ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন দেশটির হাজার হাজার মানুষ। স্থানীয় সময় শনিবার ব্রাজিলের ১৬০টি শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ব্রাজিলের সাধারণ নির্বাচনের আর মাত্র এক বছর বাকি। এর আগেই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন দেশটির বিরোধী দল ও ট্রেড ইউনিয়নের নেতারা। ব্রাজিলে মতামত জরিপেও হেরে গেছেন বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারো।
করোনা মহামারি নিয়ন্ত্রণ নিয়ে প্রেসিডেন্ট বলসোনারোর ওপর ক্ষুব্ধ অনেক ব্রাজিলিয়ান। আটলাস ইনস্টিটিউটের এক জরিপ বলছে, দেশটির ৬১ শতাংশ মানুষের অভিযোগ, বর্তমান সরকারের কাজের ফল খারাপ অথবা খুব খারাপ। অথচ ক্ষমতা গ্রহণের সময় এটি ছিল ২৩ শতাংশ।
বিক্ষোভকারীরা বলছেন, করোনা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তিনি। প্রেসিডেন্টের কারণে ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতির মতো পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। আমরা গণতন্ত্র রক্ষার জন্য মাঠে নেমেছি।
২০১৯ সালের জানুয়ারিতে ক্ষমতায় বসেন প্রেসিডেন্ট বলসোনারো। সম্প্রতি দেশটির উচ্চ আদালত প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে বেশ কয়েককটি অভিযোগে তদন্ত করার নির্দেশনাও দিয়েছেন।
উল্লেখ্য, ব্রাজিলে করোনায় এ পর্যন্ত ছয় লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন দেশটির হাজার হাজার মানুষ। স্থানীয় সময় শনিবার ব্রাজিলের ১৬০টি শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ব্রাজিলের সাধারণ নির্বাচনের আর মাত্র এক বছর বাকি। এর আগেই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন দেশটির বিরোধী দল ও ট্রেড ইউনিয়নের নেতারা। ব্রাজিলে মতামত জরিপেও হেরে গেছেন বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারো।
করোনা মহামারি নিয়ন্ত্রণ নিয়ে প্রেসিডেন্ট বলসোনারোর ওপর ক্ষুব্ধ অনেক ব্রাজিলিয়ান। আটলাস ইনস্টিটিউটের এক জরিপ বলছে, দেশটির ৬১ শতাংশ মানুষের অভিযোগ, বর্তমান সরকারের কাজের ফল খারাপ অথবা খুব খারাপ। অথচ ক্ষমতা গ্রহণের সময় এটি ছিল ২৩ শতাংশ।
বিক্ষোভকারীরা বলছেন, করোনা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তিনি। প্রেসিডেন্টের কারণে ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতির মতো পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। আমরা গণতন্ত্র রক্ষার জন্য মাঠে নেমেছি।
২০১৯ সালের জানুয়ারিতে ক্ষমতায় বসেন প্রেসিডেন্ট বলসোনারো। সম্প্রতি দেশটির উচ্চ আদালত প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে বেশ কয়েককটি অভিযোগে তদন্ত করার নির্দেশনাও দিয়েছেন।
উল্লেখ্য, ব্রাজিলে করোনায় এ পর্যন্ত ছয় লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
আনোয়ার ইব্রাহিম একটি সংস্কারবাদী স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং দেশের ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি ও স্বজনপ্রীতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে অনেকের দাবি, তিনি এসব প্রতিশ্রুতির কোনোটাও পূরণ করতে পারেননি।
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চার দিনের ব্যক্তিগত সফরে স্কটল্যান্ডে অবস্থান করছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে প্রেসউইক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে তাঁকে ঘিরে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
৬ ঘণ্টা আগেঅঞ্জলী শীল জানিয়েছেন, তাঁর বাবা, ভাই, মামা—সবাই আসামে বাস করেন এবং তাঁরা সেখানকার ভূমিপুত্র। তাঁদের কাছে কোনো চিঠি না এসে একমাত্র তাঁর কাছেই কেন চিঠি এল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
৮ ঘণ্টা আগেভারতের অন্যতম ধনী ব্যবসায়ী সোনা কমস্টারের প্রয়াত নির্বাহী সঞ্জয় কাপুর মারা যাওয়ার পর তাঁর মা রানী কাপুর অভিযোগ করেছেন, তাঁকে একঘরে আটকে রেখে জোর করে কাগজপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, তাঁর পুত্রবধূ প্রিয়া সাচদেব কাপুরসহ কিছু ব্যক্তি সোনা গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এসব করেছেন। তিনি
৯ ঘণ্টা আগে