Ajker Patrika

শান্তি স্থাপনে ফিলিস্তিনে সৌদি প্রতিনিধিদল

এএফপি, জেরিকো
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০: ০৮
শান্তি স্থাপনে ফিলিস্তিনে সৌদি প্রতিনিধিদল

ইসরায়েল-ফিলিস্তিন সম্পর্ক স্বাভাবিক করতে গতকাল মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরে প্রতিনিধিদল পাঠিয়েছে সৌদি আরব। সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় যুক্ত হওয়া রিয়াদ তিন দশকের মধ্যে প্রথমবারের মতো সেখানে প্রতিনিধি পাঠাল। 

নাম না প্রকাশের শর্তে সৌদি আরবের কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, এই সফরে সৌদি আরবের জন্য নিরাপত্তা নিশ্চয়তা এবং বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে সহায়তার বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

দলটির নেতৃত্বে আছেন ফিলিস্তিন ভূখণ্ডের জন্য রিয়াদের নিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরি। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং শীর্ষ কূটনীতিক রিয়াদ আল-মালিকির সঙ্গে দেখা করেন তিনি। জর্ডানে নিযুক্ত রিয়াদের প্রতিনিধি সুদাইরিকে গত মাসে ফিলিস্তিনেরও রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়।

ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে চলমান দ্বন্দ্ব নিরসনে জর্ডান থেকে গতকাল অধিকৃত পশ্চিম তীরে পৌঁছায় প্রতিনিধিদলটি। এর আগে সর্বশেষ ১৯৯৩ সালে পশ্চিম তীরে গিয়েছিলেন রিয়াদের প্রতিনিধি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৈঠক করে ইসরায়েল ও সৌদি আরব। পুরো মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে রিয়াদ ও তেল আবিবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়। মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের লক্ষ্যে এ পদক্ষেপগুলোতে মধ্যস্থতা করছে ওয়াশিংটন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত