Ajker Patrika

দুর্নীতির দায়ে মন্ত্রীকে বরখাস্ত করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী 

কলকাতা প্রতিনিধি
Thumbnail image

দুর্নীতির অভিযোগে পাঞ্জাব মন্ত্রিসভার এক সদস্যকে বরখাস্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সোমবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও আম আদমি পার্টি-এএপির নেতা বিজয় সিংলাকে সরকারি টেন্ডার থেকে ১ শতাংশ কমিশন দাবি করার দায়ে তাঁকে বরখাস্ত করা হয়।

মাত্র আড়াই মাসেরও কম সময় বয়সী এই মন্ত্রিসভা গঠনের পরপরই ভগবন্ত মান ঘোষণা দিয়েছিলেন সামান্য কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেলেই তাঁর মন্ত্রিসভার যেকোনো সদস্যকে বরখাস্ত করা হবে। সে সময় মান জানিয়েছিলেন, দুর্নীতির সঙ্গে কোনো আপস কার হবে না। সেই ঘোষণারই প্রতিফলন ঘটল এই সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে। 

সূত্র জানিয়েছে, সরকারি একটি টেন্ডার থেকে মাত্র ১ শতাংশ কমিশন দাবি করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলা। কিন্তু তাঁর সেই কমিশন দাবির ব্যাপারে হাতেনাতে প্রমাণ পেয়ে যায় মুখ্যমন্ত্রীর দপ্তর। সঙ্গে সঙ্গে বিজয় সিংলাকে বরখাস্ত করেন ভগবন্ত মান। বরখাস্তের পরপরই তাঁকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশের দুর্নীতি বিরোধী বিভাগ। 

মানের এমন সিদ্ধান্তে অত্যন্ত খুশি দিল্লির মুখ্যমন্ত্রী ও এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এক টুইটে কেজরিওয়াল লিখেছেন, ‘আমরা আপনার জন্য গর্বিত। গোটা দেশ আম আদমি পার্টির জন্য গর্বিত।’

এর আগে, ২০১৫ সালে দুর্নীতির অভিযোগে দিল্লিতে এক মন্ত্রীকে বরখাস্ত করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল নিজেই। পাঞ্জাবে দুর্নীতির দায়ে মন্ত্রীকে বরখাস্তের এএপি নেতাদের দাবি, সারা দেশে আম আদমি পার্টিই কেবল সততার সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। শুধু মুখের কথায়ই নয় কাজেও নিজেদের দায়বদ্ধতার প্রমাণ দিয়ে চলছে প্রতিনিয়ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত