Ajker Patrika

এবার কংগ্রেস নেতার ‘উত্তরাধিকার কর’ মন্তব্যে উত্তাল ভারতের রাজনীতি

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ২২: ৪৭
এবার কংগ্রেস নেতার ‘উত্তরাধিকার কর’ মন্তব্যে উত্তাল ভারতের রাজনীতি

ভারতের লোকসভা নির্বাচনের মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মুসলিমবিদ্বেষী বক্তব্যের অভিযোগ তুলেছে কংগ্রেসসহ বিরোধী দলগুলো। গত সোমবার রাজস্থান রাজ্যের একটি নির্বাচনী সমাবেশে মোদি ভারতের মুসলিমদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে আখ্যা দিয়েছেন—এমন অভিযোগ জমা পড়েছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনেও। তবে এ ঘটনার এক দিন যেতে না যেতেই আজ বুধবার পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ঘুরে দাঁড়িয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। একজন বর্ষীয়ান নেতার মন্তব্যকে কেন্দ্র করে এবার কংগ্রেসকে তীব্রভাবে লক্ষ্যবস্তু করেছেন তিনি।

আজ ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, নির্বাচনী উত্তেজনার মধ্যে কংগ্রেস নেতা স্যাম পিত্রোদার করা একটি মন্তব্য ঘিরে সরগরম হয়ে উঠেছে দেশটির জাতীয় রাজনীতি। স্যাম পিত্রোদা একসময় ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আস্থাভাজন ব্যক্তি ছিলেন। বর্তমানে তিনি রাহুল গান্ধীর অন্যতম পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করছেন। এরই ধারাবাহিকতায় মৃত্যুর পর কোনো ব্যক্তির সম্পত্তির অর্ধেক সরকারকে দান করা উচিত বলে মন্তব্য করেছেন স্যাম পিত্রোদা। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি আমেরিকার ইনহেরিটেন্স ট্যাক্স বা উত্তরাধিকার করের কথাও উল্লেখ করেছেন।

পিত্রোদা বলেন, ‘আমেরিকায় একটি উত্তরাধিকার কর আছে। যদি কারও কাছে ১০০ মিলিয়ন ডলারের সম্পদ থাকে এবং যখন তিনি মারা যাবেন তখন তিনি তাঁর সম্পদের ৪৫ শতাংশ সন্তানদের কাছে হস্তান্তর করতে পারেন। বাকি ৫৫ শতাংশ সরকারের দখলে যায়। এটি একটি আকর্ষণীয় আইন। আপনি আপনার প্রজন্মে সম্পদ তৈরি করেছেন এবং আপনি এখন চলে যাচ্ছেন—আপনাকে অবশ্যই আপনার সম্পদ জনগণের জন্য ছেড়ে দিতে হবে। তবে পুরোটা নয়, অর্ধেক। এটা আমার কাছে ন্যায্য বলে মনে হয়।’

পিত্রোদার এই মন্তব্য ঘিরেই তোলপাড় ভারতের জাতীয় রাজনীতি। মন্তব্যটির প্রসঙ্গ টেনে আজ ভারতের ছত্তিশগড়ে অনুষ্ঠিত একটি নির্বাচনী সমাবেশে মোদি অভিযোগ করেন—কংগ্রেস মানুষের জীবন থাকতেও লুট করে, এমনকি মৃত্যুর পরও লুট করতে চায়।

জনসভায় বিষয়টি উত্থাপন করতে গিয়ে মোদি প্রথমেই রাহুল গান্ধী ও তাঁর দল কংগ্রেসকে ইঙ্গিত করে বলেন, ‘যুবরাজের উপদেষ্টা এবং রাজপরিবার কিছুক্ষণ আগে বলেছেন, মধ্যবিত্তদের ওপর আরও কর চাপানো হবে। কংগ্রেস বলেছে তারা উত্তরাধিকার কর চাপাবে। আপনার কষ্টে অর্জন করা সম্পদ আপনার সন্তানেরা পাবে না। কংগ্রেস তা ছিনিয়ে নেবে।’

এরপরই নরেন্দ্র মোদি বলেন, ‘কংগ্রেসের একটাই মন্ত্র। বেঁচে থাকলেও লুট করব, মরে গেলেও লুট করব।’

পিত্রোদার মন্তব্য নিয়ে সরব হয়েছেন ক্ষমতাসীন বিজেপির সেক্রেটারি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। পিত্রোদাকে আক্রমণ করে তিনি বলেছেন, ‘আমার বিশ্বাস, কংগ্রেস এটা প্রত্যাহার করে নেবে। শ্যাম পিত্রোদার বক্তব্য গুরুত্বসহকারে ভেবে দেখা উচিত দেশবাসীর। এই বক্তব্য স্পষ্ট করে দিয়েছে যে দেশের কাছে কংগ্রেসের আসল অভিসন্ধি কী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত