একাধিক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২৩ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে কলম্বিয়ার পুলিশ। ক্যারেন জুলিয়েথ ওজেদা রদ্রিগেজ নামের ওই নারী ‘লা মুনেকা’ বা ‘দ্য ডল’ নামে বেশ পরিচিত। সম্প্রতি সাবেক প্রেমিককে পরিকল্পিতভাবে খুনের একটি ঘটনা স্থানীয় গণমাধ্যমে বেশ আলোড়ন তোলে। এই ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
তবে গ্রেপ্তারের পর পুলিশ ধারণা করছে, কলম্বিয়ার বন্দর শহর বারাঙ্কাবারমেজায় বেশ কয়েকটি খুনের ঘটনায় রদ্রিগেজ জড়িত।
গতকাল বৃহস্পতিবার লিবারটাড ডিজিটাল নামের একটি স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘লা দে লা এম’ নামের একটি অপরাধী সংগঠনের হয়ে কাজ করতেন ক্যারেন জুলিয়েথ ওজেদা রদ্রিগেজ। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, তিনি খুনের পরিকল্পনা করতেন এবং একদল ভাড়াটে খুনিকে ব্যবহার করতেন।
তদন্তের পর পুলিশ জানিয়েছে, রদ্রিগেজের প্রাক্তন প্রেমিক দেইভি জেসুসকে হত্যার ঘটনায় তিনি সরাসরি জড়িত। জুলাই মাসে আর্থিক বিষয় নিয়ে আলোচনার জন্য পিয়েদেকুয়েস্তার একটি গ্রামীণ এলাকায় রদ্রিগেজ তাঁকে ডেকে পাঠান। কিন্তু সেখানে তাঁর নির্দেশে মোটরসাইকেলে আসা দুই ভাড়াটে খুনি দেইভিকে গুলি করে হত্যা করে।
রদ্রিগেজের সঙ্গে ২৪ বছর বয়সী পলা ভ্যালেন্তিনা জোয়া রুয়েদা, যিনি ‘গর্দা সিকেরিয়া’ বা ‘ফ্যাট হিটওম্যান’ নামে পরিচিত এবং আরেক সহযোগী ‘লিওপোল্ডো’কেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ অভিযানের সময় তাঁদের কাছ থেকে একটি রিভলভার ও একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে।
মাগদালেনা মিডিও পুলিশের লেফটেন্যান্ট কর্নেল মৌরিসিও হেরারা বলেন, ‘লা মুনেকা এবং লিওপোল্ডোর গ্রেপ্তার এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে। এটি অপরাধী গোষ্ঠীগুলোর অপতৎপরতা কমাতে উল্লেখযোগ্য অগ্রগতি।’ তবে রদ্রিগেজ এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হবে, তা এখনো প্রকাশ করা হয়নি।
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের একটি তথ্য থেকে জানা যায়, ১৩ লাখের বেশি জনসংখ্যার বুকারামাঙ্গা শহরে তিন দিনে একটি করে খুন হয়।
একাধিক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২৩ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে কলম্বিয়ার পুলিশ। ক্যারেন জুলিয়েথ ওজেদা রদ্রিগেজ নামের ওই নারী ‘লা মুনেকা’ বা ‘দ্য ডল’ নামে বেশ পরিচিত। সম্প্রতি সাবেক প্রেমিককে পরিকল্পিতভাবে খুনের একটি ঘটনা স্থানীয় গণমাধ্যমে বেশ আলোড়ন তোলে। এই ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
তবে গ্রেপ্তারের পর পুলিশ ধারণা করছে, কলম্বিয়ার বন্দর শহর বারাঙ্কাবারমেজায় বেশ কয়েকটি খুনের ঘটনায় রদ্রিগেজ জড়িত।
গতকাল বৃহস্পতিবার লিবারটাড ডিজিটাল নামের একটি স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘লা দে লা এম’ নামের একটি অপরাধী সংগঠনের হয়ে কাজ করতেন ক্যারেন জুলিয়েথ ওজেদা রদ্রিগেজ। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, তিনি খুনের পরিকল্পনা করতেন এবং একদল ভাড়াটে খুনিকে ব্যবহার করতেন।
তদন্তের পর পুলিশ জানিয়েছে, রদ্রিগেজের প্রাক্তন প্রেমিক দেইভি জেসুসকে হত্যার ঘটনায় তিনি সরাসরি জড়িত। জুলাই মাসে আর্থিক বিষয় নিয়ে আলোচনার জন্য পিয়েদেকুয়েস্তার একটি গ্রামীণ এলাকায় রদ্রিগেজ তাঁকে ডেকে পাঠান। কিন্তু সেখানে তাঁর নির্দেশে মোটরসাইকেলে আসা দুই ভাড়াটে খুনি দেইভিকে গুলি করে হত্যা করে।
রদ্রিগেজের সঙ্গে ২৪ বছর বয়সী পলা ভ্যালেন্তিনা জোয়া রুয়েদা, যিনি ‘গর্দা সিকেরিয়া’ বা ‘ফ্যাট হিটওম্যান’ নামে পরিচিত এবং আরেক সহযোগী ‘লিওপোল্ডো’কেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ অভিযানের সময় তাঁদের কাছ থেকে একটি রিভলভার ও একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে।
মাগদালেনা মিডিও পুলিশের লেফটেন্যান্ট কর্নেল মৌরিসিও হেরারা বলেন, ‘লা মুনেকা এবং লিওপোল্ডোর গ্রেপ্তার এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে। এটি অপরাধী গোষ্ঠীগুলোর অপতৎপরতা কমাতে উল্লেখযোগ্য অগ্রগতি।’ তবে রদ্রিগেজ এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হবে, তা এখনো প্রকাশ করা হয়নি।
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের একটি তথ্য থেকে জানা যায়, ১৩ লাখের বেশি জনসংখ্যার বুকারামাঙ্গা শহরে তিন দিনে একটি করে খুন হয়।
দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশ মালদ্বীপের সরকার দেশটিতে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। এই বিষয়ে একটি আইনও পাশ করেছে মালদ্বীপ সরকার। আজ মঙ্গলবার ফিলিস্তিনি নাগরিকদের সঙ্গে ‘দৃঢ় সংহতি’ জানিয়ে এই নিষেধাজ্ঞা জারি করে মালদ্বীপ সরকার। সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩০ মিনিট আগেদক্ষিণ ভারতের কেরালার রাজধানী থিরুভানান্থাপুরামের ব্যস্ততম বিমানবন্দর থিরুভানান্থাপুরাম আন্তর্জাতিক বিমানবন্দর। গতকাল সোমবার হঠাৎ করেই সেখানে উড়োজাহাজের ওঠানামা বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা বা খারাপ আবহাওয়ার কারণে নয়, হিন্দু মন্দিরের এক শোভাযাত্রার কারণে কয়েক ঘণ্টার জন্য ফ্লাইট বন্ধ থাকে। ঐতিহ্যবাহী এই
৩৭ মিনিট আগেসম্প্রতি নিকট প্রতিবেশী দেশ ভিয়েতনাম সফর করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। তাঁর এই সফরের উদ্দেশ্য নিয়ে নোংরা ভাষায় আক্রমণ শানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলার জন্যই সি ভিয়েতনাম সফর করেছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা
১ ঘণ্টা আগেরাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, এখন আমাদের গায়ে কেউ টোকা দেওয়ার সাহস পাবে না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন দেশটিতে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মজুত থাকার বিষয়টি। তিনি বলেছেন, রাশিয়ার পারমাণবিক অস্ত্র বেলারুশের জন্য ‘অ্যাবসলিউট সিকিউরিটি’ বা ‘পরম নিরাপত্তা’
২ ঘণ্টা আগে