Ajker Patrika

ভারতে কৃষক হত্যায় অভিযুক্ত মন্ত্রীর ছেলের জামিন নাকচ

কলকাতা প্রতিনিধি
আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ২৩: ৪২
ভারতে কৃষক হত্যায় অভিযুক্ত মন্ত্রীর ছেলের জামিন নাকচ

ভারতের উত্তর প্রদেশে গাড়ি চাপা দিয়ে ৮ আন্দোলনরত কৃষক হত্যায় অভিযুক্ত ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলের আশিস মিত্রের জামিন বাতিল করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আশিসকে সাত দিনের মধ্যে আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

এর আগে, এলাহাবাদ হাইকোর্ট তাঁকে জামিন দিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট সেই জামিন খারিজ করে দিয়ে তাঁকে আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে।

গত বছর ৩ অক্টোবর উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে আন্দোলনরত কৃষকদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগে প্রথম দিকে পুলিশ আশিসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে বাধ্য হয়। 

পরে, গত ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন আশিস। কিন্তু এবার তাঁর জামিন বাতিল করায় তাঁকে আবার জেলে যেতে হচ্ছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর দাবি, সাজা ঘোষণা না হওয়া পর্যন্ত মন্ত্রীর ছেলেকে বন্দী রাখা হোক। 

তবে, আশিসের আইনজীবীদের দাবি, আশিস নির্দোষ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত