Ajker Patrika

এবার সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলি হামলা, ৩৬ সেনা নিহত 

অনলাইন ডেস্ক
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৯: ১৭
Thumbnail image

গাজা ও লেবাননের পর এবার সিরিয়ার অভ্যন্তরে হামলা চালাল ইসরায়েল। এই হামলায় সিরিয়ার সশস্ত্র বাহিনীর অন্তত ৩৬ জন সেনাসদস্য নিহত হয়েছেন। সিরিয়ার মানবাধিকার ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে কাজ করা ব্রিটেনভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। 

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার আলেপ্পো প্রদেশের একটি এলাকায় স্থানীয় সময় আজ শুক্রবার ভোরের আগে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী। সেই হামলায় সিরিয়ার সশস্ত্র বাহিনীর অন্তত ৩৬ জন সেনাসদস্য নিহত হয়েছেন। তবে স্বাধীনভাবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দেওয়া তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

সংস্থাটি জানিয়েছে, আলেপ্পোর জিবরিন এলাকায় আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি গুদামে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। গুদামটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্রাগার বলে ধারণা করা হচ্ছে। তারা আরও জানিয়েছে, হামলার দুই ঘণ্টা পরও গুদামটি থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

এদিকে, এই হামলার বিষয়ে সিরীয় সেনাবাহিনী দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সানাকে জানিয়েছে, আলেপ্পোর নিকটবর্তী এলাকায় হামলায় অন্তত কয়েক ডজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে ইসরায়েলি শত্রুরা আলেপ্পোর দক্ষিণ-পূর্বে আথ্রিয়ার দিক থেকে বিমান আক্রমণ শুরু করে। 

সিরীয় সেনাবাহিনী আরও বলেছে, ‘শত্রুদের এই হামলায় বেসামরিক ও সামরিক কর্মীসহ অনেকেই নিহত ও আহত হয়েছে।’ তবে তারা হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি। 

এর আগে, গত বছরের ডিসেম্বর থেকে শুরু করে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত লেবাননের অভ্যন্তরে একাধিকবার হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় ব্যাপক বেসামরিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

গত ৫ ডিসেম্বর লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি হামলায় অন্তত ১ লেবানিজ সেনা নিহত হয়। এ ছাড়া আহত হয় আরও তিনজন। সেই হামলায় লেবাননের দুই শহরে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গত ১৩ ফেব্রুয়ারি লেবাননে ‘ব্যাপক বিমান হামলা’ শুরু করে ইসরায়েল। বিমান হামলায় লেবাননের বহু গ্রাম আগুনে পুড়ে যায় বলে খবর দিয়েছিল দেশটির সংবাদমাধ্যমগুলো। 

এ ছাড়া, গত ৯ মার্চ দক্ষিণ লেবাননের খিরবেত সেলম এলাকায় একটি বাড়িতে চালানো ইসরায়েলি হামলায় একই পরিবারের চারজন নিহত হয়। নিহতদের মধ্যে এক দম্পতি ও তাঁদের দুই সন্তান এবং অন্য এক ব্যক্তি রয়েছেন। নিহত ওই মা গর্ভবতী ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত