ঢাকা: মদিনাতে ইসলামের নবি হযরত মুহাম্মদের (সা.) রওজার দিকে যাওয়ার মহাসড়কগুলোর দিক নির্দেশক সাইনবোর্ড থেকে ‘মুসলিম অনলি’ লেখা মুছে ফেলা হয়েছে। সেই স্থলে লেখা হয়েছে ‘টু হারাম এরিয়া’। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে।
মক্কায় মসজিদুল হারাম বা কাবা শরিফ এবং মদিনায় হযরত মুহাম্মদের (সা.) রওজা এলাকায় অমুসলিম প্রবেশ নিষিদ্ধ। বিষয়টি যাত্রীদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য এ দুটি স্থানের দিকে মহাসড়কগুলোর দিক নির্দেশক সাইনবোর্ডে ‘মুসলিম অনলি’ লেখা ছিল।
সামাজিক মাধ্যমে শেয়ার করা বেশ কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে, সাইনবোর্ডে লেখা রয়েছে ‘টু হারাম এরিয়া’, অর্থাৎ এই পথটি হারাম (পবিত্র) এলাকার দিকে গেছে। আগে এই স্থানে লেখা ছিল ‘মুসলিম অনলি’, অর্থাৎ এ পথে শুধু মুসলমানরাই যেতে পারবেন।
সৌদি আরবের অনেক নাগরিকই এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনেকে বলছেন, এর ফলে বিদেশি পর্যটক এবং বিভিন্ন ধর্মের মানুষদের আকৃষ্ট করতে পারবে সৌদি আরব।
তবে সৌদি সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০৩০ সালকে লক্ষ্য করে সৌদি আরবের সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের জন্য ব্যাপকভিত্তিক পরিকল্পনা ঘোষণা করেছেন। নারীদের ড্রাইভিং লাইসেন্স ও একা ঘোরাফেরার অধিকার দেওয়া এবং চাকরিতে সৌদি নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার মতো নীতি গ্রহণ করেছে সরকার। পাশাপাশি নতুন নতুন খাতে বিনিয়োগের দিকে জোর দিচ্ছেন মোহাম্মদ বিন সালমান।
ঢাকা: মদিনাতে ইসলামের নবি হযরত মুহাম্মদের (সা.) রওজার দিকে যাওয়ার মহাসড়কগুলোর দিক নির্দেশক সাইনবোর্ড থেকে ‘মুসলিম অনলি’ লেখা মুছে ফেলা হয়েছে। সেই স্থলে লেখা হয়েছে ‘টু হারাম এরিয়া’। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে।
মক্কায় মসজিদুল হারাম বা কাবা শরিফ এবং মদিনায় হযরত মুহাম্মদের (সা.) রওজা এলাকায় অমুসলিম প্রবেশ নিষিদ্ধ। বিষয়টি যাত্রীদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য এ দুটি স্থানের দিকে মহাসড়কগুলোর দিক নির্দেশক সাইনবোর্ডে ‘মুসলিম অনলি’ লেখা ছিল।
সামাজিক মাধ্যমে শেয়ার করা বেশ কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে, সাইনবোর্ডে লেখা রয়েছে ‘টু হারাম এরিয়া’, অর্থাৎ এই পথটি হারাম (পবিত্র) এলাকার দিকে গেছে। আগে এই স্থানে লেখা ছিল ‘মুসলিম অনলি’, অর্থাৎ এ পথে শুধু মুসলমানরাই যেতে পারবেন।
সৌদি আরবের অনেক নাগরিকই এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনেকে বলছেন, এর ফলে বিদেশি পর্যটক এবং বিভিন্ন ধর্মের মানুষদের আকৃষ্ট করতে পারবে সৌদি আরব।
তবে সৌদি সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০৩০ সালকে লক্ষ্য করে সৌদি আরবের সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের জন্য ব্যাপকভিত্তিক পরিকল্পনা ঘোষণা করেছেন। নারীদের ড্রাইভিং লাইসেন্স ও একা ঘোরাফেরার অধিকার দেওয়া এবং চাকরিতে সৌদি নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার মতো নীতি গ্রহণ করেছে সরকার। পাশাপাশি নতুন নতুন খাতে বিনিয়োগের দিকে জোর দিচ্ছেন মোহাম্মদ বিন সালমান।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
২২ মিনিট আগেভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে দেয়াল ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দেয়াল ধসে পড়ার কারণ এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
৩২ মিনিট আগেভারত আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাবে বলে দাবি করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার গভীর রাতে সংবাদ সম্মেলন আয়োজন করে এই দাবি করেন তারার। তবে তিনি তাঁর দাবির পক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করেননি। কেবল গোয়েন্দা তথ্যের কথা বলেছেন।
১ ঘণ্টা আগেভারত অভিযোগ করেছে, পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে গুলি চালিয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে টানা ষষ্ঠ দিনের মতো সীমান্তে গুলি চালাল পাকিস্তানি সেনারা। পাল্টা জবাব দেওয়ারও দাবি করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে