Ajker Patrika

প্যারোলে মুক্তি পেয়ে মিউজিক ভিডিও বানালেন ২০ বছর দণ্ডপ্রাপ্ত রাম রহিম সিং 

অনলাইন ডেস্ক
প্যারোলে মুক্তি পেয়ে মিউজিক ভিডিও বানালেন ২০ বছর দণ্ডপ্রাপ্ত রাম রহিম সিং 

ভারতের উত্তর প্রদেশের বিতর্কিত ধর্মীয় নেতা গুরমিত রাম রহিম সিং সম্প্রতি কারাগার থেকে প্যারোলে মুক্তি পান। আর মুক্তি পেয়েই একটি মিউজিক ভিডিও বানিয়েছেন তিনি। তাঁর ওই ভিডিও জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউবে বেশ জনপ্রিয় হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

রাম রহিম সিংয়ের চটকদার নতুন পাঞ্জাবি গানের মিউজিক ভিডিওটি দীপাবলির দিনে তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়ে। ভিডিওতে দেওয়া বিবরণ অনুসারে গানটির রচয়িতা, সুরারোপ, সংগীত পরিচালনাসহ সবই করেছেন তিনি। গত ২২ ঘণ্টায় ভিডিওটি ৪২ লাখেরও বেশি মানুষ দেখেছেন।

ভিডিওটি থেকে দেখা যায়, রাম রহিম সিং দীপাবলির লক্ষ্যে প্রজ্বলিত আলোকসজ্জার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। এ সময় তাঁর দুই পরামর্শদাতাকেও তাঁর সঙ্গে তাল মেলাতে দেখা যায়। গানে বলা হয়, ‘লোকজন আজ দীপাবলি উদ্যাপন করছে, আপনাকে ধন্যবাদ কারণ আপনার কারণেই আমাদের প্রতিদিন দীপাবলি।’

এর আগে, গত ১৯ অক্টোবর প্যারোলে মুক্তি পেয়েই ধর্ষণ ও খুনের দায়ে ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত রাম রহিম সিং একটি ভার্চুয়াল ‘সাষ্টাঙ্গ’ অনুষ্ঠানের আয়োজন করেন। তাঁর মুক্তির খবর পেয়েই সাক্ষাৎ করতে হরিয়ানার কারনাল শহরের মেয়রসহ স্থানীয় বিজেপি নেতারা লাইন দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মগুরু এবং ডেরা সাচা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিংকে ২০১৭ সালে ধর্ষণ এবং খুনের দায়ে অভিযুক্ত করা হয়। সম্প্রতি তাঁকে ৪০ দিনের প্যারোল দেওয়া হয়েছে। গত সপ্তাহে তাঁর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। এর আগে চলতি বছরের জুন মাসেই এক মাসের প্যারোলে মুক্তি পেয়েছিলেন। তারও আগে, এ বছরেরই ফেব্রুয়ারিতে তাঁকে তিন সপ্তাহের প্যারোল দেওয়া হয়।

উল্লেখ্য, রাম রহিম সিংকে তাঁর আস্তানা ডেরা সাচা সৌদায় দুই নারীকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই কর্তৃক পাঁচকোলা বিশেষ আদালত তাঁকে ২০১৭ সালের আগস্টে ৩০ জনের বেশি মৃত্যু এবং তাদের কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট করার অভিযোগে অভিযুক্ত করেন। এ ছাড়া ২০১৯ সালে রাম রহিম সিং এবং আরও ৩ জনকে ১৬ বছর আগে এক সাংবাদিককে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত