Ajker Patrika

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করায় লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত

অনলাইন ডেস্ক
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৭: ১৪
Thumbnail image

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করায় লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে ৷ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের খবর পাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাংগোসকে বরখাস্ত করার ঘোষণা দেন লিবিয়ার প্রধানমন্ত্রী৷

সেই সঙ্গে ঘটনার তদন্ত করার নির্দেশও দিয়েছেন তিনি ৷ যুক্তরাজ্যর সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এক প্রতিবেদনে এ সংবাদ জানিয়েছে।

ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়, গত সপ্তাহে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাংগোসের সঙ্গে সাক্ষাৎ করেন৷

তবে বরখাস্ত হওয়া নাজলা মাংগোস অবশ্য এই সাক্ষাতের বিষয়ে দাবি করেন, ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে তাঁর অপ্রত্যাশিত ও অনানুষ্ঠানিকভাবে দেখা হয়েছিল৷

ইসরায়েল সরকারের বিবৃতিতে বলা হয়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সেই সাক্ষাতে সম্ভাব্য পারস্পরিক সহযোগিতা এবং লিবিয়ায় হওয়া ছোটখাটো প্রতিবাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন ৷

লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সাক্ষাতে কোনো বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা বা কোনো চুক্তি হয়নি৷

যদিও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুই দেশের সম্পর্ক তৈরির সম্ভাবনা নিয়ে আমি লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি৷’

তার দাবি, ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তনিও তায়ানির সহযোগিতায় সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় ৷ বৈঠকে দুই দেশের সম্ভাব্য সহযোগিতার বিষয়টি ছাড়াও ইসরায়েলের মানবিক সহায়তা এবং পানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয় ৷ তা ছাড়া লিবিয়ায় ইহুদি সম্প্রদায়ের ঐতিহ্য সংরক্ষণের বিষয়েও আলোচনা হয়েছে বলে দাবি করেন তিনি৷

এদিকে এ খবরে লিবিয়ায় রোববার সারা রাত ব্যাপক বিক্ষোভ ও মিছিল হয়েছে। কোথাও কোথাও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, ত্রিপলির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষুব্ধরা পররাষ্ট্রমন্ত্রী নাজাহ আল-মানগোশের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন।

কিছু বিক্ষোভকারী ত্রিপোলিতে প্রধানমন্ত্রী আবদুল হামিদ দ্বেইবেহের বাসভবনের সামনে জড়ো হয়ে তাঁরও পদত্যাগের দাবি জানায় এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় দ্বীবেহ বাসভবনে ছিলেন কি না তা স্পষ্ট নয়।

উল্লেখ্য, লিবিয়ার সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই ৷ বেশ কয়েক বছর ধরে চলা সংঘাত ও রাজনৈতিক অস্থিরতার কারণে আফ্রিকার দেশ লিবিয়ার পররাষ্ট্রনীতি জটিল পরিস্থিতিতে রয়েছে৷

জাতিসংঘের তত্ত্বাবধানে দেশটিতে ২০২১ সালে ন্যাশনাল ইউনিটি সরকার গঠিত হয় ৷ কিন্তু দেশটির পূর্বাঞ্চলীয় পার্লামেন্টে এর বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

তার আগে তুরস্কের সঙ্গে জাতিসংঘ সমর্থিত এই সরকারের করা চুক্তির বিষয়টিও সেই পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয় ৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত