হাজারিরাম বিষ্ণোই (৭০) ও তাঁর স্ত্রী চাওয়ালী দেবীর (৬৮) কাছ থেকে ছলেবলে সব সম্পত্তি লিখে নিয়েছিলেন সন্তানেরা। এরপর সন্তানদের কাছে খাবার, আশ্রয় চাইলে তাঁরা বাবা-মায়ের হাতে ভিক্ষার থালা ধরিয়ে দেন। রাগে-দুঃখে পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ওই দম্পতি। মৃত্যুর আগে দুই পৃষ্ঠার একটি সুইসাইড নোটও লিখে রেখে গেছেন তাঁরা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে রাজস্থান রাজ্যের নাগৌরে। পুলিশ জানিয়েছে, দুই পৃষ্ঠার ওই সুইসাইড নোটে বৃদ্ধ দম্পতি তাঁদের সন্তানদের আচরণ এবং তাঁদের সঙ্গে জড়িত অন্যদের নাম লিখে গেছেন। গতকাল বৃহস্পতিবার তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এতে বলা হয়েছে, হাজারিরাম ও চাওয়ালী দেবীর ছেলেরা ও তাঁদের স্ত্রীরা অন্তত পাঁচবার তাঁদের মারধর করেছেন। কেবল তাই নয়, তাঁরা এই দুজনকে হত্যার হুমকিও দিয়েছিলেন এবং তাঁদের খাবার বন্ধ করে দিয়ে চাওয়ালী দেবীকে ‘একটি থালা দিয়ে ভিক্ষা করতে বলেছে।’
এই দম্পতির চার সন্তান—দুই ছেলে ও দুই মেয়ে। মৃত্যুর আগে বাড়ির দেওয়ালে সাঁটিয়ে যাওয়া সুইসাইড নোটে এই দম্পতি বলেছেন, এক ছেলে রাজেন্দ্র তাঁদের তিনবার মারধর করেছেন এবং অপর ছেলে সুনীল মেরেছেন দুবার। সুইসাইড নোটে তাঁরা আরও লিখে গেছেন, তাঁদের ছেলে-মেয়েরা হুমকি দিয়ে বলেছিলেন, বেশি কথা না বলতে এবং অভিযোগ দায়ের না করতে। এমনটা করলে তাঁদের ঘুমের মধ্যে মেরে ফেলবেন।
নোটে আরও বলা হয়েছে, রাজেন্দ্র ও তাঁর স্ত্রী রশ্মি; সুনীল ও তাঁর স্ত্রী অনীতা ও ছেলে প্রণব এবং ওই বৃদ্ধ দম্পতির দুই মেয়ে মঞ্জু ও সুনিতাসহ আরও কয়েকজন আত্মীয় তাঁদের নামে থাকা সব সম্পত্তি লিখে নিতে চেয়েছিলেন এবং আত্মীয়রা যেকোনো উপায়ে তা করতে তাঁদের প্ররোচিত করেছিলেন। এতে আরও বলা হয়, দম্পতির চার সন্তান এরই মধ্যে প্রতারণা করে এবং ঝগড়া করে তিনটি প্লট ও একটি গাড়ির মালিকানা লিখে নিয়েছিলেন। নোট অনুসারে রাজেন্দ্র, মঞ্জু ও সুনিতা মিলে গাড়ি বিক্রি করে দিয়েছেন এবং সুনীল ও তাঁর স্ত্রী অনীতা কর্নি কলোনিতে একটি বাড়ি দখল করেছেন।
সুইসাইড নোটে আরও বলা হয়েছে, বৃদ্ধ ওই দম্পতির কাছ থেকে এসব নেওয়ার পর সন্তানেরা তাঁদের খাবার দিতে অস্বীকার করেন এবং প্রতিদিন ফোনে তাঁদের গালাগালি করতেন। সুনীল তাঁদের ডেকে বলেছিলেন, ‘এই থালা নাও, খাবারের জন্য ভিক্ষা করো। আমি তোমাদের খাবার দেব না এবং কাউকে বললে তোমাদের মেরে ফেলব।’
নাগৌরের পুলিশ সুপার নারায়ণ তোগাস বলেছেন, তাঁরা বৃহস্পতিবার খবর পান যে, হাজারিরাম ও চাওয়ালী দেবীর বাড়িতে লোকজনের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। পরে পুলিশ গিয়ে তল্লাশি চালানোর পর পানির ট্যাংকের মধ্যে তাদের মরদেহ পায়।
নারায়ণ তোগাস বলেন, ‘হাজারিরামের পকেটে বাড়ির চাবি পাওয়া যায় এবং ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল প্রমাণ সংগ্রহ করেছে। আমরা বাড়ির ভেতরে একটি সিসিটিভি ক্যামেরার ভিডিও রেকর্ডিং খুঁজে বের করার চেষ্টা করছি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।’
হাজারিরাম বিষ্ণোই (৭০) ও তাঁর স্ত্রী চাওয়ালী দেবীর (৬৮) কাছ থেকে ছলেবলে সব সম্পত্তি লিখে নিয়েছিলেন সন্তানেরা। এরপর সন্তানদের কাছে খাবার, আশ্রয় চাইলে তাঁরা বাবা-মায়ের হাতে ভিক্ষার থালা ধরিয়ে দেন। রাগে-দুঃখে পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ওই দম্পতি। মৃত্যুর আগে দুই পৃষ্ঠার একটি সুইসাইড নোটও লিখে রেখে গেছেন তাঁরা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে রাজস্থান রাজ্যের নাগৌরে। পুলিশ জানিয়েছে, দুই পৃষ্ঠার ওই সুইসাইড নোটে বৃদ্ধ দম্পতি তাঁদের সন্তানদের আচরণ এবং তাঁদের সঙ্গে জড়িত অন্যদের নাম লিখে গেছেন। গতকাল বৃহস্পতিবার তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এতে বলা হয়েছে, হাজারিরাম ও চাওয়ালী দেবীর ছেলেরা ও তাঁদের স্ত্রীরা অন্তত পাঁচবার তাঁদের মারধর করেছেন। কেবল তাই নয়, তাঁরা এই দুজনকে হত্যার হুমকিও দিয়েছিলেন এবং তাঁদের খাবার বন্ধ করে দিয়ে চাওয়ালী দেবীকে ‘একটি থালা দিয়ে ভিক্ষা করতে বলেছে।’
এই দম্পতির চার সন্তান—দুই ছেলে ও দুই মেয়ে। মৃত্যুর আগে বাড়ির দেওয়ালে সাঁটিয়ে যাওয়া সুইসাইড নোটে এই দম্পতি বলেছেন, এক ছেলে রাজেন্দ্র তাঁদের তিনবার মারধর করেছেন এবং অপর ছেলে সুনীল মেরেছেন দুবার। সুইসাইড নোটে তাঁরা আরও লিখে গেছেন, তাঁদের ছেলে-মেয়েরা হুমকি দিয়ে বলেছিলেন, বেশি কথা না বলতে এবং অভিযোগ দায়ের না করতে। এমনটা করলে তাঁদের ঘুমের মধ্যে মেরে ফেলবেন।
নোটে আরও বলা হয়েছে, রাজেন্দ্র ও তাঁর স্ত্রী রশ্মি; সুনীল ও তাঁর স্ত্রী অনীতা ও ছেলে প্রণব এবং ওই বৃদ্ধ দম্পতির দুই মেয়ে মঞ্জু ও সুনিতাসহ আরও কয়েকজন আত্মীয় তাঁদের নামে থাকা সব সম্পত্তি লিখে নিতে চেয়েছিলেন এবং আত্মীয়রা যেকোনো উপায়ে তা করতে তাঁদের প্ররোচিত করেছিলেন। এতে আরও বলা হয়, দম্পতির চার সন্তান এরই মধ্যে প্রতারণা করে এবং ঝগড়া করে তিনটি প্লট ও একটি গাড়ির মালিকানা লিখে নিয়েছিলেন। নোট অনুসারে রাজেন্দ্র, মঞ্জু ও সুনিতা মিলে গাড়ি বিক্রি করে দিয়েছেন এবং সুনীল ও তাঁর স্ত্রী অনীতা কর্নি কলোনিতে একটি বাড়ি দখল করেছেন।
সুইসাইড নোটে আরও বলা হয়েছে, বৃদ্ধ ওই দম্পতির কাছ থেকে এসব নেওয়ার পর সন্তানেরা তাঁদের খাবার দিতে অস্বীকার করেন এবং প্রতিদিন ফোনে তাঁদের গালাগালি করতেন। সুনীল তাঁদের ডেকে বলেছিলেন, ‘এই থালা নাও, খাবারের জন্য ভিক্ষা করো। আমি তোমাদের খাবার দেব না এবং কাউকে বললে তোমাদের মেরে ফেলব।’
নাগৌরের পুলিশ সুপার নারায়ণ তোগাস বলেছেন, তাঁরা বৃহস্পতিবার খবর পান যে, হাজারিরাম ও চাওয়ালী দেবীর বাড়িতে লোকজনের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। পরে পুলিশ গিয়ে তল্লাশি চালানোর পর পানির ট্যাংকের মধ্যে তাদের মরদেহ পায়।
নারায়ণ তোগাস বলেন, ‘হাজারিরামের পকেটে বাড়ির চাবি পাওয়া যায় এবং ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল প্রমাণ সংগ্রহ করেছে। আমরা বাড়ির ভেতরে একটি সিসিটিভি ক্যামেরার ভিডিও রেকর্ডিং খুঁজে বের করার চেষ্টা করছি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।’
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণ ভারতের জন্য টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। অস্ত্র রপ্তানি বাড়ানোর দায়িত্বে কর্মরত এক ভারতীয় কর্মকর্তা বলেন, পশ্চিমা দেশগুলো তাদের অস্ত্রভান্ডার ইউক্রেনে পাঠিয়েছে। রাশিয়ার কারখানাগুলো শুধু তাদের যুদ্ধের জন্যই অস্ত্র তৈরি করছে। ফলে যেসব দেশ ওয়াশিংটন...
৭ ঘণ্টা আগেসম্প্রতি এক ভিডিওতে ভারতের দীর্ঘ পথের ট্রেনযাত্রাকে ‘মানসিকভাবে ভেঙে পড়ার’ মতো অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন ফরাসি ইউটিউবার ভিক্টর ব্লাহো। তিনি বিদেশি পর্যটকদের পরামর্শ দিয়েছেন, পর্যাপ্ত প্রস্তুতি বা ভালো বাজেট না থাকলে ভারতের দীর্ঘ দূরত্বের ট্রেনভ্রমণ এড়িয়ে চলা উচিত।
৮ ঘণ্টা আগেবিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) আশঙ্কা প্রকাশ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নীতির কারণে চলতি বছরই বিশ্বজুড়ে পণ্যবাণিজ্য হ্রাস পাবে। এ ছাড়াও পারস্পরিক শুল্ক আরোপ ও রাজনৈতিক অনিশ্চয়তাসহ বিভিন্ন গভীর নেতিবাচক ঝুঁকি রয়েছে, যা বিশ্ব বাণিজ্যে আরও বড় ধরনের পতন ডেকে আনতে পারে।
৯ ঘণ্টা আগেবর্তমানে ছোট ওষুধ (পিল বা ক্যাপসুল) বাজারে আসার ৯ বছর পর মেডিকেয়ার মূল্য আলোচনার জন্য যোগ্য হয়। ট্রাম্প প্রশাসন এটিকে ১৩ বছর করতে চায়, যা বায়োটেক ওষুধের সমতুল্য। তবে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো দাবি করেছিল, বর্তমান নিয়ম নতুন ওষুধ উদ্ভাবনকে বাধাগ্রস্ত করে। আগে এই বিষয় নিয়ে তারা আলোচনা করতে
১০ ঘণ্টা আগে