Ajker Patrika

মদিনাগামী মহাসড়কের সাইনবোর্ড থেকে সরলো ‘মুসলিম অনলি’ লেখা

আপডেট : ১২ মে ২০২১, ২১: ২৪
মদিনাগামী মহাসড়কের সাইনবোর্ড থেকে সরলো ‘মুসলিম অনলি’ লেখা

ঢাকা: মদিনাতে ইসলামের নবি হযরত মুহাম্মদের (সা.) রওজার দিকে যাওয়ার মহাসড়কগুলোর দিক নির্দেশক সাইনবোর্ড থেকে ‘মুসলিম অনলি’ লেখা মুছে ফেলা হয়েছে। সেই স্থলে লেখা হয়েছে ‘টু হারাম এরিয়া’। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে।

মক্কায় মসজিদুল হারাম বা কাবা শরিফ এবং মদিনায় হযরত মুহাম্মদের (সা.) রওজা এলাকায় অমুসলিম প্রবেশ নিষিদ্ধ। বিষয়টি যাত্রীদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য এ দুটি স্থানের দিকে মহাসড়কগুলোর দিক নির্দেশক সাইনবোর্ডে ‘মুসলিম অনলি’ লেখা ছিল।

সামাজিক মাধ্যমে শেয়ার করা বেশ কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে,  সাইনবোর্ডে লেখা রয়েছে ‘টু হারাম এরিয়া’, অর্থাৎ এই পথটি হারাম (পবিত্র) এলাকার দিকে গেছে। আগে এই স্থানে লেখা ছিল ‘মুসলিম অনলি’, অর্থাৎ এ পথে শুধু মুসলমানরাই যেতে পারবেন।

সৌদি আরবের অনেক নাগরিকই এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনেকে বলছেন, এর ফলে বিদেশি পর্যটক এবং বিভিন্ন ধর্মের মানুষদের আকৃষ্ট করতে পারবে সৌদি আরব।

তবে সৌদি সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০৩০ সালকে লক্ষ্য করে সৌদি আরবের সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের জন্য ব্যাপকভিত্তিক পরিকল্পনা ঘোষণা করেছেন। নারীদের ড্রাইভিং লাইসেন্স ও একা ঘোরাফেরার অধিকার দেওয়া এবং চাকরিতে সৌদি নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার মতো নীতি গ্রহণ করেছে সরকার। পাশাপাশি নতুন নতুন খাতে বিনিয়োগের দিকে জোর দিচ্ছেন মোহাম্মদ বিন সালমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত