Ajker Patrika

নিরপরাধ ফিলিস্তিনিদের মানবতাকে উপেক্ষা করা যায় না: বাইডেন

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ২২: ১৬
নিরপরাধ ফিলিস্তিনিদের মানবতাকে উপেক্ষা করা যায় না: বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের সাধারণ মানুষকে রক্ষার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। 

বাংলাদেশ সময় রোববার রাত ৮টার দিকে নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্টে এমন দাবি করেন বাইডেন। 

পোস্টের শুরুতেই ইসরায়েলের আত্মরক্ষার বিষয়টি টেনে আনেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি লিখেছেন, ‘আত্মরক্ষার অধিকার আছে ইসরায়েলের। আজ কিংবা সব সময় নাগরিকদের রক্ষা করার জন্য তাদের যা কিছু প্রয়োজন, তা আমাদের নিশ্চিত করতে হবে।’ 

সংঘাত পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়ে তিনি লিখেছেন, ‘একই সময়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আমি আলোচনা করেছি—কীভাবে ইসরায়েলকে যুদ্ধের আইন মেনে কাজ করতে হবে। এর মানে দাঁড়ায়, যতটা সম্ভব যুদ্ধে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে হবে।’ 

বাইডেন আরও লিখেছেন, ‘আমরা নিরীহ ফিলিস্তিনিদের মানবতাকে উপেক্ষা করতে পারি না; যারা কেবল শান্তিতে থাকতে চায়। এ জন্য আমি গাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তার চালান পাঠাতে একটি চুক্তি সুরক্ষিত করেছি।’ 

সবশেষে মার্কিন প্রেসিডেন্ট দ্বিরাষ্ট্র সমাধানের কথা উল্লেখ করেন এবং বলেন, ‘আমরা একটি দ্বিরাষ্ট্র সমাধান বাতিল করে দিতে পারি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত