Ajker Patrika

লিভারপুলের দর হেঁকেছে ৪০০ কোটি পাউন্ড, ‘কেনার দৌড়ে আম্বানি’

অনলাইন ডেস্ক
আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১২: ৩৪
Thumbnail image

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি বিশ্বখ্যাত ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুল এফসির কেনার প্রতিযোগিতায় নেমেছেন বলে যুক্তরাজ্যের গণমাধ্যমে খবর এসেছে।

ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি) ইংলিশ প্রিমিয়ার লিগের প্রভাবশালী ফুটবল ক্লাবটিকে ৪০০ কোটি ব্রিটিশ পাউন্ডে বিক্রি করতে চায় বলে দ্য মিররের প্রতিবেদনে বলা হয়। 

২০১০ সালের অক্টোবরে মার্সেসাইড ক্লাব কিনে নেওয়া এফএসজি এই ক্লাব বিক্রিতে সহায়তার জন্য গোল্ডম্যান স্যাচ ও মরগান স্ট্যানলিকে নিয়োগ করেছে।

ফোর্বসের তালিকায় বিশ্বের অষ্টম ধনী ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ওই ক্লাব সম্পর্কে খোঁজখবর নিয়েছেন বলে খবরে বলা হয়েছে। 

তবে বহুজাতিক শিল্পগোষ্ঠীর মুম্বাইয়ের সদর দপ্তরের কয়েকজনের সঙ্গে সঙ্গে যোগাযোগ করা হলেও তারা বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

এফএসজি এক বিবৃতিতে বলেছে, ‘সম্প্রতি এই ক্লাবের মালিকানায় বেশ কিছু পরিবর্তন হয়েছে। ইংলিশ প্রিমিয়ার ক্লাবগুলোতেও মালিকানা পরিবর্তনের গুজব রয়েছে। অনিবার্যভাবেই ফেনওয়ে স্পোর্টস গ্রুপের মালিকানা নিয়ে আমাদের প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয়।

‘লিভারপুলের শেয়ার কিনতে আগ্রহী তৃতীয় পক্ষের কাছ থেকে মাঝে মধ্যেই আগ্রহ প্রকাশ করা হয়। আমরা বরাবর বলছি, সঠিক নিয়ম ও শর্ত মেনে ক্লাব হিসাবে লিভারপুলের সর্বোত্তম স্বার্থে শেয়ার বিক্রি হবে।

ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক আম্বানির কোম্পানি। এটি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) বাণিজ্যিক অংশীদার হওয়ার পাশাপাশি ভারতীয় সুপার লিগ ফুটবল ইভেন্টও পরিচালনা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত