Ajker Patrika

বলসোনারোকে অপসারণের দাবিতে ব্রাজিলে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ জুন ২০২৪, ১৭: ১৬
Thumbnail image

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন দেশটির হাজার হাজার মানুষ। স্থানীয় সময় শনিবার ব্রাজিলের ১৬০টি শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ব্রাজিলের সাধারণ নির্বাচনের আর মাত্র এক বছর বাকি। এর আগেই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন দেশটির বিরোধী দল ও ট্রেড ইউনিয়নের নেতারা। ব্রাজিলে মতামত জরিপেও হেরে গেছেন বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারো।

করোনা মহামারি নিয়ন্ত্রণ নিয়ে প্রেসিডেন্ট বলসোনারোর ওপর ক্ষুব্ধ অনেক ব্রাজিলিয়ান। আটলাস ইনস্টিটিউটের এক জরিপ বলছে, দেশটির ৬১ শতাংশ মানুষের অভিযোগ, বর্তমান সরকারের কাজের ফল খারাপ অথবা খুব খারাপ। অথচ ক্ষমতা গ্রহণের সময় এটি ছিল ২৩ শতাংশ।

বিক্ষোভকারীরা বলছেন, করোনা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তিনি। প্রেসিডেন্টের কারণে ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতির মতো পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। আমরা গণতন্ত্র রক্ষার জন্য মাঠে নেমেছি।

২০১৯ সালের জানুয়ারিতে ক্ষমতায় বসেন প্রেসিডেন্ট বলসোনারো। সম্প্রতি দেশটির উচ্চ আদালত প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে বেশ কয়েককটি অভিযোগে তদন্ত করার নির্দেশনাও দিয়েছেন।

উল্লেখ্য, ব্রাজিলে করোনায় এ পর্যন্ত ছয় লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত