অনলাইন ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা এখনো সামলে উঠতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্টার্ন চিকিৎসকেরা তাঁর সঙ্গে আলোচনা চেয়েছেন, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এদিকে বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠক পিছিয়ে দিয়েছে রাজ্য সচিবালয় নবান্ন।
আনন্দবাজার পত্রিকার অনলাইনের খবরে বলা হয়েছে, রাজ্যের স্বাস্থ্য ভবনের সামনে ২৭ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন চিকিৎসকেরা। এর মাঝেই দফায় দফায় পাল্টাপাল্টি ই-মেইল চালাচালি হলেও বৈঠক নিয়ে সমাধানসূত্র এখনো মেলেনি।
বিকেলেই আন্দোলনকারী চিকিৎসকেরা একটি ই-মেইল পাঠিয়েছেন মুখ্যসচিবকে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অন্তত ৩০ জনের প্রতিনিধিদলকে নিয়ে বৈঠকসহ চার দফা শর্ত দিয়েছেন তাঁরা। প্রতিনিধি ছাড়াও ইন্টার্ন চিকিৎসকেরা চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই বৈঠক হোক নবান্নে। মুখ্যসচিবকে পাঠানো শর্তগুলোর মধ্যে অন্যতম এটি। এ ছাড়া এই বৈঠক সরাসরি প্রচারের দাবি জানিয়েছেন চিকিৎসকেরা। তবে এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।
এদিকে আজ বৃহস্পতিবার রাজ্যের সব বেসরকারি হাসপাতালের সঙ্গে বৈঠক ডেকেছিল রাজ্য সরকার। প্রতিটি বেসরকারি হাসপাতালের প্রতিনিধি ও রাজ্যের স্বাস্থ্যকর্তাদের ওই বৈঠকে থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু শেষ মুহূর্তে সেই বৈঠক স্থগিত করে দেওয়া হলো।
গতকাল বুধবার বিকেলে প্রশাসনিক সূত্রে জানা যায়, ওই বৈঠক বাতিল করে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আবার কবে এই বৈঠক হবে, সে বিষয়ে কোনো ধারণা নেই বলেই জানিয়েছেন নবান্নের এক কর্মকর্তা। কী কারণে বৈঠক স্থগিত করা হয়েছে, তা নিয়ে একাংশের মনে ধোঁয়াশাও তৈরি হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা এখনো সামলে উঠতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্টার্ন চিকিৎসকেরা তাঁর সঙ্গে আলোচনা চেয়েছেন, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এদিকে বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠক পিছিয়ে দিয়েছে রাজ্য সচিবালয় নবান্ন।
আনন্দবাজার পত্রিকার অনলাইনের খবরে বলা হয়েছে, রাজ্যের স্বাস্থ্য ভবনের সামনে ২৭ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন চিকিৎসকেরা। এর মাঝেই দফায় দফায় পাল্টাপাল্টি ই-মেইল চালাচালি হলেও বৈঠক নিয়ে সমাধানসূত্র এখনো মেলেনি।
বিকেলেই আন্দোলনকারী চিকিৎসকেরা একটি ই-মেইল পাঠিয়েছেন মুখ্যসচিবকে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অন্তত ৩০ জনের প্রতিনিধিদলকে নিয়ে বৈঠকসহ চার দফা শর্ত দিয়েছেন তাঁরা। প্রতিনিধি ছাড়াও ইন্টার্ন চিকিৎসকেরা চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই বৈঠক হোক নবান্নে। মুখ্যসচিবকে পাঠানো শর্তগুলোর মধ্যে অন্যতম এটি। এ ছাড়া এই বৈঠক সরাসরি প্রচারের দাবি জানিয়েছেন চিকিৎসকেরা। তবে এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।
এদিকে আজ বৃহস্পতিবার রাজ্যের সব বেসরকারি হাসপাতালের সঙ্গে বৈঠক ডেকেছিল রাজ্য সরকার। প্রতিটি বেসরকারি হাসপাতালের প্রতিনিধি ও রাজ্যের স্বাস্থ্যকর্তাদের ওই বৈঠকে থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু শেষ মুহূর্তে সেই বৈঠক স্থগিত করে দেওয়া হলো।
গতকাল বুধবার বিকেলে প্রশাসনিক সূত্রে জানা যায়, ওই বৈঠক বাতিল করে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আবার কবে এই বৈঠক হবে, সে বিষয়ে কোনো ধারণা নেই বলেই জানিয়েছেন নবান্নের এক কর্মকর্তা। কী কারণে বৈঠক স্থগিত করা হয়েছে, তা নিয়ে একাংশের মনে ধোঁয়াশাও তৈরি হয়েছে।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৭ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৭ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৭ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৮ ঘণ্টা আগে