অনলাইন ডেস্ক
চলতি বছরের জানুয়ারিতে এয়ার ইন্ডিয়ার একজন ক্রুকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে জেলে থাকা কুখ্যাত গ্যাংস্টার কপিল মানের বান্ধবী কাজল খত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো কাজলকে ‘লেডি ডন’ হিসেবে চিহ্নিত করেছে।
কাজল খত্রীর বিরুদ্ধে অভিযোগ, গত জানুয়ারিতে দিল্লির নয়ডা এলাকার একটি জিম থেকে বেরিয়ে এসেছিলেন এয়ার ইন্ডিয়ার ক্রু ৩০ বছর বয়সী সুরজ মান। পরে ধাওয়া করে তাঁকে তাঁর গাড়ির ভেতরেই গুলি করে হত্যা করা হয়। খুনিরা বাইকে করে এসে সুরজকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। এই খুনের পরিকল্পনা সাজিয়েছিলেন লেডি ডন কাজল খত্রী।
এনডিটিভি জানিয়েছে, জেলে থাকা গ্যাংস্টার কপিল মান-এর নির্দেশেই তাঁর প্রেমিকা কাজল সুরজ মানকে খুন করার পরিকল্পনা করেছিলেন। নিহত সুরজ মান ছিলেন অপর গ্যাংস্টার পারভেশ মানের ভাই। পারভেশ মানও এখন দিল্লির মান্ডোলি জেলে বন্দী।
জানা গেছে, কাজল খত্রী শুটার পাঠিয়ে সূরজ মানকে হত্যা করেছেন। ‘লেডি ডন’ হিসেবে পরিচিত কাজল নয়ডা এবং দিল্লি পুলিশের কাছে ওয়ান্টেড ছিলেন। এবার দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তাঁকে গ্রেপ্তার করেছে।
গত ১৯ জানুয়ারি এয়ার ইন্ডিয়ায় কাজ করা সুরজ মানকে দুই বন্দুকধারী গুলি করে হত্যা করেছিল। এই হত্যার তদন্ত করতে গিয়ে জানা যায়, কাজল খত্ৰী নামে এক নারী ডন দুই শুটারকে ভাড়া করেছিলেন।
কাজলের প্রেমিক কুখ্যাত গ্যাংস্টার কপিল মানের সঙ্গে অপর গ্যাংস্টার পারভেশ মানের চলমান শত্রুতার জেরেই পারভেশের ভাই সুরজকে হত্যা করা হয়। কপিল মান জেলে থাকার কারণে এই হত্যাকাণ্ড ঘটানোর জন্য কাজলকে দায়িত্ব দিয়েছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার কাজল নিজেকে জেলে থাকা গ্যাংস্টার কপিল মানের স্ত্রী বলে দাবি করেছেন। কারাবন্দী কপিল মানকে খুন করার পরিকল্পনা করছিলেন পারভেশ মান। তাই পারভেশের ভাইকে খুন করে এর প্রতিশোধ নিয়েছেন কপিল।
পুলিশ আরও জানিয়েছে, জেলে থাকায় কপিলের মানের পুরো গ্যাং পরিচালনা করছিলেন কাজ খত্রী। এবার তাঁকে গ্রেপ্তার করে নয়ডা পুলিশের কাছে সমর্পণ করা হয়েছে। দিল্লি পুলিশের সিনিয়র অফিসার সঞ্জয় ভাটিয়া জানিয়েছেন, ক্রাইম ব্রাঞ্চের নর্দান রেঞ্জের দল কাজলকে গ্রেপ্তার করেছে।
চলতি বছরের জানুয়ারিতে এয়ার ইন্ডিয়ার একজন ক্রুকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে জেলে থাকা কুখ্যাত গ্যাংস্টার কপিল মানের বান্ধবী কাজল খত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো কাজলকে ‘লেডি ডন’ হিসেবে চিহ্নিত করেছে।
কাজল খত্রীর বিরুদ্ধে অভিযোগ, গত জানুয়ারিতে দিল্লির নয়ডা এলাকার একটি জিম থেকে বেরিয়ে এসেছিলেন এয়ার ইন্ডিয়ার ক্রু ৩০ বছর বয়সী সুরজ মান। পরে ধাওয়া করে তাঁকে তাঁর গাড়ির ভেতরেই গুলি করে হত্যা করা হয়। খুনিরা বাইকে করে এসে সুরজকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। এই খুনের পরিকল্পনা সাজিয়েছিলেন লেডি ডন কাজল খত্রী।
এনডিটিভি জানিয়েছে, জেলে থাকা গ্যাংস্টার কপিল মান-এর নির্দেশেই তাঁর প্রেমিকা কাজল সুরজ মানকে খুন করার পরিকল্পনা করেছিলেন। নিহত সুরজ মান ছিলেন অপর গ্যাংস্টার পারভেশ মানের ভাই। পারভেশ মানও এখন দিল্লির মান্ডোলি জেলে বন্দী।
জানা গেছে, কাজল খত্রী শুটার পাঠিয়ে সূরজ মানকে হত্যা করেছেন। ‘লেডি ডন’ হিসেবে পরিচিত কাজল নয়ডা এবং দিল্লি পুলিশের কাছে ওয়ান্টেড ছিলেন। এবার দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তাঁকে গ্রেপ্তার করেছে।
গত ১৯ জানুয়ারি এয়ার ইন্ডিয়ায় কাজ করা সুরজ মানকে দুই বন্দুকধারী গুলি করে হত্যা করেছিল। এই হত্যার তদন্ত করতে গিয়ে জানা যায়, কাজল খত্ৰী নামে এক নারী ডন দুই শুটারকে ভাড়া করেছিলেন।
কাজলের প্রেমিক কুখ্যাত গ্যাংস্টার কপিল মানের সঙ্গে অপর গ্যাংস্টার পারভেশ মানের চলমান শত্রুতার জেরেই পারভেশের ভাই সুরজকে হত্যা করা হয়। কপিল মান জেলে থাকার কারণে এই হত্যাকাণ্ড ঘটানোর জন্য কাজলকে দায়িত্ব দিয়েছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার কাজল নিজেকে জেলে থাকা গ্যাংস্টার কপিল মানের স্ত্রী বলে দাবি করেছেন। কারাবন্দী কপিল মানকে খুন করার পরিকল্পনা করছিলেন পারভেশ মান। তাই পারভেশের ভাইকে খুন করে এর প্রতিশোধ নিয়েছেন কপিল।
পুলিশ আরও জানিয়েছে, জেলে থাকায় কপিলের মানের পুরো গ্যাং পরিচালনা করছিলেন কাজ খত্রী। এবার তাঁকে গ্রেপ্তার করে নয়ডা পুলিশের কাছে সমর্পণ করা হয়েছে। দিল্লি পুলিশের সিনিয়র অফিসার সঞ্জয় ভাটিয়া জানিয়েছেন, ক্রাইম ব্রাঞ্চের নর্দান রেঞ্জের দল কাজলকে গ্রেপ্তার করেছে।
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
৮ মিনিট আগেমহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
২০ মিনিট আগেযুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কের বরফ গলছে। অন্তত সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সাক্ষাৎ এবং কারাকাস থেকে ৬ মার্কিন নাগরিককে দেশে ফেরার অনুমতি দেওয়ার বিষয়টি এই ইঙ্গিতই দেয়
২৯ মিনিট আগেআফ্রিকার দেশ দক্ষিণ সুদানের একটি পশুর খামারে সশস্ত্র লুটেরাদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে পূর্ব ইকুয়াতোরিয়া রাজ্যের মাগুই কাউন্টির নিয়োলো বোমায় দিনকা বোর এলাকায় পশুপালকদের তিনটি ক্যাম্পে লুটেরারা হামলা চালালে...
১ ঘণ্টা আগে