Ajker Patrika

মুম্বাইতে ধসে পড়ল চারতলা ভবন, নিহত ১৯ 

আপডেট : ২৯ জুন ২০২২, ১৩: ২২
মুম্বাইতে ধসে পড়ল চারতলা ভবন, নিহত ১৯ 

ভারতের মুম্বাইয়ের কুরলায় গত সোমবার রাত ১১টার দিকে ধসে পড়ে একটি চারতলা ভবন। এ ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ২৩ জন। আহতদের মধ্যে ১৪ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ভবনটি ৪৭ বছরের পুরোনো। ভবনের ঠিকাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এনডিটিভি জানায়, ঘটনার পর শিবসেনার নেতা আদিত্য ঠাকরে ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিস এবং ন্যাশনাল ডিজাস্টার রেসকিউ ফান্ড টিম উদ্ধার অভিযান চালাচ্ছে। 

মহারাষ্ট্রের মন্ত্রী সুভাষ দেশাই বলেছেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে দেওয়া হবে। আহতদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হবে। ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

বিএমসির অতিরিক্ত কমিশনার অশ্বিনী ভিদে বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল, ভেঙে ফেলার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। এখানকার বাসিন্দাদের সরে যেতে এর আগে কয়েকবার লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়।’ 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ে বেশির ভাগ বর্ষা মৌসুমে ভবন ধসের ঘটনা ঘটে থাকে। ভবন নির্মাণে ত্রুটি থাকায় এসব দুর্ঘটনা ঘটে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত