আজকের পত্রিকা ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ও মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, শিগগিরই আব্রাহাম অ্যাকর্ডস সম্প্রসারণ সংক্রান্ত বেশ কয়েকটি ঘোষণা আসছে। গত রোববার ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসে আয়োজিত ইসরায়েলের ৭৭তম স্বাধীনতা দিবসের মূল সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, স্টিভ উইটকফ জানিয়েছেন, গাজায় মানবিক সহায়তার পাশাপাশি আব্রাহাম চুক্তি সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জোরালো প্রচেষ্টা চলছে। তাঁর ভাষায়, ‘আমরা এই উদ্যোগগুলোর প্রশংসা করি।’ তিনি আশাবাদ ব্যক্ত করেন, ‘আগামী বছরের মধ্যেই বড় অগ্রগতি দেখা যাবে।’
মধ্যপ্রাচ্যের বিভিন্ন চ্যালেঞ্জ বিশেষ করে সিরিয়া, লেবানন ও ইরান নিয়ে আলোচনা চলছে বলেও জানান উইটকফ। তিনি বলেন, ‘আমরা সবাই একমত—ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না।’
বর্তমানে আব্রাহাম অ্যাকর্ডসে সুদান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো যুক্ত রয়েছে। ২০২০ সালে এই দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। তাঁর এই বক্তব্যের কয়েক দিন আগেই ট্রাম্পের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফর চূড়ান্ত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উইটকফ বলেন, ‘ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকবে না।’ সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, ইরানকে নিয়ে চলমান পারমাণবিক আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। তাঁর ভাষায়, ‘আমি মনে করি, আমরা সঠিক পথেই এগোচ্ছি।’ তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধানে আগ্রহী এবং একটি চুক্তির জন্য কাজ চলছে। বর্তমানে আলোচনার চতুর্থ দফার সমন্বয় চলছে বলেও জানান তিনি।
হামাসের হাতে জিম্মিদের মুক্তি চুক্তি নিয়েও আশাবাদ প্রকাশ করেন উইটকফ। তিনি জানান, মিসর, কাতার ও ইসরায়েলের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ করছেন। তাঁর ভাষায়, ‘আমাদের এই উৎসবের আনন্দে এক ধরনের তিক্ততা আছে, কারণ এখনো হামাসের হাতে ৫৯ জন জিম্মি বন্দী।’ তিনি স্মরণ করেন, কবে নারীদের মুক্তি পেয়েছিল, এবং তখন তিনি তাঁদের সঙ্গে ‘আমি ইসরায়েল চাই’ গান গেয়েছিলেন—যা তাঁর জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত বলে মনে হয়েছে।
উইটকফ বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে আমি বলতে চাই, আমরা কাজ করছি।’ তিনি আশাবাদী, আগামী স্বাধীনতা দিবস যেন শুধু প্রত্যাশার উৎসব না হয়ে সত্যিকারের আনন্দের উপলক্ষ হয়ে ওঠে। বক্তব্যের শেষভাগে স্টিভ উইটকফ ইসরায়েলের জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘ইসরায়েলের শক্তি তার ঐক্যে নিহিত।’ তিনি ইসরায়েলিদের বিভেদ ভুলে ঐক্য ও দূরদৃষ্টি বেছে নিতে অনুরোধ জানান। তাঁর বিশ্বাস, ‘যখন তা করা হবে, তখনই ইসরায়েলের ভবিষ্যৎ হবে সত্যিকারের উজ্জ্বল।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ও মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, শিগগিরই আব্রাহাম অ্যাকর্ডস সম্প্রসারণ সংক্রান্ত বেশ কয়েকটি ঘোষণা আসছে। গত রোববার ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসে আয়োজিত ইসরায়েলের ৭৭তম স্বাধীনতা দিবসের মূল সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, স্টিভ উইটকফ জানিয়েছেন, গাজায় মানবিক সহায়তার পাশাপাশি আব্রাহাম চুক্তি সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জোরালো প্রচেষ্টা চলছে। তাঁর ভাষায়, ‘আমরা এই উদ্যোগগুলোর প্রশংসা করি।’ তিনি আশাবাদ ব্যক্ত করেন, ‘আগামী বছরের মধ্যেই বড় অগ্রগতি দেখা যাবে।’
মধ্যপ্রাচ্যের বিভিন্ন চ্যালেঞ্জ বিশেষ করে সিরিয়া, লেবানন ও ইরান নিয়ে আলোচনা চলছে বলেও জানান উইটকফ। তিনি বলেন, ‘আমরা সবাই একমত—ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না।’
বর্তমানে আব্রাহাম অ্যাকর্ডসে সুদান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো যুক্ত রয়েছে। ২০২০ সালে এই দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। তাঁর এই বক্তব্যের কয়েক দিন আগেই ট্রাম্পের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফর চূড়ান্ত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উইটকফ বলেন, ‘ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকবে না।’ সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, ইরানকে নিয়ে চলমান পারমাণবিক আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। তাঁর ভাষায়, ‘আমি মনে করি, আমরা সঠিক পথেই এগোচ্ছি।’ তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধানে আগ্রহী এবং একটি চুক্তির জন্য কাজ চলছে। বর্তমানে আলোচনার চতুর্থ দফার সমন্বয় চলছে বলেও জানান তিনি।
হামাসের হাতে জিম্মিদের মুক্তি চুক্তি নিয়েও আশাবাদ প্রকাশ করেন উইটকফ। তিনি জানান, মিসর, কাতার ও ইসরায়েলের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ করছেন। তাঁর ভাষায়, ‘আমাদের এই উৎসবের আনন্দে এক ধরনের তিক্ততা আছে, কারণ এখনো হামাসের হাতে ৫৯ জন জিম্মি বন্দী।’ তিনি স্মরণ করেন, কবে নারীদের মুক্তি পেয়েছিল, এবং তখন তিনি তাঁদের সঙ্গে ‘আমি ইসরায়েল চাই’ গান গেয়েছিলেন—যা তাঁর জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত বলে মনে হয়েছে।
উইটকফ বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে আমি বলতে চাই, আমরা কাজ করছি।’ তিনি আশাবাদী, আগামী স্বাধীনতা দিবস যেন শুধু প্রত্যাশার উৎসব না হয়ে সত্যিকারের আনন্দের উপলক্ষ হয়ে ওঠে। বক্তব্যের শেষভাগে স্টিভ উইটকফ ইসরায়েলের জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘ইসরায়েলের শক্তি তার ঐক্যে নিহিত।’ তিনি ইসরায়েলিদের বিভেদ ভুলে ঐক্য ও দূরদৃষ্টি বেছে নিতে অনুরোধ জানান। তাঁর বিশ্বাস, ‘যখন তা করা হবে, তখনই ইসরায়েলের ভবিষ্যৎ হবে সত্যিকারের উজ্জ্বল।’
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকালে পূর্বাঞ্চলীয় একটি গ্রামে ভাতা গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে থেকে মানুষদের ওপর চালানো ওই হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। নিহতদের মধ্যে ২৩ জনই প্রবীণ। এ হামলায় আহত হয়েছে আরও ১৯ জন।
৫ মিনিট আগেমার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস স্থানীয় সময় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে কয়েক বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা আপাতত স্থগিত রাখার অনুমতি দিয়েছেন। এর ফলে নিম্ন আদালতের দেওয়া রায় সাময়িকভাবে আটকে গেল।
৭ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ৬৫ বছর বয়সী পৌডেল দৌড়ে পালাচ্ছেন, আর পেছনে শত শত মানুষ তাঁকে ধাওয়া করছে। একপর্যায়ে এক তরুণ বিক্ষোভকারী সামনে থেকে এসে লাফিয়ে তাঁকে লাথি মারেন। এতে তিনি একটি লাল দেয়ালে ধাক্কা খান। কিছুক্ষণ পর তিনি আবার উঠে দৌড়াতে শুরু করেন।
৮ ঘণ্টা আগেনেপালের রাজধানী কাঠমান্ডুর কোটেশ্বরে ভয়াবহ সহিংসতায় তিন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আত্মসমর্পণের পরও আন্দোলনকারীরা তাঁদের নৃশংসভাবে হত্যা করেছেন।
১১ ঘণ্টা আগে