করোনা প্রতিরোধে টিকার পর এবার নাকের ড্রপ বাজারে আনল ভারতীয় ওষুধ কোম্পানি ভারত বায়োটেক। নাকের এই ড্রপের নাম ইনকোভ্যাক। এটি প্রয়োগে শরীরে রোগ প্রতিরোধক্ষমতা বাড়বে বলে দাবি প্রস্তুতকারকদের। নাকে নেওয়ার কারণে নাসিকা গহ্বর ও এর ওপরের শ্বাসনালির রোগ প্রতিরোধক্ষমতা বাড়বে, ভাইরাস সাধারণত নাক দিয়েই শরীরে প্রবেশ করে থাকে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্ডাভিয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং ভারত বায়োটেকের তৈরি করোনার নাকের ড্রপটি উদ্বোধন করেন।
এর আগে গেল নভেম্বরে জরুরি ক্ষেত্রে করোনার বুস্টার ডোজ হিসেবে নাকের ড্রপ ইনকোভ্যাকের অনুমোদন দিয়েছিল ভারতের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা-সিডিএসসিও। আর ডিসেম্বরে নিয়মিত দুই ডোজের অনুমোদন দেওয়া হয়। দুই ডোজের মাঝে ব্যবধান রাখতে হবে ২৮ দিন।
ভারতে সরকারিভাবে এই ড্রপের এক ডোজের দাম পড়বে ৩২৫ রুপি। আর বেসরকারি হাসপাতালে এই ড্রপ নিলে একেকটি ডোজের দাম পড়বে ৮০০ রুপি।
ভারত বায়োটেকের চেয়ারম্যান ড. কৃষ্ণা এলা জানান, ইনকোভ্যাক প্রয়োগ খুবই সহজ। কোনো রকমের সুচ বা সিরিঞ্জ ব্যবহারের প্রয়োজন পড়বে না। এটি শরীরে রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়তা করবে বলে জানান তিনি।
ভারত বায়োটেকের পক্ষ থেকে বলা হয়, ইতিমধ্যে তিন দফায় ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়েছে ইনকোভ্যাকের। প্রতিবারই সফলতা পাওয়ার দাবি করেছে ওষুধ কোম্পানিটি।
ভারতে নাগরিকদের ২০০ কোটির বেশি ডোজ করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। দেশটির ৭০ শতাংশের বেশি মানুষ অন্তত দুই ডোজ টিকা নিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
করোনা প্রতিরোধে টিকার পর এবার নাকের ড্রপ বাজারে আনল ভারতীয় ওষুধ কোম্পানি ভারত বায়োটেক। নাকের এই ড্রপের নাম ইনকোভ্যাক। এটি প্রয়োগে শরীরে রোগ প্রতিরোধক্ষমতা বাড়বে বলে দাবি প্রস্তুতকারকদের। নাকে নেওয়ার কারণে নাসিকা গহ্বর ও এর ওপরের শ্বাসনালির রোগ প্রতিরোধক্ষমতা বাড়বে, ভাইরাস সাধারণত নাক দিয়েই শরীরে প্রবেশ করে থাকে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্ডাভিয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং ভারত বায়োটেকের তৈরি করোনার নাকের ড্রপটি উদ্বোধন করেন।
এর আগে গেল নভেম্বরে জরুরি ক্ষেত্রে করোনার বুস্টার ডোজ হিসেবে নাকের ড্রপ ইনকোভ্যাকের অনুমোদন দিয়েছিল ভারতের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা-সিডিএসসিও। আর ডিসেম্বরে নিয়মিত দুই ডোজের অনুমোদন দেওয়া হয়। দুই ডোজের মাঝে ব্যবধান রাখতে হবে ২৮ দিন।
ভারতে সরকারিভাবে এই ড্রপের এক ডোজের দাম পড়বে ৩২৫ রুপি। আর বেসরকারি হাসপাতালে এই ড্রপ নিলে একেকটি ডোজের দাম পড়বে ৮০০ রুপি।
ভারত বায়োটেকের চেয়ারম্যান ড. কৃষ্ণা এলা জানান, ইনকোভ্যাক প্রয়োগ খুবই সহজ। কোনো রকমের সুচ বা সিরিঞ্জ ব্যবহারের প্রয়োজন পড়বে না। এটি শরীরে রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়তা করবে বলে জানান তিনি।
ভারত বায়োটেকের পক্ষ থেকে বলা হয়, ইতিমধ্যে তিন দফায় ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়েছে ইনকোভ্যাকের। প্রতিবারই সফলতা পাওয়ার দাবি করেছে ওষুধ কোম্পানিটি।
ভারতে নাগরিকদের ২০০ কোটির বেশি ডোজ করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। দেশটির ৭০ শতাংশের বেশি মানুষ অন্তত দুই ডোজ টিকা নিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১২ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৬ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৯ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
২০ ঘণ্টা আগে