Ajker Patrika

রূপ বদলেছে করোনার ডেল্টা প্রজাতি, নতুন ধরনের নাম ‘ডেল্টা প্লাস’

আপডেট : ১৫ জুন ২০২১, ১৬: ০০
রূপ বদলেছে করোনার ডেল্টা প্রজাতি, নতুন ধরনের নাম ‘ডেল্টা প্লাস’

ঢাকা: রূপ বদলেছে ভারতে পাওয়া করোনার ডেল্টা ধরন। রূপান্তরিত হওয়া নতুন এই রূপের নাম দেওয়া হয়েছে ‘ডেল্টা প্লাস’ বা ‘এওয়াই.১ ’।

বিজ্ঞানীদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল চিকিৎসাও কার্যকরী হবে না ডেল্টার পরিবর্তিত এই রূপের বিরুদ্ধে।

বিশ্বের করোনার সংক্রমণ হালনাগাদকারী সংস্থা আউটব্রেক ডট ইনফো জানায়, করোনার ডেল্টা প্রজাতির পরিবর্তিত রূপ যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, রাশিয়া, জাপান, পর্তুগাল, পোল্যান্ড, তুরস্ক, নেপাল এবং সুইজারল্যান্ডেও পাওয়া গেছে।

গত মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতে পাওয়া করোনার নতুন প্রজাতির নাম দিয়েছে ডেল্টা। যা বি.১. ৬১৭.২ নামেও পরিচিত। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের নেপথ্যে রয়েছে এই ডেল্টা ধরন।

এ নিয়ে ভারতে পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের বিশেষজ্ঞ বিনীতা বল জানিয়েছেন, ডেল্টার এই নতুন রূপ কতটা সংক্রামক এবং কত দ্রুত ছড়ায়, তা দেখার বিষয়।

এ নিয়ে ভারতের শ্বাসযন্ত্র বিশেষজ্ঞ অনুরাগ আগারওয়াল জানিয়েছেন, সম্পূর্ণ টিকা নেওয়া ব্যক্তিদের প্লাজমা নিয়ে পরীক্ষা করে দেখতে হবে ডেল্টার পরিবর্তিত রূপের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা কতটা গড়ে তুলতে সক্ষম হচ্ছে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত