Ajker Patrika

গাজা সংঘাত পুরো অঞ্চলকে ভুল পথে পরিচালিত করছে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

গাজা সংঘাত পুরো অঞ্চলকে ভুল পথে পরিচালিত করছে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: গাজায় ইসরায়েলি ও ফিলিস্তিনিদের সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে ভুল পথে পরিচালিত করছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফরহান। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া একটি সাক্ষাতকারে তিনি এমন মন্তব্য করেন।

এএফপিকে বিন ফারহান বলেন, এটা আমাদের সবাইকে ভুল পথে পরিচালিত করছে। এর অর্থ হলো আমাদের টেকসই শান্তির দিকে যাত্রার পথ আরও কঠিন হয়ে উঠছে।

গাজা সংঘাত জঙ্গিগোষ্ঠীকে আরও শক্তিশালী উল্লেখ করে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সংঘাত বন্ধে সকলকে একযোগে কাজ করতে হবে। প্রথমত আলোচনা করতে সংঘাত বন্ধের জন্য । আর পরে আলোচনা করতে হবে একটি চূড়ান্ত শান্তি আলোচনার জন্য।
সাক্ষাতকারে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনি রাজ্যের রাজধানী হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়েও জোর দেন বিন ফারহান ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবারও দশম দিনের মতো গাজায় হামলা অব্যাহত রাখা হয়েছে। এই হামলায় এখন পর্যন্ত ২১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে প্রায় ১০০ নারী ও শিশু রয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

এছাড়া হামাসের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই শিশু রয়েছে। ইসরায়েল স্বাস্থ্য কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত