলে জানিয়েছে পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র।
গত মে মাসে সিরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় জানায়, আসমা আল-আসাদ একিউট মাইলোইড লিউকেমিয়াতে আক্রান্ত। এর আগে, ২০১৯ সালে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছিলেন আসমা আল-আসাদ।
৪৯ বছর বয়সী আসমা চিকিৎসার জন্য সম্প্রতি মস্কোতে যান। তবে সেখানে তিনি কোন দিক থেকেই শান্তিতে নেই। তিনি স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে আসাদ পরিবার কিংবা ক্রেমলিন এসব গুঞ্জনের সত্যতা নিশ্চিত করেনি।
পারিবারিক সূত্র মতে, আসমার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। একজন পারিবারিক প্রতিনিধির বরাতে বলা হয়েছে, ‘আসমা মৃত্যুর মুখোমুখি। সংক্রমণ ঠেকাতে তিনি কারও সঙ্গেই থাকতে পারছেন না।’
আসমা আল-আসাদ প্রথমে সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসা নেন। এরপর বর্তমানে মস্কোতে এসেছেন। তাঁর বাবাও দীর্ঘ প্রায় ছয় মাস ধরে তাঁর সেবা করে যাচ্ছেন।
আন্তর্জাতিক অঙ্গনে আসমার শারীরিক অবস্থা এবং আসাদ পরিবারের ভবিষ্যৎ নিয়ে কৌতূহল ও উদ্বেগ ক্রমশ বাড়ছে।
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ লিউকেমিয়ায় (রক্ত ক্যানসার) আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফ। চিকিৎসকে তার বেঁচে থাকার সম্ভাবনা ৫০ শতাংশ বলে জানিয়েছেন।
ব্রিটেনে জন্ম নেওয়া আসমা আল-আসাদ বর্তমানে মস্কোতে বিচ্ছিন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সংক্রমণ এড়াতে তাঁকে অন্যদের থেকে আলাদা রাখা হয়েছে। তাঁর বাবা লন্ডনপ্রবাসী কার্ডিওলজিস্ট ফাওয়াজ আকরাস মস্কোতে তাঁর সঙ্গে রয়েছেন। তবে তিনি মেয়ের অবস্থায় ভীষণভাবে মর্মাহত বলে জানিয়েছে পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র।
গত মে মাসে সিরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় জানায়, আসমা আল-আসাদ একিউট মাইলোইড লিউকেমিয়াতে আক্রান্ত। এর আগে, ২০১৯ সালে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছিলেন আসমা আল-আসাদ।
৪৯ বছর বয়সী আসমা চিকিৎসার জন্য সম্প্রতি মস্কোতে যান। তবে সেখানে তিনি কোন দিক থেকেই শান্তিতে নেই। তিনি স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে আসাদ পরিবার কিংবা ক্রেমলিন এসব গুঞ্জনের সত্যতা নিশ্চিত করেনি।
পারিবারিক সূত্র মতে, আসমার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। একজন পারিবারিক প্রতিনিধির বরাতে বলা হয়েছে, ‘আসমা মৃত্যুর মুখোমুখি। সংক্রমণ ঠেকাতে তিনি কারও সঙ্গেই থাকতে পারছেন না।’
আসমা আল-আসাদ প্রথমে সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসা নেন। এরপর বর্তমানে মস্কোতে এসেছেন। তাঁর বাবাও দীর্ঘ প্রায় ছয় মাস ধরে তাঁর সেবা করে যাচ্ছেন।
আন্তর্জাতিক অঙ্গনে আসমার শারীরিক অবস্থা এবং আসাদ পরিবারের ভবিষ্যৎ নিয়ে কৌতূহল ও উদ্বেগ ক্রমশ বাড়ছে।
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
২ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
২ ঘণ্টা আগেভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
৫ ঘণ্টা আগেইসরায়েলের কর্মকর্তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো আলোচনায় তাদের ‘পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে।’ আর এ জন্য প্রয়োজনে ইসরায়েল ইরানের পারমাণবিক সীমিত পরিসরে হামলাও চালাতে পারে।
৫ ঘণ্টা আগে