কলকাতা প্রতিনিধি
ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের এক বিধায়ক। তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ শহরে বিজেপির বিধায়ক টি রাজা সিং নবী (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সেখানে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ তাঁকে অন্যের ধর্মীয় আবেগে আঘাত করার অভিযোগে গ্রেপ্তার করেছে।
এর আগে, চলতি বছরের জুন মাসে বিজেপি মুখপাত্র নূপুর শর্মাও নবীকে (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তাঁর মন্তব্যের জের ধরে তাঁকে বরখাস্ত করে করে বিজেপি। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার এক ভিডিও বার্তায় রাজা সিং নবী (সা.) সম্পর্কে আপত্তিকর বক্তব্য রেখে হায়দরাবাদে উত্তেজনার সৃষ্টি করলেন। এদিকে, নবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে টি রাজা সিংকে বহিষ্কার করেছে বিজেপি।
ঘটনার সূত্রপাত কৌতুক অভিনেতা মুনওয়ার ফারুকির এক অনুষ্ঠানকে ঘিরে। সেই অনুষ্ঠানে হিন্দুদের ধর্মীয় আবেগে আঘাত হেনেছেন ফারুকি এমনই অভিযোগ উঠেছে। তারই প্রতিবাদ করেন বিজেপি বিধায়ক। সেই প্রতিবাদের অংশ হিসেবেই গত রোববার ১০ মিনিটের একটি ভিডিও সামনে আসে। অনেকেই অভিযোগ করেছেন, সেই ভিডিওতেই নবীকে (সা.) অসম্মান করা হয়েছে। ভিডিও প্রকাশ্যে আসার পরপরই বিক্ষোভ শুরু হয় হায়দরাবাদ জুড়ে। গত সোমবার রাতে সিটি পুলিশ কমিশনার সিভি আনন্দের অফিস ঘেরাও করে উত্তেজিত জনতা। তাঁদের দাবি, রাজা সিংকে গ্রেপ্তার করতে হবে।
আজ মঙ্গলবার সকালে হায়দরাবাদ দক্ষিণাঞ্চলের ডেপুটি পুলিশ কমিশনার পি সাই চৈতন্য জানান, রাজা সিংকে গ্রেপ্তার করা হয়েছে। এখন জনতার দাবি, কঠোর শাস্তি দিতে হবে টি রাজা সিংকে। উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের এক বিধায়ক। তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ শহরে বিজেপির বিধায়ক টি রাজা সিং নবী (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সেখানে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ তাঁকে অন্যের ধর্মীয় আবেগে আঘাত করার অভিযোগে গ্রেপ্তার করেছে।
এর আগে, চলতি বছরের জুন মাসে বিজেপি মুখপাত্র নূপুর শর্মাও নবীকে (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তাঁর মন্তব্যের জের ধরে তাঁকে বরখাস্ত করে করে বিজেপি। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার এক ভিডিও বার্তায় রাজা সিং নবী (সা.) সম্পর্কে আপত্তিকর বক্তব্য রেখে হায়দরাবাদে উত্তেজনার সৃষ্টি করলেন। এদিকে, নবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে টি রাজা সিংকে বহিষ্কার করেছে বিজেপি।
ঘটনার সূত্রপাত কৌতুক অভিনেতা মুনওয়ার ফারুকির এক অনুষ্ঠানকে ঘিরে। সেই অনুষ্ঠানে হিন্দুদের ধর্মীয় আবেগে আঘাত হেনেছেন ফারুকি এমনই অভিযোগ উঠেছে। তারই প্রতিবাদ করেন বিজেপি বিধায়ক। সেই প্রতিবাদের অংশ হিসেবেই গত রোববার ১০ মিনিটের একটি ভিডিও সামনে আসে। অনেকেই অভিযোগ করেছেন, সেই ভিডিওতেই নবীকে (সা.) অসম্মান করা হয়েছে। ভিডিও প্রকাশ্যে আসার পরপরই বিক্ষোভ শুরু হয় হায়দরাবাদ জুড়ে। গত সোমবার রাতে সিটি পুলিশ কমিশনার সিভি আনন্দের অফিস ঘেরাও করে উত্তেজিত জনতা। তাঁদের দাবি, রাজা সিংকে গ্রেপ্তার করতে হবে।
আজ মঙ্গলবার সকালে হায়দরাবাদ দক্ষিণাঞ্চলের ডেপুটি পুলিশ কমিশনার পি সাই চৈতন্য জানান, রাজা সিংকে গ্রেপ্তার করা হয়েছে। এখন জনতার দাবি, কঠোর শাস্তি দিতে হবে টি রাজা সিংকে। উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৭ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৮ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৮ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৯ ঘণ্টা আগে