Ajker Patrika

চিকিৎসককে ধর্ষণ-হত্যা: শর্তের চাপে মমতা, পিছিয়ে দিলেন বৈঠক 

অনলাইন ডেস্ক
Thumbnail image

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা এখনো সামলে উঠতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্টার্ন চিকিৎসকেরা তাঁর সঙ্গে আলোচনা চেয়েছেন, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এদিকে বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠক পিছিয়ে দিয়েছে রাজ্য সচিবালয় নবান্ন। 

আনন্দবাজার পত্রিকার অনলাইনের খবরে বলা হয়েছে, রাজ্যের স্বাস্থ্য ভবনের সামনে ২৭ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন চিকিৎসকেরা। এর মাঝেই দফায় দফায় পাল্টাপাল্টি ই-মেইল চালাচালি হলেও বৈঠক নিয়ে সমাধানসূত্র এখনো মেলেনি। 

বিকেলেই আন্দোলনকারী চিকিৎসকেরা একটি ই-মেইল পাঠিয়েছেন মুখ্যসচিবকে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অন্তত ৩০ জনের প্রতিনিধিদলকে নিয়ে বৈঠকসহ চার দফা শর্ত দিয়েছেন তাঁরা। প্রতিনিধি ছাড়াও ইন্টার্ন চিকিৎসকেরা চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই বৈঠক হোক নবান্নে। মুখ্যসচিবকে পাঠানো শর্তগুলোর মধ্যে অন্যতম এটি। এ ছাড়া এই বৈঠক সরাসরি প্রচারের দাবি জানিয়েছেন চিকিৎসকেরা। তবে এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। 

এদিকে আজ বৃহস্পতিবার রাজ্যের সব বেসরকারি হাসপাতালের সঙ্গে বৈঠক ডেকেছিল রাজ্য সরকার। প্রতিটি বেসরকারি হাসপাতালের প্রতিনিধি ও রাজ্যের স্বাস্থ্যকর্তাদের ওই বৈঠকে থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু শেষ মুহূর্তে সেই বৈঠক স্থগিত করে দেওয়া হলো। 

গতকাল বুধবার বিকেলে প্রশাসনিক সূত্রে জানা যায়, ওই বৈঠক বাতিল করে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আবার কবে এই বৈঠক হবে, সে বিষয়ে কোনো ধারণা নেই বলেই জানিয়েছেন নবান্নের এক কর্মকর্তা। কী কারণে বৈঠক স্থগিত করা হয়েছে, তা নিয়ে একাংশের মনে ধোঁয়াশাও তৈরি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত