Ajker Patrika

মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ সিন্ধে

মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ সিন্ধে

মহারাষ্ট্রের রাজনীতিতে আবারও নতুন মোড়। বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ সিন্ধে। মহারাষ্ট্র বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ নিজেই আজ বৃহস্পতিবার একনাথের মুখ্যমন্ত্রী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের দল শিবসেনা থেকে বিদ্রোহী নেতা একনাথ সিন্ধের নেতৃত্বে বেশ কয়েকজন বিধায়ক পক্ষ ত্যাগ করেন। একনাথের পক্ষে সব মিলিয়ে ৩৯ জন বিধায়ক রয়েছেন বলে দাবি তাদের। 

দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, ‘আমি সরকারকে সুন্দরভাবে চালিয়ে নিতে সরকারের বাইরে থাকব।’ এ সময় তিনি ঘোষণা করেন, একনাথ সিন্ধে স্থানীয় সময় আজ সন্ধ্যা সাড়ে সাতটায় শপথ গ্রহণ করবেন। এদিন আর কোনো মন্ত্রী শপথ গ্রহণ করবেন না বলেও জানিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ। 

এর আগে, আজ স্থানীয় সময় সাড়ে ৩টার দিকে রাজ্য গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ এবং সাবেক শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ সিন্ধে। এ সময় তাঁরা গভর্নরকে নতুন সরকার গঠনের বিষয়ে অবহিত করেন। 

৯ দিন আগে একনাথ সিন্ধের নেতৃত্বে শিবসেনার বেশ কয়েকজন বিধায়ক মহারাষ্ট্র ছেড়ে গুজরাটের সুরাটে চলে যান। পরে সেখানে থেকে তাঁরা চলে যান আসামের গুয়াহাটিতে। সেখানে একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করেন বেশ কয়েক দিন। পরে গুয়াহাটিতে আরও কয়েকজন শিবসেনা বিধায়ক একনাথ সিন্ধের দলে যোগ দেন। সব মিলিয়ে একনাথ সিন্ধের পক্ষের বিধায়কের সংখ্যা দাঁড়ায় ৩৯ জনে। 

ফলে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারান রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। পরে গতকাল বুধবার রাতে তিনি এক ভাষণে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। এরই পরিপ্রেক্ষিতে বিজেপি দাবি করে তাদের জোটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৭০ জন বিধায়কের প্রয়োজনীয় সমর্থন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত