Ajker Patrika

ন্যাশনাল হেরাল্ড কার্যালয়ে ইডির অভিযান

আজকের পত্রিকা ডেস্ক
ন্যাশনাল হেরাল্ড কার্যালয়ে ইডির অভিযান

ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল ভারতী জাতীয় কংগ্রেসের মালিকানাধীন সংবাদপত্র ন্যাশনাল হেরাল্ডের কার্যালয়ে অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। আর্থিক লেনদেনের অনিয়ম সংক্রান্ত মামলায় দিল্লিতে অবস্থিত পত্রিকাটির প্রধান কার্যালয়সহ ডজন খানিক জায়গায় আজ মঙ্গলবার অভিযান চালায় ইডি। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইডির কর্মকর্তারা দিল্লির হেরাল্ড হাউসের সামনে ইডি অভিযানের পর বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেসের নেতা–কর্মীরা। এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে তাঁরা বিভিন্ন সরকার বিরোধী স্লোগান দেন। 

ইডির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্ক্রল জানিয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত ধারায় আরও তথ্য-প্রমাণাদি সংগ্রহের জন্য হেরাল্ড কার্যালয়ে এই অভিযান পরিচালনা হয়েছে। 

এর আগে, মামলায় সম্পৃক্ততার অভিযোগে ইডি কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে ইডি। এরই ধারাবাহিকতায় সর্বশেষ পদক্ষেপ হিসেবে এই অভিযান চালল ইডি। 

ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সংবাদপত্রটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের মালিকানায় অ্যাসোসিয়েট জার্নাল প্রেসের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। ২০০৮ সালে প্রায় ৯০ লাখ রুপি ঋণের দায়ে এর প্রকাশনা বন্ধ হয়ে যায়। পরে সোনিয়া ও রাহুল পত্রিকাটির শেয়ার কিনে নিয়ে অবৈধভাবে এর দেনা মওকুফ করেছেন বলে অভিযোগ করেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। আদালতে তিনি তহবিলের অপব্যবহার করার ষড়যন্ত্র ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত