Ajker Patrika

কয়লার অভাবে বিদ্যুৎ সংকটে ভারত

কলকাতা প্রতিনিধি
কয়লার অভাবে বিদ্যুৎ সংকটে ভারত

ভারতে প্রচণ্ড গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুৎ সংকট। রাজধানী দিল্লি থেকে শুরু করে দেশটির বিভিন্ন রাজ্যের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো কয়লার অভাবে বন্ধ হওয়ার পথে। ফলে মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা দেখা দিয়েছে দেশটিতে। 

পরিস্থিতি উদ্বেগজনক হওয়ার আগেই বিদ্যুৎকেন্দ্রগুলোতে জরুরি ভিত্তিতে কয়লা পাঠানোর ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। রেল মন্ত্রণালয়ের যাত্রীবাহী ট্রেনের অনেক ইঞ্জিনই যাত্রী বহন করা ট্রেনের ট্রিপ বাদ দিয়ে কয়লা বহনের ট্রেনে যুক্ত হয়েছে। 

ভারতে কয়লার এমন অভাবের জন্য দেশটির কেন্দ্রীয় সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 

এদিকে, রাজধানী দিল্লির তাপমাত্রা ক্রমশ বাড়ছে। তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি ছুঁই ছুঁই। যা স্বাভাবিকের থেকে অনেক বেশি। আর প্রচণ্ড গরমে বেড়ে গিয়েছে বিদ্যুতের চাহিদা। তবে সেই চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। তীব্র লোডশেডিংয়ে বাড়ছে মানুষের ক্ষোভ। অথচ কয়লার অভাবে উৎপাদন অনেকটাই কমে এসেছে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে। দ্রুত কয়লা সরবরাহ না বাড়ানো হলে হাসপাতাল কিংবা মেট্রোরেলের মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবাও ব্যাহত হতে পারে। 

শুক্রবার সকালে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তিনি বলেন, ‘পরিস্থিতি খুবই জটিল। এখনই জরুরি ব্যবস্থা না নেওয়া হলে হলে দিল্লির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে। 

অপরদিকে, ভারতের উত্তর প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব রাজ্যেও দেখা দিয়েছে বিদ্যুৎ সংকট। পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতেও তীব্র গরমে নাভিশ্বাস জনগণের। 

এদিকে, আবহাওয়াবিদেরা জানিয়েছেন, সোমবারের আগে বৃষ্টির আশা কম। ফলে নাজেহাল অবস্থা আরও দীর্ঘায়িত হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত