অনলাইন ডেস্ক
ভারতের অন্ধ্রপ্রদেশের বাসিন্দা রাজশেখর রেড্ডি (৬২)। তিনি এবার বেশ কিছু জমিতে টমেটো চাষ করেছিলেন। গত কয়েক সপ্তাহ ভারতে টমেটোর বাজার চড়া হওয়ায় দামও পেয়েছেন বেশ। প্রায় ৩০ লাখ রুপি। সেই টাকাই হলো কাল। টাকার জন্য ওই বৃদ্ধেকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, রাজশেখর শুধু জুলাই মাসের প্রথম সপ্তাহে ৭০ বাক্স টমেটো বিক্রি করেছিলেন। তাঁর আয় হয়েছিল প্রায় ৩০ লাখ রুপি। সেই টাকার জন্যই তাঁকে খুন হতে হয়েছে বলে দাবি পরিবারের।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, রাজশেখর বাইক চালিয়ে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাঁর রাস্তা আটকায়। মুখে কাপড় গুঁজে গাছের সঙ্গে তাঁকে বেঁধে ফেলে তারা। তারপর বেধড়ক মারধর করা হয়। মৃতের পরিবারের অভিযোগ, এলাকার অন্যান্য ব্যবসায়ীরা এই খুনের সঙ্গে যুক্ত থাকতে পারেন। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। এই হত্যার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
রাজ্য পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার রাতে গ্রামে দুধ দিতে যাওয়ার সময় তাঁকে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ। হামলাকারীরা তাঁকে আটকে রেশমের সুতো দিয়ে হাত-পা বেঁধে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করে। তবে দুর্বৃত্তদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
ডেপুটি পুলিশ সুপারিনটেনডেন্ট জানিয়ছেন, সব দিক থেকেই ঘটনার তদন্ত করা হচ্ছে। চারটি তদন্ত দল গঠন করা হয়েছে।
ভারতের অন্ধ্রপ্রদেশের বাসিন্দা রাজশেখর রেড্ডি (৬২)। তিনি এবার বেশ কিছু জমিতে টমেটো চাষ করেছিলেন। গত কয়েক সপ্তাহ ভারতে টমেটোর বাজার চড়া হওয়ায় দামও পেয়েছেন বেশ। প্রায় ৩০ লাখ রুপি। সেই টাকাই হলো কাল। টাকার জন্য ওই বৃদ্ধেকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, রাজশেখর শুধু জুলাই মাসের প্রথম সপ্তাহে ৭০ বাক্স টমেটো বিক্রি করেছিলেন। তাঁর আয় হয়েছিল প্রায় ৩০ লাখ রুপি। সেই টাকার জন্যই তাঁকে খুন হতে হয়েছে বলে দাবি পরিবারের।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, রাজশেখর বাইক চালিয়ে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাঁর রাস্তা আটকায়। মুখে কাপড় গুঁজে গাছের সঙ্গে তাঁকে বেঁধে ফেলে তারা। তারপর বেধড়ক মারধর করা হয়। মৃতের পরিবারের অভিযোগ, এলাকার অন্যান্য ব্যবসায়ীরা এই খুনের সঙ্গে যুক্ত থাকতে পারেন। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। এই হত্যার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
রাজ্য পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার রাতে গ্রামে দুধ দিতে যাওয়ার সময় তাঁকে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ। হামলাকারীরা তাঁকে আটকে রেশমের সুতো দিয়ে হাত-পা বেঁধে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করে। তবে দুর্বৃত্তদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
ডেপুটি পুলিশ সুপারিনটেনডেন্ট জানিয়ছেন, সব দিক থেকেই ঘটনার তদন্ত করা হচ্ছে। চারটি তদন্ত দল গঠন করা হয়েছে।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৭ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৮ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৮ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৯ ঘণ্টা আগে