অনলাইন ডেস্ক
সেনাবাহিনী প্রত্যাহার নিয়ে গত এক বছর ধরে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে দ্বীপরাষ্ট্র মালদ্বীপের। দীর্ঘদিনের দুই বন্ধু দেশের মধ্যে সম্পর্কে ফাটলের প্রভাব কি এবার পড়া শুরু করছে পর্যটনভিত্তিক অর্থনীতির দেশ মালদ্বীপের ওপর?
মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে প্রথম দুই মাসে (৪ মার্চ অবধি) মালদ্বীপে ভারতীয় পর্যটক ছিল ৪১ হাজার ৫৪ জন। চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে তা কমে দাঁড়িয়েছে ২৭ হাজার ২২৪ জনে।
উল্লেখ্য, ওই একই সময় পর্বে গত বছর দেশভিত্তিক পর্যটকের পরিসংখ্যানে ভারত ছিল দ্বিতীয় স্থানে। চলতি বছরে ভারতের স্থান সেই তালিকায় ষষ্ঠ স্থানে নেমে গেছে। ফলস্পরূপ ট্যুরিজমের মার্কেট শেয়ার ১০ শতাংশ থেকে ৬ শতাংশে নেমেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষদ্বীপ সফরের পরেই মালদ্বীপ-ভারত সংঘাত তুঙ্গে ওঠে। মোদিকে নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করেন প্রেসিডেন্ট মুইজুর দলের একাধিক নেতা। এ নিয়ে ভারতে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানায় নয়াদিল্লি।
এসব নিয়ে নিন্দার ঝড় ওঠে। গোটা ভারত জুড়ে শুরু হয় ‘বয়কট মালদ্বীপ’। সেই থেকেই পর্যটক কমতে শুরু করেছে দ্বীপরাষ্ট্রটিতে।
এদিকে, ভারতের সঙ্গে সংঘাতের জেরে বিরোধীদের প্রবল প্রতিবাদের মুখে পড়েছেন মুইজ্জু। চীনপন্থী প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে প্রধান বিরোধীদল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি। খুব শিগগিরই তা পার্লামেন্টে পেশ হওয়ার কথা রয়েছে। গত কয়েকদিন ধরেই মালদ্বীপের পার্লামেন্টে তুমুল মতবিরোধ চলছে।
চলতি বছরের শুরুর দিকে ভারতে বয়কটের ডাক নিয়ে মালদ্বীপের পর্যটনশিল্পের স্টেকহোল্ডাররা উদ্বেগ প্রকাশ করেছিলেন। ভারতের অনেক জনপ্রিয় চলচ্চিত্র তারকারাও এই বয়কটে সমর্থন দিচ্ছেন।
মালদ্বীপ অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অ্যান্ড ট্যুর অপারেটর (মাটাটো) ভারতীয় অতিথিদের বুকিং বাতিল নিয়ে একটি সমীক্ষা পরিচালনা করেছে। তবে এর রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি।
২০২১-২৩ সাল পর্যন্ত ২ লাখেরও বেশি পর্যটক নিয়ে মালদ্বীপের পর্যটন মার্কেটের শীর্ষে ছিল ভারত। তবে এই বছরের এখন পর্যন্ত ৫৪ হাজারের বেশি পর্যটক নিয়ে শীর্ষ অবস্থান করছে চীন।
ভারতীয় পর্যটকদের ভ্রমণের অন্যতম পছন্দের জায়গা মালদ্বীপ। টলিউড থেকে বলিউডের সিনেমা, গোটা দেশের একাধিক জনপ্রিয় ভ্লগারের ভিডিও তার সাক্ষী দেয়। সেসব এখন কোনদিকে মোড় নেয় তাই দেখবার পালা।
সেনাবাহিনী প্রত্যাহার নিয়ে গত এক বছর ধরে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে দ্বীপরাষ্ট্র মালদ্বীপের। দীর্ঘদিনের দুই বন্ধু দেশের মধ্যে সম্পর্কে ফাটলের প্রভাব কি এবার পড়া শুরু করছে পর্যটনভিত্তিক অর্থনীতির দেশ মালদ্বীপের ওপর?
মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে প্রথম দুই মাসে (৪ মার্চ অবধি) মালদ্বীপে ভারতীয় পর্যটক ছিল ৪১ হাজার ৫৪ জন। চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে তা কমে দাঁড়িয়েছে ২৭ হাজার ২২৪ জনে।
উল্লেখ্য, ওই একই সময় পর্বে গত বছর দেশভিত্তিক পর্যটকের পরিসংখ্যানে ভারত ছিল দ্বিতীয় স্থানে। চলতি বছরে ভারতের স্থান সেই তালিকায় ষষ্ঠ স্থানে নেমে গেছে। ফলস্পরূপ ট্যুরিজমের মার্কেট শেয়ার ১০ শতাংশ থেকে ৬ শতাংশে নেমেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষদ্বীপ সফরের পরেই মালদ্বীপ-ভারত সংঘাত তুঙ্গে ওঠে। মোদিকে নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করেন প্রেসিডেন্ট মুইজুর দলের একাধিক নেতা। এ নিয়ে ভারতে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানায় নয়াদিল্লি।
এসব নিয়ে নিন্দার ঝড় ওঠে। গোটা ভারত জুড়ে শুরু হয় ‘বয়কট মালদ্বীপ’। সেই থেকেই পর্যটক কমতে শুরু করেছে দ্বীপরাষ্ট্রটিতে।
এদিকে, ভারতের সঙ্গে সংঘাতের জেরে বিরোধীদের প্রবল প্রতিবাদের মুখে পড়েছেন মুইজ্জু। চীনপন্থী প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে প্রধান বিরোধীদল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি। খুব শিগগিরই তা পার্লামেন্টে পেশ হওয়ার কথা রয়েছে। গত কয়েকদিন ধরেই মালদ্বীপের পার্লামেন্টে তুমুল মতবিরোধ চলছে।
চলতি বছরের শুরুর দিকে ভারতে বয়কটের ডাক নিয়ে মালদ্বীপের পর্যটনশিল্পের স্টেকহোল্ডাররা উদ্বেগ প্রকাশ করেছিলেন। ভারতের অনেক জনপ্রিয় চলচ্চিত্র তারকারাও এই বয়কটে সমর্থন দিচ্ছেন।
মালদ্বীপ অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অ্যান্ড ট্যুর অপারেটর (মাটাটো) ভারতীয় অতিথিদের বুকিং বাতিল নিয়ে একটি সমীক্ষা পরিচালনা করেছে। তবে এর রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি।
২০২১-২৩ সাল পর্যন্ত ২ লাখেরও বেশি পর্যটক নিয়ে মালদ্বীপের পর্যটন মার্কেটের শীর্ষে ছিল ভারত। তবে এই বছরের এখন পর্যন্ত ৫৪ হাজারের বেশি পর্যটক নিয়ে শীর্ষ অবস্থান করছে চীন।
ভারতীয় পর্যটকদের ভ্রমণের অন্যতম পছন্দের জায়গা মালদ্বীপ। টলিউড থেকে বলিউডের সিনেমা, গোটা দেশের একাধিক জনপ্রিয় ভ্লগারের ভিডিও তার সাক্ষী দেয়। সেসব এখন কোনদিকে মোড় নেয় তাই দেখবার পালা।
গাজা নিয়ে তৈরি একটি তথ্যচিত্র প্রচার করার জন্য দুঃখপ্রকাশ করেছে বিবিসি। দাবি করা হচ্ছে, তথ্যচিত্রটির প্রচার সংস্থাটির ভাবমূর্তির জন্য ক্ষতিকর হয়েছে। দুঃখপ্রকাশের পাশাপাশি বিবিসি কর্তৃপক্ষ এই তথ্যচিত্র তৈরির সময় ঘটে যাওয়া ‘গুরুতর ত্রুটিগুলোর’ পূর্ণাঙ্গ পর্যালোচনা করবে বলে জানিয়েছে।
৩ ঘণ্টা আগেভারতের উত্তরাখন্ডে বদ্রিনাথ মন্দিরের পাশে চামোলি জেলায় তুষারধসে সীমান্ত সড়ক সংস্থার (বিআরও) অন্তত ৪১ জন শ্রমিক আটকা পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, আজ শুক্রবার ভারত-চীন সীমান্তের কাছাকাছি মানা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
৪ ঘণ্টা আগেক্রমবর্ধমান চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য দ্বন্দ্বের অংশ হিসেবে চীনের ওপর নতুন করে আরও ১০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেব্রুয়ারির শুরুতেই চীন থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার ট্রাম্প আরও জানান, আগামী ৪ মার্চ থেকে
৪ ঘণ্টা আগেভারত থেকে বিহারকে বাদ দিলে দেশ উন্নত হয়ে যাবে বলে মন্তব্য করে বরখাস্ত হয়েছেন দেশটির কেন্দ্রীয় বিদ্যালয়ের এক শিক্ষিকা। বিহারের জেহানাবাদে একটি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন তিনি। এক ভিডিওতে দেখা যায়, অশালীন ভাষায় তিনি বিহারের সমালোচনা করছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ার পর...
৫ ঘণ্টা আগে