অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার জরুরি বিভাগে ‘রক্তের বন্যা’ বয়ে গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। হাসপাতালটিতে শত শত আহত রোগী ভর্তি আছে এবং প্রতি মুহূর্তে ইসরায়েলি হামলায় আহত হয়ে আসছে নতুন রোগী। এ অবস্থায় হাসপাতালটিকেই ‘পুনরুজ্জীবিত’ করা উচিত বলে ডব্লিউএইচও বলেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা শুরুর পর বারবার হামলার শিকার হয়েছে আল-শিফা। এই হাসপাতালটির অবস্থান গাজার উত্তরাংশে। ডব্লিউএইচওর এক কর্মী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেছে, আল শিফা হাসপাতালটির জরুরি বিভাগ অতিরিক্ত ভরা। ব্যথা উপশমের ব্যবস্থাও সীমিত। মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে আহতদের।
আল-শিফায় অবস্থানরত ডব্লিউএইচওর একটি দল জানিয়েছে, ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ হাসপাতালটিকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে।
এদিকে গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতাল চত্বরে থাকা ফিলিস্তিনিদের ওপর বুলডোজার উঠিয়ে দেওয়ার ঘটনায় ‘তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু’র আহ্বান জানিয়েছেন উপত্যকার স্বাস্থ্য কর্মকর্তারা।
ইসরায়েলের চলমান হামলার ফলে গাজার টেলিযোগাযোগ বন্ধ থাকায় গত বৃহস্পতিবারের পর হতাহতের তথ্য হালনাগাদ করেনি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এখনো নিহতের সংখ্যা বলা হচ্ছে ১৮ হাজার ৭৮৭ জন। আহত হয়েছেন প্রায় ৫৪ হাজার ফিলিস্তিনি।
এদিকে, গাজায় ইসরায়েলি সেনার বোমা বর্ষণের কারণে দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’। গত শনিবার সংস্থাটি জানিয়েছিল, বিগত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁরা গাজায় দলের সঙ্গে যোগাযোগ করতে পারছে না।
সেভ দ্য চিলড্রেনের ফিলিস্তিন বিষয়ক পরিচালক জেসন লি বলেন মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ প্ল্যাটফর্ম (সাবেক টুইটার) পোস্ট করে বলেন, গাজায় এটাই তাদের দীর্ঘতম যোগাযোগ বিচ্ছিন্নতা। প্রায় ৪৮ ঘণ্টা ধরে গাজায় কোনো ধরনের যোগাযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, ‘আমরা আমাদের দলের সঙ্গে যোগাযোগ করতে পারছি না এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কেও জানতে পারছি না। সেখানে সহায়তার প্রয়োজন বিপজ্জনক স্তরে পৌঁছে গেছে।’ জেসন লি এটাকে সমষ্টিগত শাস্তি বলে উল্লেখ করেছেন।
অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার জরুরি বিভাগে ‘রক্তের বন্যা’ বয়ে গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। হাসপাতালটিতে শত শত আহত রোগী ভর্তি আছে এবং প্রতি মুহূর্তে ইসরায়েলি হামলায় আহত হয়ে আসছে নতুন রোগী। এ অবস্থায় হাসপাতালটিকেই ‘পুনরুজ্জীবিত’ করা উচিত বলে ডব্লিউএইচও বলেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা শুরুর পর বারবার হামলার শিকার হয়েছে আল-শিফা। এই হাসপাতালটির অবস্থান গাজার উত্তরাংশে। ডব্লিউএইচওর এক কর্মী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেছে, আল শিফা হাসপাতালটির জরুরি বিভাগ অতিরিক্ত ভরা। ব্যথা উপশমের ব্যবস্থাও সীমিত। মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে আহতদের।
আল-শিফায় অবস্থানরত ডব্লিউএইচওর একটি দল জানিয়েছে, ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ হাসপাতালটিকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে।
এদিকে গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতাল চত্বরে থাকা ফিলিস্তিনিদের ওপর বুলডোজার উঠিয়ে দেওয়ার ঘটনায় ‘তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু’র আহ্বান জানিয়েছেন উপত্যকার স্বাস্থ্য কর্মকর্তারা।
ইসরায়েলের চলমান হামলার ফলে গাজার টেলিযোগাযোগ বন্ধ থাকায় গত বৃহস্পতিবারের পর হতাহতের তথ্য হালনাগাদ করেনি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এখনো নিহতের সংখ্যা বলা হচ্ছে ১৮ হাজার ৭৮৭ জন। আহত হয়েছেন প্রায় ৫৪ হাজার ফিলিস্তিনি।
এদিকে, গাজায় ইসরায়েলি সেনার বোমা বর্ষণের কারণে দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’। গত শনিবার সংস্থাটি জানিয়েছিল, বিগত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁরা গাজায় দলের সঙ্গে যোগাযোগ করতে পারছে না।
সেভ দ্য চিলড্রেনের ফিলিস্তিন বিষয়ক পরিচালক জেসন লি বলেন মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ প্ল্যাটফর্ম (সাবেক টুইটার) পোস্ট করে বলেন, গাজায় এটাই তাদের দীর্ঘতম যোগাযোগ বিচ্ছিন্নতা। প্রায় ৪৮ ঘণ্টা ধরে গাজায় কোনো ধরনের যোগাযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, ‘আমরা আমাদের দলের সঙ্গে যোগাযোগ করতে পারছি না এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কেও জানতে পারছি না। সেখানে সহায়তার প্রয়োজন বিপজ্জনক স্তরে পৌঁছে গেছে।’ জেসন লি এটাকে সমষ্টিগত শাস্তি বলে উল্লেখ করেছেন।
ভারত ও পাকিস্তান—উভয় দেশের সঙ্গেই যুক্তরাষ্ট্রের সম্পর্ক ‘অপরিবর্তিত।’ এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তথা স্টেট ডিপার্টমেন্ট। স্থানীয় গতকাল মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ট্যামি ব্রুস এই অবস্থান ব্যক্ত করেন। তাঁর বক্তব্য এমন এক সময়ে এল, যার কিছুদিন আগেই
২৯ মিনিট আগেভারতের মহারাষ্ট্র রাজ্যের পালঘর জেলার নলসোপাড়া বিধানসভা এলাকায় এক নারীর নাম ভোটার তালিকায় ৬ বার অন্তর্ভুক্ত হওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রতিবারই ওই নারীর সঙ্গে আলাদা ইলেক্টর ফটো আইডি কার্ড (ইপিআইসি) নম্বর যুক্ত রয়েছে। সোজা কথায় এই নারীর নাম ৬ বার আসলেও প্রত্যেকবার তাঁর ভোটার নম্বর ভিন্ন ভিন্ন হিসেব
১ ঘণ্টা আগেবাঙালি হওয়ায় ভারতের নয়ডায় হোটেলে ঢুকতে দেওয়া হয়নি পশ্চিমবঙ্গের দুই বাসিন্দাকে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গতকাল মঙ্গলবার নয়ডার ৪৪ নম্বর সেক্টরে ‘মীরা এটারনিটি’ নামে একটি হোটেলে এ ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগেগত মাসের শেষ দিকে এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলেছে, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে গুরুতর ও জটিল নিরাপত্তা পরিস্থিতির মুখে দেশকে অভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থায় রাখতে অনুষ্ঠানটি চালিয়ে যাওয়া এখন দুরূহ হয়ে পড়েছে।’
২ ঘণ্টা আগে