Ajker Patrika

ইসরায়েলি হামলার পর দামেস্ক বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

আপডেট : ১১ জুন ২০২২, ১৪: ৫৩
ইসরায়েলি হামলার পর দামেস্ক বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

ইসরায়েলি বিমান হামলায় একজন বেসামরিক ব্যক্তি আহত এবং বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর শুক্রবার দামেস্ক বিমানবন্দরে সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ার সৈন্য, ইরানসমর্থিত সিরীয় সৈন্য এবং লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে ইসরায়েল শত শত বিমান হামলা চালিয়েছে। তবে এ ধরনের হামলার কারণে এর আগে এভাবে ফ্লাইট ব্যাহত হওয়ার ঘটনা খুব কমই ঘটেছে। 

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর বলেছে, হিজবুল্লাহ ও ইরানসমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণে থাকা দামেস্ক বিমানবন্দরের কাছের তিনটি অস্ত্রের ডিপোতে স্থানীয় সময় শুক্রবার হামলা চালিয়েছে ইসরায়েল। 

এ হামলার পরে সিরিয়ার পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, প্রযুক্তিগত গোলযোগের কারণে দামেস্ক বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হলো। ট্রাফিক নিরাপত্তা ও নিরাপত্তাজনিত অন্যান্য যন্ত্রপাতি ঠিক হয়ে গেলেই ফ্লাইট পুনরায় চালু করা হবে। 

বিমানবন্দরের একজন কর্মকর্তা বলেছেন, ‘ইসরায়েলি হামলার কারণে আমাদের বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। সে জন্য আগামী ৪৮ ঘণ্টা সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। কিছু ফ্লাইট আলেপ্পো বিমানবন্দর দিয়ে পরিচালনা করার উদ্যোগ নেওয়া হয়েছে।’ 

এএফপি জানিয়েছে, হামলার জন্য এলাকাটি ইসরায়েলের একটি প্রিয় লক্ষ্যস্থান। এ বছর সিরিয়ায় ১৫টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত