Ajker Patrika

গাজা যুদ্ধের মধ্যেই পশ্চিম তীরে ৩০০০ বসতি স্থাপনের পরিকল্পনা ইসরায়েলের 

গাজা যুদ্ধের মধ্যেই পশ্চিম তীরে ৩০০০ বসতি স্থাপনের পরিকল্পনা ইসরায়েলের 

গত চার মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় নির্মম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সেই হামলায় প্রায় ৩০ হাজার মানুষ নিহত হয়েছে। এরই মধ্যে অপর ফিলিস্তিনি ভূখণ্ড অধিকৃত পশ্চিম তীরে আরও ৩ হাজার বসতি স্থাপনের পরিকল্পনা এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। 

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালের স্মতরিচ গতকাল বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন। পশ্চিম তীরে গুলিবিদ্ধ হয়ে এক ইসরায়েলি নিহত হওয়ার ঘটনার পরপরই স্মতরিচ এই ঘোষণা দেন। 
 
এক বিবৃতিতে ইসরায়েলের অর্থমন্ত্রী বলেছেন, পশ্চিম তীরের মা’আলে আদুমিমে ২ হাজার ৩৫০টি নতুন বসতি, কেদারে আরও ৩০০টি এবং এফরাতে আরও ৬৯৪টি নতুন বসতি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েল সরকারের সিদ্ধান্ত মোতাবেকই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত, কৌশলগত বিষয়ক মন্ত্রী রন দারমারের সঙ্গে বৈঠকের মাধ্যমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এর মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট যে, ইসরায়েল সরকারের ওপর এখনো কট্টর ডানপন্থীদের প্রভাব অনেক বেশি। 

স্মতরিচ আরও বলেন, ‘আমাদের ক্ষতি করার পরিকল্পনাকারী প্রতিটি সন্ত্রাসী যেন জানতে পারে যে, ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে আঙুল তুলতে গেলে পুরো ইসরায়েলি ভূখণ্ডে আমাদের মুষ্টি আরও দৃঢ় হবে এবং পাশাপাশি তাঁরা মৃত্যু ও ধ্বংসের মুখোমুখি হবে।’ তিনি এই সিদ্ধান্তকে ‘উপযুক্ত জায়নবাদী প্রতিক্রিয়া’ বলে আখ্যা দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত