গণতন্ত্রের বিষয়ে কী করতে হবে তা ভারতকে বলার দরকার নেই। জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি ও ডিসেম্বর মাসের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব গ্রহণ করা রুচিরা কম্বোজ দেশের বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন। নিরাপত্তা পরিষদের এক বৈঠকেই তিনি এই মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ভারত বৃহস্পতিবার ডিসেম্বর মাসের জন্য ১৫ সদস্য বিশিষ্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করেছে। এই মাস শেষ হলেই নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে ভারতের দুই বছরের মেয়াদের পূর্ণ হবে। রুচিরা কম্বোজ জাতিসংঘে নিযুক্ত ভারতের প্রথম নারী স্থানীয় প্রতিনিধি। নিরাপত্তা পরিষদের সভাপতি হওয়ার প্রথম দিনের বৈঠকেই মাসজুড়ে কর্মতালিকার বিষয়ে ভাষণ দেন।
ভারতের গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে এক প্রশ্নের জবাবে রুচিরা কম্বোজ বলেন, ‘এই বিষয়ে আমি বলতে চাই, গণতন্ত্রের বিষয়ে আমরা কী করব আমাদের তা বলে দেওয়ার দরকার নেই।’ তিনি আরও বলেছেন, ‘আপনারা সবাই জানেন, ভারতই সম্ভবত বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা। ভারতে ২ হাজার ৫০০ বছর আগেও গণতন্ত্রের শিকড় ছিল সুতরাং আমরা সব সময়ই গণতন্ত্রের চর্চা করেছি। সাম্প্রতিক সময়ে এসেও আমাদের গণতন্ত্রের সব স্তম্ভ—আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, স্বাধীন গণমাধ্যম এবং একটি খুব প্রাণবন্ত সামাজিক যোগাযোগমাধ্যম—রয়েছে। তাই আমাদের দেশ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র।’
রুচিরা কম্বোজ আরও বলেন, ‘পাঁচ বছর পরপর আমরা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক অনুশীলন পরিচালনা করি। প্রত্যেকে তাদের ইচ্ছেমতো মতো প্রকাশ করতে পারে এবং এভাবেই আমাদের দেশ কাজ করে। আমাদের গণতন্ত্রে দ্রুত সংস্কার, রূপান্তর ও পরিবর্তন আসে এবং আমাদের পথচলা খুবই দারুণ। সুতরাং, আমরা কী করব এটি আপনাদের বলে দিতে হবে না।’
গণতন্ত্রের বিষয়ে কী করতে হবে তা ভারতকে বলার দরকার নেই। জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি ও ডিসেম্বর মাসের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব গ্রহণ করা রুচিরা কম্বোজ দেশের বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন। নিরাপত্তা পরিষদের এক বৈঠকেই তিনি এই মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ভারত বৃহস্পতিবার ডিসেম্বর মাসের জন্য ১৫ সদস্য বিশিষ্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করেছে। এই মাস শেষ হলেই নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে ভারতের দুই বছরের মেয়াদের পূর্ণ হবে। রুচিরা কম্বোজ জাতিসংঘে নিযুক্ত ভারতের প্রথম নারী স্থানীয় প্রতিনিধি। নিরাপত্তা পরিষদের সভাপতি হওয়ার প্রথম দিনের বৈঠকেই মাসজুড়ে কর্মতালিকার বিষয়ে ভাষণ দেন।
ভারতের গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে এক প্রশ্নের জবাবে রুচিরা কম্বোজ বলেন, ‘এই বিষয়ে আমি বলতে চাই, গণতন্ত্রের বিষয়ে আমরা কী করব আমাদের তা বলে দেওয়ার দরকার নেই।’ তিনি আরও বলেছেন, ‘আপনারা সবাই জানেন, ভারতই সম্ভবত বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা। ভারতে ২ হাজার ৫০০ বছর আগেও গণতন্ত্রের শিকড় ছিল সুতরাং আমরা সব সময়ই গণতন্ত্রের চর্চা করেছি। সাম্প্রতিক সময়ে এসেও আমাদের গণতন্ত্রের সব স্তম্ভ—আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, স্বাধীন গণমাধ্যম এবং একটি খুব প্রাণবন্ত সামাজিক যোগাযোগমাধ্যম—রয়েছে। তাই আমাদের দেশ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র।’
রুচিরা কম্বোজ আরও বলেন, ‘পাঁচ বছর পরপর আমরা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক অনুশীলন পরিচালনা করি। প্রত্যেকে তাদের ইচ্ছেমতো মতো প্রকাশ করতে পারে এবং এভাবেই আমাদের দেশ কাজ করে। আমাদের গণতন্ত্রে দ্রুত সংস্কার, রূপান্তর ও পরিবর্তন আসে এবং আমাদের পথচলা খুবই দারুণ। সুতরাং, আমরা কী করব এটি আপনাদের বলে দিতে হবে না।’
ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের নিশানা করে ১৯ এপ্রিলের কাছাকাছি সময়ে হামলা হতে পারে বলে স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সতর্ক করা হয়েছিল। ভারতের গোয়েন্দা ব্যুরো (আইবি) এবং অন্যান্য সংস্থা স্থানীয় কর্মকর্তাদের এই সতর্কবার্তা দিয়েছিল।
১০ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে আবারও নিরঙ্কুশ জয় পেয়েছে দেশটির লেবার পার্টি। এই নির্বাচনের মধ্য দিয়ে দলপ্রধান ও দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দ্বিতীয়বারের মতো ক্ষমতা পেলেন।
১৪ ঘণ্টা আগেচরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে পাকিস্তান সফলভাবে পরীক্ষা করেছে ৪৫০ কিলোমিটার রেঞ্জবিশিষ্ট ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সামরিক মহড়ার অংশ হিসেবে চালানো এ পরীক্ষাকে ইসলামাবাদ নিয়মিত ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ বললেও ভারত একে উসকানিমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। কাশ্মীর হামলা ও সীমান্ত সংঘর্ষে
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ আগামী কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে ১২০০ জনবল ছাঁটাই করবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপ মূলত নিয়োগ কমিয়ে বাস্তবায়ন করা হবে এবং এটি ট্রাম্প প্রশাসনের ফেডারেল কর্মীসংখ্যা হ্রাস নীতির অংশ।
১৬ ঘণ্টা আগে