Ajker Patrika

পারিবারিকভাবে বিয়ের জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে ভারতীয় তরুণী লাপাত্তা

অনলাইন ডেস্ক
আপডেট : ২৯ জুন ২০২৫, ১৭: ৪০
নিউ জার্সির লিন্ডেনওল্ড শহরে নিখোঁজ হন সিমরান। ছবি: সংগৃহীত
নিউ জার্সির লিন্ডেনওল্ড শহরে নিখোঁজ হন সিমরান। ছবি: সংগৃহীত

পরিবারের পছন্দে বিয়ে করতে কিছু দিন আগে ভারত থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে যান ২৪ বছরের সিমরান। কিন্তু সেখানে পৌঁছানোর ছয় দিন পর হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি।

নিউ জার্সি কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক পোস্ট।

তাদের প্রতিবেদনে বলা হয়, ২০ জুন নিউ জার্সিতে পা দেন সিমরান। অঙ্গরাজ্যটির ক্যামডেন কাউন্টির লিন্ডেনওল্ড শহরে ২৬ জুন থেকে লাপাত্তা তিনি।

শহরটির সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরার ভিডিও পর্যালোচনা করে পুলিশ বলছে, নিখোঁজ হওয়ার আগে শহরের এক রাস্তায় সিমরানকে কারও জন্য অপেক্ষা করতে দেখা গেছে। দেখে মনে হচ্ছিল না তিনি কোনো সংকটের মধ্য ছিলেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শেষবার সিমরানকে ধূসর রঙের প্যান্ট, সাদা টি-শার্ট, কালো ফ্লিপফ্লপ জুতা ও হিরা বসানো কানের দুল পরা অবস্থায় দেখা যায়।

দ্য নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইংরেজি ভাষায় কথা বলতে না পারা সিমরানের যুক্তরাষ্ট্রে কোনো আত্মীয় নেই। তাঁর সঙ্গে একটি আন্তর্জাতিক ফোন ছিল, যা শুধু ওয়াইফাইয়ের মাধ্যমে চালু করা যায়।

পুলিশের ভাষ্য, ইংরেজি না জানায় ও যুক্তরাষ্ট্রে কোনো আত্মীয়স্বজন না থাকায় সিমরানকে খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছে। ভারতে তাঁর পরিবারের সদস্যেরও খোঁজ পাওয়া যায়নি, যাঁদের সঙ্গে যোগাযোগ করে তাঁর সম্ভাব্য অবস্থান সম্পর্কে কিছু জানা যেতে পারে।

সিমরান পারিবারিকভাবে ঠিক হওয়া বিয়ের জন্য যুক্তরাষ্ট্রে এসেছিলেন বলে তদন্ত কর্মকর্তাদের বলা হলেও কর্তৃপক্ষ এমন সম্ভাবনাও খতিয়ে দেখছে যে—বিয়ে করার কোনো ইচ্ছা ছাড়াই কেবল যুক্তরাষ্ট্রে প্রবেশের উপায় হিসেবে বিয়ের প্রস্তাবটি গ্রহণ করেছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জয়া আহসানকে নিয়ে খেপেছেন তৃণমূল নেত্রী, টালিউডে বাংলাদেশিদের নিষিদ্ধের দাবি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, অগ্নিসংযোগ

ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা রক্ষায় মোদির হস্তক্ষেপ চান মমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত