Ajker Patrika

আমি মুসলিমবিরোধী নই: নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক
Thumbnail image

ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদি বলেছেন, তিনি ইসলাম বা মুসলমানদের বিরোধী নন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ভারতে চলমান লোকসভা নির্বাচন ঘিরে বিষয়টি নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিরোধী দলগুলো। গত সোমবার নরেন্দ্র মোদির ওই সাক্ষাৎকারটি সম্প্রচার করে টাইমস নাউ। 

সাক্ষাৎকারে মুসলমানদের প্রতি বৈষম্যের বিষয়টি অস্বীকার করেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, ‘আমরা ইসলাম ও মুসলমানদের বিরোধী নই। বিরোধীরা নিজের সুবিধা খোঁজার চেষ্টা করছে। মুসলিম সম্প্রদায়ের মানুষেরা যথেষ্ট বুদ্ধিমান। তাঁদের কাছে বিরোধীদের মিথ্যা ধরা পড়েছে। তাই তাঁরা (বিজেপিবিরোধীরা) চিন্তিত।’ 

এ সময় কংগ্রেসের প্রতি তোপ দেগে মোদি বলেন, ‘আমি মুসলিম সম্প্রদায়কে বলতে চাই, আত্মবিশ্লেষণ করুন, চিন্তা করুন। দেশের উন্নতি হচ্ছে। আপনারা যদি নিজ সম্প্রদায়ের মধ্যে কোনো ত্রুটি দেখতে পান—তবে এর পেছনে কারণ কী? কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন কেন আপনারা সরকারি সুবিধা পাননি?’ 

এর আগে এক নির্বাচনী ভাষণে মোদি দাবি করেন, হিন্দুদের সম্পদ মুসলিমদের মধ্যে ভাগ দেওয়ার পরিকল্পনা করেছে বিরোধী দল কংগ্রেস। সেই ভাষণে মোদি মুসলমানদের ভারতে ‘অনুপ্রবেশকারী’ ও বেশি সন্তান গ্রহণকারী বলে খোঁচা দিয়েছিলেন। মূলত কংগ্রেসের সম্পদ বণ্টনের ইশতেহারের প্রতিক্রিয়ায় তিনি এই কথা বলেন। 

জাতীয় ‘জাত সমীক্ষার’ অংশ হিসেবে ‘অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের’ পরিকল্পনা প্রকাশ করে কংগ্রেস। দলটির নির্বাচনী ইশতেহার ও তাদের সর্বশেষ প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের এক মন্তব্যকে ইঙ্গিত করে রাজস্থানের বাঁশবাড়ায় এক জনসভায় মোদি বলেন মোদি বলেন, ‘কংগ্রেস বলে যে, তারা আমাদের মা-বোনদের কাছে থাকা সোনার হিসাব করবে এবং সেই সম্পত্তি বণ্টন করবে সবার মাঝে। মনমোহন সিংয়ের সরকার বলেছিল যে সমস্ত সম্পদের ওপর মুসলমানদের প্রথম অধিকার আছে...।’ 

মোদি আরও বলেন, ‘...এটা (সম্পদ) কাদের মধ্যে বিতরণ করা হবে? যাদের (মুসলিমদের ইঙ্গিত করে) বেশি সন্তান আছে তাদের মধ্যে বিতরণ করা হবে, অনুপ্রবেশকারীদের মধ্যে বিতরণ করা হবে। আপনাদের কষ্টার্জিত অর্থ কি অনুপ্রবেশকারীদের কাছে যাওয়া উচিত?’ 

এদিকে দেশটিতে চলমান লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন নরেন্দ্র মোদি। গতকাল মঙ্গলবার লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে গুজরাটের আহমেদাবাদের একটি কেন্দ্রে ভোট দেন তিনি। আসনটিতে বিজেপির প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের প্রভাবশালী নেতা অমিত শাহ। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে নরেন্দ্র মোদি ভোটকেন্দ্রের কাছাকাছি পৌঁছান। সেখানে তাঁকে স্বাগত জানান অমিত শাহ। পরে দুজন একসঙ্গে বুথের দিকে এগিয়ে যান। এ সময় কেন্দ্র এলাকায় থাকা বিজেপি সমর্থকেরা উচ্ছ্বাস প্রকাশ করেন। দুই নেতার পক্ষে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত