Ajker Patrika

হাসপাতাল ছাড়লেন সোনিয়া গান্ধী, ইডির জিজ্ঞাসাবাদ ২৩ জুন

আপডেট : ২০ জুন ২০২২, ২৩: ১৪
হাসপাতাল ছাড়লেন সোনিয়া গান্ধী, ইডির জিজ্ঞাসাবাদ ২৩ জুন

করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ভারতীর সর্বপ্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। স্থানীয় সময় আজ সোমবার সন্ধ্যায় তাঁকে নয়া দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসের সংসদ সদস্য জয়রাম রমেশ এক টুইটে সোনিয়া গান্ধীর হাসপাতাল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এক টুইটে জয়রাম রমেশ লিখেছেন—‘কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী আজ সন্ধ্যায় স্যার গঙ্গারাম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চিকিৎসকেরা তাঁকে বাড়িতে বিশ্রাম নিতে পরামর্শ বলেছেন।’ 

এর আগে, গত ২ জুন কোভিড আক্রান্ত হন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তারপর গত সপ্তাহে তিনি নয়া দিল্লির ওই হাসপাতালে ভর্তি হন চিকিৎসা নিতে। 

এদিকে, কোভিড থেকে সেরে উঠতে না উঠতেই নতুন আলোচনা শুরু হয়েছে—সোনিয়া গান্ধী এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট–ইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হবেন কবে। সোনিয়া গান্ধীর সুস্থতার বিষয়টি মাথায় রেখেই সোনিয়া গান্ধীকে আগামী ২৩ জুন কার্যালয়ে হাজির হতে বলেছে। সোনিয়া গান্ধীর পুত্র রাহুল গান্ধী এরই মধ্যে বেশ কয়েক দফায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। 

রাহুল এবং সোনিয়া গান্ধী দুজনই ভারতীয় জাতীয় কংগ্রেসের মুখপাত্র ন্যাশনাল হেরাল্ডের অর্থ তছরুপের মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত