অনলাইন ডেস্ক
বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা নিয়ে কোনো মন্তব্য করতে চায় না ভারত। প্রতিবেশী দেশটি চায় এ দেশে নির্ধারিত সময়ে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক।
শুক্রবার (১১ আগস্ট) বিকেলে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী।
ব্রিফিংকালে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করেন ভারতের দ্য হিন্দু পত্রিকার সাংবাদিক কল্লোল। কল্লোল সাম্প্রতিক সময়ে রাজধানীতে বিএনপির মহাসমাবেশের কথা উল্লেখ করে অরিন্দম বাগচীকে বলেন, নির্বাচনের আগে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ বাড়ছে। আওয়ামী লীগ-বিএনপির এই সংঘাতপূর্ণ রাজনীতির মধ্যে একটি তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কথা আলোচনায় আসছে। এর মধ্যে সেনাবাহিনীর নামও রয়েছে। কয়েক দিন আগে একটি পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে সে বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই সংকটপূর্ণ মুহূর্তে ভারতের ভাবনা আসলে কী সেটি জানতে চাই।
জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমার মনে হয় এ বিষয়ে গত সপ্তাহে বা তার আগের সপ্তাহেই আমি বলেছি। দেখুন, সেখানকার অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে আমাদের প্রকৃতপক্ষে বিশেষ কোনো মন্তব্য নেই। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সংবিধানেই একটা অবস্থানের কথা বলা আছে। আমাদের এ বিষয়ে কোনো মন্তব্য নেই। সুনির্দিষ্ট করে আপনার উল্লেখিত বিষয়ে আমার কিছু বলার নেই। সেনাবাহিনী বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিষয়ে যে জল্পনা রয়েছে, আমি সে বিষয়ে যেতে চাই না। নিশ্চিতভাবে এগুলো সব জল্পনা। আমরা আশা করি, (বাংলাদেশে) নির্ধারিত সময়ে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।’
এর আগে গত ৩ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন, নয়াদিল্লি চায় বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের জনগণ সিদ্ধান্ত নেবে এবং আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘বাংলাদেশে যা ঘটছে, তার প্রভাব আমাদের (ভারত) ওপর পড়ে।’
সেদিন নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ‘ভারত ঢাকায় হাইকমিশনের মাধ্যমে সেখানকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভারত আশা করে সেখানে শান্তি থাকবে এবং কোনো সহিংসতা হবে না এবং পরিকল্পনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।’
বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা নিয়ে কোনো মন্তব্য করতে চায় না ভারত। প্রতিবেশী দেশটি চায় এ দেশে নির্ধারিত সময়ে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক।
শুক্রবার (১১ আগস্ট) বিকেলে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী।
ব্রিফিংকালে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করেন ভারতের দ্য হিন্দু পত্রিকার সাংবাদিক কল্লোল। কল্লোল সাম্প্রতিক সময়ে রাজধানীতে বিএনপির মহাসমাবেশের কথা উল্লেখ করে অরিন্দম বাগচীকে বলেন, নির্বাচনের আগে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ বাড়ছে। আওয়ামী লীগ-বিএনপির এই সংঘাতপূর্ণ রাজনীতির মধ্যে একটি তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কথা আলোচনায় আসছে। এর মধ্যে সেনাবাহিনীর নামও রয়েছে। কয়েক দিন আগে একটি পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে সে বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই সংকটপূর্ণ মুহূর্তে ভারতের ভাবনা আসলে কী সেটি জানতে চাই।
জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমার মনে হয় এ বিষয়ে গত সপ্তাহে বা তার আগের সপ্তাহেই আমি বলেছি। দেখুন, সেখানকার অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে আমাদের প্রকৃতপক্ষে বিশেষ কোনো মন্তব্য নেই। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সংবিধানেই একটা অবস্থানের কথা বলা আছে। আমাদের এ বিষয়ে কোনো মন্তব্য নেই। সুনির্দিষ্ট করে আপনার উল্লেখিত বিষয়ে আমার কিছু বলার নেই। সেনাবাহিনী বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিষয়ে যে জল্পনা রয়েছে, আমি সে বিষয়ে যেতে চাই না। নিশ্চিতভাবে এগুলো সব জল্পনা। আমরা আশা করি, (বাংলাদেশে) নির্ধারিত সময়ে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।’
এর আগে গত ৩ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন, নয়াদিল্লি চায় বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের জনগণ সিদ্ধান্ত নেবে এবং আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘বাংলাদেশে যা ঘটছে, তার প্রভাব আমাদের (ভারত) ওপর পড়ে।’
সেদিন নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ‘ভারত ঢাকায় হাইকমিশনের মাধ্যমে সেখানকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভারত আশা করে সেখানে শান্তি থাকবে এবং কোনো সহিংসতা হবে না এবং পরিকল্পনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।’
গৃহযুদ্ধ কবলিত সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি বাজারে দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় অন্তত ৫৪ জন নিহত ও ১৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
১২ মিনিট আগেলিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকা থেকে অন্তত ২০ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে লিবিয়ার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের ধারণা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এএইচএম মাসুম বিল্লাহ আজ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করে
৫ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
৮ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
৯ ঘণ্টা আগে